img

Follow us on

Friday, Nov 22, 2024

Aaron Carter: বাড়ির বাথটাবে মিলল মার্কিন পপ গায়কের মৃতদেহ

ব্যাক স্ট্রিট বয়েস এবং ব্রিটনি স্পিয়ারের সঙ্গেও কাজ করেছেন তিনি।

img

আরন কারটার

  2022-11-06 14:42:05

মাধ্যম নিউজ ডেস্ক: নিজের বাড়ির বাথটাবে মৃত অবস্থায় পাওয়া গেল মার্কিন পপ গায়ক আরন কারটারকে। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৩৪ বছর। ব্যাক স্ট্রিট বয়েসের নিক কারটারের ভাই আরন ক্যালিফর্নিয়ার বাসিন্দা। 'আরন পার্টি' অ্যালবামের মধ্যে দিয়ে রাতারাতি জনপ্রিয়তা পান আরন।  

এক পুলিশ অফিসার শনিবার সকাল ১০:৫৮- এ গিয়ে আরনের দেহ উদ্ধার করেন। আরনের ম্যানেজারকে ফোন করা হলে অনেক পরে তিনি ফোনের উত্তর দেন। ৭ ডিসেম্বর ১৯৮৭ সালে জন্মগ্রহণ করেন আরন। প্রথম অ্যালবাম বেরোয় ১৯৯৭ সালে। আর কিশোরীদের হার্টথ্রব বনে যান তিনি। প্রিটিন নিকলেডন এবং ডিজনি শো- এর জনপ্রিয় মুখ ছিলেন তিনি। লিজি ম্যাকগিয়ারেও বিশেষ অতিথি হিসেবে এসেছিলেন তিনি। 

আরও পড়ুন: তৃণমূলের দুর্নীতির সেই ট্র্যাডিশন, অপসারিত রাজপুর-সোনারপুর পুরসভার ভাইস চেয়্যারম্যান 

ব্যাক স্ট্রিট বয়েস এবং ব্রিটনি স্পিয়ারের সঙ্গেও কাজ করেছেন। আরনের ব্যক্তিগত জীবন বার বার খবরের শিরোনামে এসেছে। এর অন্যতম কারণ ছিল পাঁচ কারটার ভাইবোনের মধ্যের ঝামেলা। 

২০১৩ সালে ঋণের ভারে ডুবে যান এই গায়ক। কর দেওয়া থেকে মুক্তি পেতে নিজেকে দেউলিয়া ঘোষণা করার আবেদনও করেন তিনি। বেপোরোয়া গাড়ি চালানোর একাধিক অভিযোগ ছিল এই গায়কের বিরুদ্ধে। 

২০১৭ সালে মাদক মামলাতেও নাম জড়ায় এই পপ তারকার। ২০১৮ সালে নিজেকে নেশামুক্ত করতে রিহ্যাব সেন্টারের শরণাপন্নও হন তিনি। 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

 

Tags:

Aaron Carter

California


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর