Elon Musk: ভেঙে পড়ছে তাঁর সাধের স্টারশিপ রকেট, সেই ভিডিও দেখে কী প্রতিক্রিয়া দিলেন ইলন মাস্ক?
প্রতীকী ছবি
মাধ্যম নিউজ ডেস্ক: সপ্তম পরীক্ষামূলক উৎক্ষেপণে মাঝপথেই বিলীন স্পেস এক্স স্টারশিপ (SpaceX Starship)। দুর্ঘটনার কারণ হিসেবে অক্সিজেন লিক হওয়াকে দায়ী করলেন ধনকুবের ইলন মাস্ক। সংস্থার সিইও ইলন মাস্ক সমাজ মাধ্যম এক্স হ্যান্ডলে জানিয়েছেন, সাত বারের বিপত্তি সত্ত্বেও পরবর্তী উৎক্ষেপণ সম্পর্কে তিনি যথেষ্ঠ আশাবাদী। মাস্কের দাবি, একই রকমের সমস্যা, যাতে আর পরবর্তীকালে না হয় সেজন্য তাঁরা চেষ্টা চালাবেন। এরপর থেকে দুবার করে পরীক্ষা করা হবে লিকগুলি, সেটাও তিনি জানিয়েছেন। প্রসঙ্গত, পুরো রকেটটি ছিল ৩৭ তলা বাড়ির সমান ছিল।
বৃহস্পতিবার (আমেরিকার সময়) ইলন মাস্কের কোম্পানি স্পেসএক্স তাদের স্টারশিপ (SpaceX Starship) রকেটের সপ্তম পরীক্ষামূলক উৎক্ষেপণ চালায়। তবে, উৎক্ষেপণের আট মিনিটের মধ্যেই ইঞ্জিনে গোলযোগ দেখা যায়। রকেটটি ভেঙে পড়ে। স্পেসএক্সের পক্ষ থেকে জানানো হয়, এটি ছিল একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। তবে সাফল্যের বিষয়ে কোনও নিশ্চয়তা ছিল না। স্পেসএক্সের প্রতিনিধি কেট টাইস বলেন, ‘‘আমাদের রকেট ধ্বংস হয়েছে। আমরা হতাশ, তবে এমন পরীক্ষার মাধ্যমেই ভবিষ্যতে সফল হওয়া সম্ভব।’’
রকেট ভেঙে পড়ার দৃশ্যের ভিডিও তুলে এক্সে পোস্ট করেন কয়েকজন নেটাগরিক। নিজের সংস্থার (SpaceX Starship) রকেট ভেঙে পড়ার সেই ভিডিও শেয়ার করে ঠাট্টার সুরে ইলন মাস্ক (Elon Musk) লেখেন, ‘‘সাফল্য অনিশ্চিত, তবে বিনোদন নিশ্চিত।’’
Success is uncertain, but entertainment is guaranteed! ✨
— Elon Musk (@elonmusk) January 16, 2025
pic.twitter.com/nn3PiP8XwG
প্রসঙ্গত, বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৫টা ৩৮ মিনিটে টেক্সাসের বোকা চিকা উৎক্ষেপণ কেন্দ্র থেকে পরীক্ষামূলক ফ্লাইটে স্টারশিপ রকেট মহাশূন্যে পাঠায় স্পেসএক্স। উৎক্ষেপণে ব্যবহৃত বুস্টারটি লঞ্চ প্যাডে ফিরে আসে এবং সেটিকে 'ক্যাচ' করা হয়। তবে মহাকাশের দিকে ছুটে যাওয়া রকেটটি ধ্বংস হয়ে যায়।
আরও পড়ুন: স্যালাইনকাণ্ডে সাসপেন্ড ৬ জুনিয়র ডাক্তার, মেদিনীপুর মেডিক্যালে কর্মবিরতি চিকিৎসক পড়ুয়াদের
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Whatsapp, Facebook, Twitter, Telegram এবং Google News পেজ।