১৯৪৮ সাল থেকে এ পর্যন্ত শান্তি রক্ষার কাজে বিভিন্ন দেশে...
প্রতীকী ছবি
মাধ্যম নিউজ ডেস্ক: ইউনাইটেড নেসশনস ইন্টারিম সিকিউরিটি ফোর্সে রয়েছে ভারতীয় ব্যাটেলিয়ন। এই ব্যাটেলিয়নেই রয়েছে মহিলা শান্তিরক্ষী বাহিনীও। এই মহিলা শান্তিরক্ষী বাহিনীর থেকে এক প্লাটুনকে পাঠানো হবে সুদানের (Sudan UN Mission) অ্যাবিই অঞ্চলে। এই মহিলা শান্তিরক্ষী বাহিনীকে সুদানে পাঠাচ্ছে রাষ্ট্রসংঘ। রাষ্ট্রসংঘের তরফে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, ভারত (India) থেকে এ পর্যন্ত যত মহিলা শান্তিরক্ষী বাহিনী পাঠানো হয়েছে রাষ্ট্রসংঘের (UN) তরফে, তার মধ্যে সুদানেরটাই হবে সব চেয়ে বড়। রাষ্ট্রসংঘের তরফে প্রথম ভারতীয় মহিলা শান্তিরক্ষী বাহিনীকে পাঠানো হয় লাইবেরিয়ায়, ২০০৭ সালে।
রাষ্ট্রসংঘে ভারত প্রথম মহিলা শান্তিরক্ষী বাহিনী পাঠায় ২০০৭ সালেই। সেবারই ওই বাহিনীর একাংশকে মোতায়েন করা হয় লাইবেরিয়ায়। ফর্মড পুলিশ ইউনিট লাইবেরিয়ায় ২৪ ঘণ্টা নিরাপত্তা দেওয়ার জন্য মোতায়েন করা হয়েছিল। এই ইউনিটে ছিল ভারতীয় মহিলা শান্তিরক্ষী বাহিনীও। সে দেশের রাজধানী মনরোভিয়া সহ বিভিন্ন অঞ্চলে তারা টহলও দেয় দিনরাত। ভারতীয় মহিলা শান্তিরক্ষী বাহিনীর সমর্থনে আরও শক্তিশালী হয়ে ওঠে লাইবেরিয়ার পুলিশ বাহিনী। রাষ্ট্রসংঘের জারি করা বিবৃতিতে বলা হয়েছে, ভারতের যে মহিলা শান্তিরক্ষী বাহিনী সুদানে (Sudan UN Mission) পাঠানো হবে, সেই বাহিনীর মাথায় থাকবেন দুজন আধিকারিক। অন্যান্য পদাধিকারি আধিকারিক থাকবেন ২৫ জন। এটা দিয়েই তৈরি হবে এনগেজমেন্ট প্লেটুন। তারা যাতে নিরাপত্তার দিকটি নিবিড়ভাবে দেখাশোনা করতে পারে তাই এই ব্যবস্থা।
আরও পড়ুুন: শুভেন্দুর দাবিতেই শিলমোহর তৃণমূল বিধায়কের! দল ‘কোম্পানি’, মমতা ‘ব্র্যান্ড’, বললেন গৌতমও
জানা গিয়েছে, ভারতীয় মহিলা শান্তিরক্ষী বাহিনীকে অ্যাবেইতে স্বাগত জানানো হবে। কিছু দিন আগে এখানেই ঘটেছিল হিংসার ঘটনা। লঙ্ঘিত হয়েছিল মানবাধিকার। ক্ষতিগ্রস্ত হয়েছিল নারী ও শিশু। মূলত তাঁদের সুরক্ষা দিতেই পাঠানো হচ্ছে মহিলা শান্তিরক্ষী বাহিনী। এবং যে বাহিনী পাঠানো হচ্ছে ভারতীয় বাহিনী থেকে। অ্যাবেইয়ের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছিল রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ। তার পরেই সিদ্ধান্ত হয় শান্তিরক্ষী বাহিনী পাঠানোর। অ্যাবেইবাসীর নিরাপত্তা দেওয়ার পাশাপাশি তাঁদের মানবিক সাহায্যও করবে এই বাহিনী। প্রসঙ্গত, ১৯৪৮ সাল থেকে এ পর্যন্ত শান্তি রক্ষার কাজে বিভিন্ন দেশে ৭১ বার বাহিনী পাঠিয়েছে রাষ্ট্রসংঘ (Sudan UN Mission)। তার মধ্যে ৪৯ বারই যোগ দিয়েছে ভারতীয় বাহিনী। সব মিলিয়ে দু লক্ষেরও বেশি ভারতীয় যোগ দিয়েছেন রাষ্ট্রসংঘের পাঠানো ওই বাহিনীতে।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।