দিন কয়েক আগেই গুগলের বিপুল কর্মী ছাঁটাই হয়েছে, প্রায় ১২ হাজার
সুল্দর পিচাই
মাধ্যম নিউজ ডেস্ক: দিন কয়েক আগেই গুগলের বিপুল কর্মী ছাঁটাই হয়েছে, প্রায় ১২ হাজার। গুগ্ল প্রধান সুন্দর পিচাই (Sundar Pichai) নিজে একথা ঘোষণা করেছেন। কর্মী ছাঁটাই এর সিদ্ধান্তের দায় সম্পূর্ণ ভাবেই তাঁর বলে সে সময় জানিয়েছিলেন পিচাই। এবার জানা গেল, গত ডিসেম্বর মাসেই নাকি বিপুল অঙ্কের বেতন বৃদ্ধি হয়েছিল সুন্দর পিচাইয়ের (Sundar Pichai)। কোনও কোনও মহল থেকে স্বাভাবিকভাবেই তাই প্রশ্ন উঠছে, এক দিকে নিজের বিপুল বেতন বৃদ্ধি, অন্য দিকে নিজের সংস্থাতেই ব্যাপক পরিমাণে কর্মী ছাঁটাই।
ওয়াকিবহাল মহলের ধারণা, কৃত্রিম বুদ্ধিমত্তা বা ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’ (এআই)-এ বিনিয়োগের পরিমাণ দিনের পর দিন বাড়িয়ে চলেছে প্রযুক্তি সংস্থাগুলি। তাই অর্থের টান দেখা যাচ্ছে। অন্য দিকে, সংস্থাগুলি আয় বৃদ্ধির নতুন রাস্তাও খুঁজে পাচ্ছেনা। তাই কর্মী ছাঁটাই করাই একমাত্র সমাধান হয়ে দাঁড়াচ্ছে। সমস্যা আরও প্রকট হয়েছে বিশ্বব্যাপী টালমাটাল অর্থনীতির কারণে। অক্টোবর মাসের পরিসংখ্যান বলছে, গত বছরের তুলনায় গুগ্লের মুনাফা কমে গিয়েছিল ২৭ শতাংশ। যা অর্থের হিসাবে ১,৩৪০ কোটি ডলার।
কর্মী ছাঁটাই এর কারন ব্যাখা করতে গিয়ে পিচাই (Sundar Pichai) জানিয়েছিলেন, এত সংখ্যক কর্মী ছাঁটাইয়ের কারণ হল গত দু’বছরে প্রচুর কর্মী নিয়োগ করেছে সংস্থা। অর্থনৈতিক মন্দার সময় এই ছাঁটাই সংস্থার উন্নতির গতিকে ত্বরান্বিত করবে বলেও তিনি দাবি করেছিলেন। কয়েকদিন আগে গুগ্লের কর্মীরা একটি মেল পান, সুন্দর পিচাই ওই মেলে তাঁদের ‘গুগলার’ বলে সম্বোধন করেন। পিচাই (Sundar Pichai) সেখানে লিখেছিলেন, ‘‘আপনাদের সকলকে আমার একটি খারাপ খবর দেওয়ার আছে। গুগল থেকে ১২ হাজার কর্মীকে অবসর দিতে হচ্ছে। এর জন্য আমি সত্যিই দুঃখিত। আমি জানি, এই সময়টা কতটা কঠিন। এত দিন সকলের প্রচেষ্টায় আমাদের সংস্থা সাফল্যের পথে হেঁটেছে। সকলের অবদান সত্যিই অনস্বীকার্য। এই সিদ্ধান্তের দায় সম্পূর্ণ রূপে আমার। গত দু’বছরে আমরা অনেক কিছু অর্জন করেছি। আর্টিফিশিয়াল ইনটেলিজেন্সের প্রতি আমাদের বিনিয়োগ, উৎপাদনের ক্ষেত্রে মান এবং সঠিক পরিষেবা বজায় রেখে চলেছি আমরা।’’
সুন্দর পিচাই (Sundar Pichai) ওই মেলে আরও লিখেছিলেন, গুগল গত ২৫ বছর ধরে অনেক চড়াই উতরাই এর মধ্যে দিয়ে গিয়েছে। কিন্তু সংস্থা লক্ষ্য থেকে কখনও সরে যায়নি বলেও মেলে লিখেছিলেন পিচাই। যে কর্মীদের ছাঁটাই করা হচ্ছে তাঁদের কী কী সুবিধা দেওয়া হবে সেই বিষয়ে তিনি মেলে লিখেছিলেন।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।
Tags: