MEA: অশান্ত সিরিয়া থেকে নিরাপদে বেরিয়ে লেবানন হয়ে ভারতের পথে ৭৫ জন ভারতীয়, জানাল বিদেশ মন্ত্রক...
সিরিয়া থেকে দেশের পথে ভারতীয়েরা। সংগৃহীত চিত্র
মাধ্যম নিউজ ডেস্ক: গৃহযুদ্ধে বিধ্বস্ত সিরিয়া (Syria Conflicts)। তাই কর্মসূত্রে সিরিয়ায় থাকা ৭৫ জন ভারতীয়কে দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু করল বিদেশ মন্ত্রক। মঙ্গলবার রাতে ভারতের বিদেশ মন্ত্রকের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, সিরিয়া থেকে ৭৫ জন ভারতীয়কে নিরাপদে বাণিজ্যিক বিমানে করে দেশে ফেরানো হচ্ছে। সিরিয়ার রাজধানী দামাস্কাস এবং লেবাননের রাজধানী বেইরুটে থাকা ভারতীয় দূতাবাসের যৌথ তৎপরতায় তপ্ত সিরিয়া থেকে তাঁদের বার করা হয়েছে বলে জানিয়েছে বিদেশ মন্ত্রক।
এক দশকেরও বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধের পর সিরিয়ায় (Syria Conflicts) পতন হয়েছে বাশার আল-আসাদের শাসনের। সিরিয়ার দখল নিয়েছেন বিদ্রোহীরা। পশ্চিম এশিয়ার এই দেশে রাজনৈতিক তপ্ত পরিস্থিতির মধ্যে আটকে পড়া ভারতীয়দের নিয়ে উদ্বেগ দানা বাঁধতে শুরু করে। এই আবহে এক বিবৃতিতে বিদেশ মন্ত্রক জানিয়েছে, সিরিয়ার পরিস্থিতির দিকে আগে থেকেই নজর রাখা হচ্ছিল। ইতিমধ্যে ৭৫ জন ভারতীয়কে সিরিয়া থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তাঁরা লেবাননে পাড়ি দিয়েছেন এবং বাণিজ্যিক ফ্লাইটে ভারতে ফিরে আসবেন। উদ্ধার হওয়া ভারতীয়দের মধ্যে রয়েছেন জম্মু ও কাশ্মীরের ৪৪ জন বাসিন্দা। তাঁরা সিরিয়ার সাইদা জানাব অঞ্চলে আটকে পড়েছিলেন।
আরও পড়ুনঃ উদ্যোগী এনডিএ, ‘এক দেশ, এক নির্বাচন’ বিল পেশ শীতকালীন অধিবেশনেই?
কর্মসূত্রে বহু ভারতীয় সিরিয়ায় বসবাস করেন। যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার (Syria Conflicts) পরিস্থিতি বিবেচনা করে এর আগে গত শুক্রবার এক বিবৃতিতে বিদেশ মন্ত্রক জানিয়েছিল, যাদের সামর্থ্য রয়েছে তাঁরা এখনই বিমান ধরে সিরিয়া থেকে দেশে ফিরুন। আর যাঁরা এখনই বিমানে করে ফেরার মতো অবস্থায় নেই, তাঁরা নিজেদের গতিবিধি নিয়ন্ত্রণে করে প্রতি মুহূর্তে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখুন। ইতিমধ্যেই উতপ্ত পরিস্থিতিতে সিরিয়ায় থাকা ভারতীয়দের সঙ্গে যোগাযোগ রাখতে দামাস্কাসের ভারতীয় দূতাবাস একটি হেল্পলাইন নম্বর চালু করেছে। সেটি এখনও সচল রাখা হয়েছে। প্রবাসী ভারতীয়দের ওই নম্বরের মাধ্যমে দূতাবাসে যোগাযোগ করতে বলা হয়েছে। হেল্পলাইন নম্বরটি হল (+৯৬৩) ৯৯৩৩৮৫৯৭৩। এই নম্বরে হোয়াটস্অ্যাপ করেও দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে পারবেন সিরিয়ায় থাকা প্রবাসী ভারতীয়রা। যোগাযোগ করা যাবে দামাস্কাসে ভারতীয় দূতাবাসের ইমেলেও।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Whatsapp, Facebook, Twitter, Telegram এবং Google News পেজ।