Afghan Women: তালিবানি ফতোয়া! উচ্চস্বরে প্রার্থনা করতে পারবেন না আফগান মহিলারা...
একের পর এক তালিবানি নির্দেশিকা। প্রাণান্তকর অবস্থা আফগান মহিলাদের। ফাইল ছবি।
মাধ্যম নিউজ ডেস্ক: “নারী ও মেয়েদের (Afghan Women) স্বাধীনতার ওপর তালিবানি নিষেধাজ্ঞা আরও বাড়তে পারে। এবং সেটা গণ্য হবে মানবতা-বিরোধী অপরাধ হিসেবে।” ২০২২ সালে এমনই মন্তব্য করেছিলেন আফগানিস্তানে (Taliban) মানবাধিকার বিষয়ক রাষ্ট্রসঙ্ঘের বিশেষ প্রতিবেদক। দু’বছর আগের ওই প্রতিবেদকের বলা কথা হুবহু মিলে গেল।
সম্প্রতি আফগানিস্তানের তালিব সরকার নয়া একটি নির্দেশিকা জারি করেছে। এই নির্দেশিকায় আফগান নারীদের পরস্পরের উপস্থিতিতে উচ্চস্বরে প্রার্থনা করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। সংবাদ মাধ্যম সূত্রে খবর, নয়া নির্দেশিকা জারির কথা জানিয়েছেন তালিবান সরকারের মন্ত্রী মহম্মদ খালিদ হানাফি। তিনি জানিয়েছেন, কোনও আফগান মহিলার উচিত নয় অন্য কোনও আফগান মহিলার সামনে জোরে কোরান পাঠ করা। কোরান এমনভাবে পাঠ করতে হবে যাতে তাঁরা একে অন্যের কথা শুনতে না পান। হানাফি বলেন, “মহিলাদের যখন তাকবির বা আজান পড়ার অনুমতি দেওয়া হয় না, তখন তাঁরা গান গাইতেও পারেন না, সঙ্গীত উপভোগও করতে পারেন না।”
আফগান সরকারের ওই মন্ত্রী জানান, একজন মহিলার কণ্ঠস্বরকে ‘আওরাহ’ হিসেবে বিবেচনা করা হয়। এর অর্থ হল, এটি সব সময় গোপন করা উচিত, সর্বসমক্ষে শোনা উচিত নয়। কোনও মহিলারও অন্য মহিলার আওয়াজ শোনা উচিত নয়। তাই এই নিয়ম। চলতি (Taliban) বছরের অক্টোবর মাসে আফগানিস্তানের তালিবান নৈতিকতা মন্ত্রণালয় একটি আইন কার্যকর করার অঙ্গীকার করেছে। এই আইন অনুযায়ী, সে দেশের সংবাদ মাধ্যম সকল জীবন্ত সত্তার ছবি প্রকাশ নিষিদ্ধ করবে। সাংবাদিকদের জানিয়ে দেওয়া হয়েছে, এই নিয়মটি ধীরে ধীরে বাস্তবায়িত করা হবে।
আরও পড়ুন: আরও গাড্ডায় ট্রুডো! কানাডার প্রধানমন্ত্রীকে সরাতে এবার গোপন ভোটের দাবি উঠল দলেই
আফগান সমাজে যে মহিলাদের স্বাধীনতা আরও বেশি করে খর্ব করা হচ্ছে, তার ইঙ্গিত মিলেছিল আগেই। অগাস্ট মাসেই মহিলাদের জন্য নয়া নিয়ম জারি করেছিল আফগান সরকার। তাতে বলা হয়েছিল, আফগান মহিলাদের সব সময় সারা শরীর ঢেকে রাখতে হবে। ছাড় পাবে না মুখমণ্ডলও। অপরিচিত পুরুষদের দিকে তাকানোর ক্ষেত্রেও নারীদের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। আফগান মহিলারা জনসমক্ষে (Afghan Women) বা বাড়ির ভেতরে জোরে কথা বলতে পারবেন না বলেও নিয়ম চালু করেছিল তালিবানরা (Taliban)।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Whatsapp, Facebook, Twitter, Telegram এবং Google News পেজ।