img

Follow us on

Saturday, Jan 18, 2025

Visas for Afghan students: আফগান ছাত্রদের ভারতে পড়ার ছাড়পত্র দিতে আর্জি জানানোর পথে তালিবান

দেশে সরকারে তালিবান। তাই ভিসা দিতে দেরি করছে ভারত, দাবি আফগান ছাত্রদের।

img

আফগান ছাত্রদের প্রতিবাদ।

  2022-07-06 18:28:06

মাধ্যম নিউজ ডেস্ক: ভারতে পড়াশোনা করতে আফগানিস্তানের ছাত্রদের ভিসা পুনরায় দেওয়ার জন্য ভারত সরকারের কাছে আর্জি জানাবে তালিবান। আফগান ছাত্রদের সঙ্গে বৈঠকে তাঁদের এই আশ্বাস দিয়েছেন আফগান বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি। ছাত্রদের তিনি আশ্বাস দেন তাঁরা শীঘ্রই ভারতে এসে নিজেদের পড়াশোনা শেষ করতে পারবেন। এ বিষয়ে দ্রুত ভারত সরকারের সঙ্গে কথা বলবে তালিবান,  জানিয়েছেন আফগান বিদেশমন্ত্রী। 
 
বর্তমানে ভারতের নানা বিশ্ববিদ্যালয়ে প্রায় ১৩ হাজার আফগান ছাত্র পড়াশোনা করে। করোনার কারণে ভারত থেকে তাদের মধ্যে ২ হাজার জন আফগানিস্তানে ফিরে গিয়েছিল। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই আফগানিস্তানের রাজনৈতিক চিত্র বদলে যায়। তালিবানরা দেশ দখল করে। ফলে ভারত সরকার আফগান ছাত্রদের ভিসা দিতে অস্বীকার করে। করোনার সময় ক্লাস চলছিল অনলাইনে। তাই অসুবিধা হয়নি। কিন্তু এখন আর পরিস্থিতি আগের মতো নেই। তাই,অফলাইনে ক্লাস শুরু হয়ে গিয়েছে। ভারতের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে প্রতিদিন ক্লাস হচ্ছে। সমস্যায় পড়েছে আফগান ছাত্ররা।

আরও পড়ুন: দলাই লামাকে মোদির ফোন! জন্মদিনে বৌদ্ধ ধর্মগুরুর দীর্ঘায়ু কামনা করলেন প্রধানমন্ত্রী

কোভিডের পর ভারত সরকারের তরফ থেকে ই-ভিসার কথা ঘোষণা করা হলে বহু আফগান পডুয়া আবেদন জানায়। আজ প্রায় সাত মাস হল, ভারতীয় দূতাবাস ভিসা দিচ্ছে না বলে দাবি আফগান ছাত্রদের। ই-ভিসা দিতে দেরি করায় কয়েকদিন আগে কাবুলে ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভও দেখায় শতাধিক পড়ুয়া। তাদের সকলের হাতেই ছিল পোস্টার। ছাত্রদের দাবি,পড়াশোনার সঙ্গে রাজনীতি করা উচিত নয়। শিক্ষা সকলের অধিকার। সংখ্যাগরিষ্ঠ পড়ুয়ার মতে, আফগানিস্তানে যেহেতু শাসন ক্ষমতায় বদল ঘটেছে, সে কারণে ভারতীয় দূতাবাস ভিসা দিতে দেরি করছে। 

আরও পড়ুন: কী হল বরিস সরকারের? চার মন্ত্রীর পদত্যাগে চিন্তায় জনসন

গত আট মাস ধরে কয়েক হাজার আফগান পড়ুয়া ভারতে আসতে পারছেন না। তাই এই বিষয়ে তালিবান সরকারের হস্তক্ষেপ দাবি করেন তাঁরা। আফগানিস্তানের বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠকও করেন ছাত্ররা।  বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি জানান, ছাত্ররা দেশের ভবিষ্যৎ। তাঁদের শিক্ষার বিষয়ে ভারত সরকারের সঙ্গে শীঘ্র কথা বলা হবে। 

Tags:

Taliban to approach India

visas for Afghan students

Afghan Foreign Minister Amir Khan Muttaqi


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর