img

Follow us on

Friday, Nov 22, 2024

Earthquake in Morocco: ভয়ঙ্কর ভূমিকম্প মরক্কোয়, মৃত ২৯৬, শোকপ্রকাশ মোদির

শুক্রবার রাতে মরক্কোয় ভূমিকম্পে নিহত ২৯৬ জন

img

মরক্কোয় ভূমিকম্পে নিহত ২৯৬ জন (সংগৃহীত ছবি)

  2023-09-09 11:36:14

মাধ্যম নিউজ ডেস্ক: শুক্রবার রাতে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর আফ্রিকার মরক্কো (Earthquake in Morocco)। জানা গিয়েছে, রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৬.৮। সেদেশের সরকারি হিসাব বলছে, ভূমিকম্পে মারা গিয়েছেন ২৯৬ জন মানুষ। মার্কিন জিওলজিক্যাল সার্ভের মতে, শুক্রবার মরক্কোর স্থানীয় সময় রাত্রি ১১টা নাগাদ  মারাকেশ এলাকায় তীব্র কম্পন অনুভূত হয়। জানা গেছে ভূপৃষ্ঠের (Earthquake in Morocco) থেকে ১৮.৫ কিলোমিটার গভীরে ছিল এই কম্পনের উৎস। চলিত বছরের ফেব্রুয়ারিতেই তুরস্কে ঘটেছিল ভয়াবহ ভূমিকম্প। তারপর এবার মরক্কোতে। 

কী বলছেন প্রত্যক্ষদর্শীরা?

সেখানকার প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন যে শুক্রবার রাত ১১ টা নাগাদ মারাকেশে বহুতলগুলি (Earthquake in Morocco) কাঁপতে শুরু করে। এবং রাস্তাতে ফাটল দেখা যায়। আতঙ্কে সবাই বাড়ির বাইরে বেরিয়ে আসেন। এর মধ্যে কয়েকটি বহুতল হুড়মুড়িয়ে ভেঙে পড়তে শুরু করে। ধ্বংসস্তূপে চাপা পড়ে অধিকাংশ মানুষের মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও সেভাবে জানা যায়নি। তবে আশঙ্কা করা হচ্ছে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে উপকূলবর্তী অঞ্চলের রাবাত, কাসাব্লাঙ্কা ও এসাউরা। চারিদিকে শুধুমাত্র আর্তনাদ এবং হাহাকার (Earthquake in Morocco) শোনা যাচ্ছে। ভূমিকম্পের পরে দুর্গতদের রাস্তাতে ঘুমিয়ে পড়তেও দেখা গিয়েছে। প্রসঙ্গত, মারাকেশ মদিনা (Earthquake in Morocco) হিসেবে পরিচিত। এখানকার লাল রঙের দেওয়ালের খ্যাতি সারা বিশ্বে। শুধুমাত্র তাই নয় ইউনেস্কো হেরিটেজ হিসেবেও ইতিমধ্যে ঘোষণা করেছে ওই দেওয়ালগুলিকে। ভূমিকম্পের ফলে সেই জায়গাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যাপকভাবে। এর আগে ২০০৪ সালে সব থেকে ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছিল। সেবার মারা গিয়েছিলেন প্রায় ৬০০ জন মানুষ। কিন্তু তীব্রতার দিক থেকে ২০২৩ সালের ভূমিকম্প ২০০৪ কেও ছাপিয়ে গিয়েছে। জিওলজিক্যাল সার্ভে বলছে গত ১২০ বছরে এত তীব্র ভূমিকম্প (Earthquake in Morocco) হয়নি মরক্কোতে।

শোকপ্রকাশ করলেন নরেন্দ্র মোদি

শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি, মরক্কোর এই ভূমিকম্পে ভারতের প্রধানমন্ত্রী ট্যুইটে লিখেছেন, ‘‘মৃত্যুর খবরে আমি ব্যথিত। এই দুঃসময়ে মরক্কোর (Earthquake in Morocco) মানুষকে সমবেদনা জানাই। ভারত সব রকমের সাহায্যের জন্য প্রস্তুত রয়েছে।’’

 

দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Tags:

Madhyom

Narendra Modi

bangla news

Bengali news

Earthquake in Morocco


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর