img

Follow us on

Monday, Dec 23, 2024

Israel-Hamas War: গাজায় চরম আঘাত হানতে প্রস্তুত ইজরায়েলি সেনা, নাগরিকদের সরতে নির্দেশ

ইজরায়েলের নারী বাহিনীতে শহিদ ৩ ভারতীয় বংশোদ্ভূত মহিলা

img

ইজরায়েলে-হামাস যুদ্ধ (ফাইল ছবি)

  2023-10-16 09:57:22

মাধ্যম নিউজ ডেস্ক: ৭ অক্টোবর ইজরায়েলের ওপর রকেট হামলা চালায় প্যালেস্তাইনের জঙ্গিগোষ্ঠী হামাস। তারপর থেকেই চলছে ইজরায়েল ও হামাস বাহিনীর যুদ্ধ। ইজরায়েলের (Israel-Hamas War) পাল্টা আঘাতে বেসামাল গাজা। পরপর রকেট হামলায় চারিদিকে ধ্বংসের ছবি ধরা পড়ছে গাজায়। অন্যদিকে ইজরায়েল থেকে কাতারে কাতারে সেনা ঢুকছে গাজায়। গাজা সীমান্ত সম্পূর্ণভাবে দখল নিয়েছে ইজরায়েল বাহিনী। আপাতত সবুজ সংকেতের অপেক্ষা করছে সেনা। নির্দেশ মিললেই জল-স্থল-বিমানবাহিনী একযোগে হামলা চালাবে গাজায়।

গাজার নাগরিকদের সরে যাওয়ার সুরক্ষিত রুট ঘোষণা ইজরায়েলের

ইজরায়েলের প্রশাসনের তরফ থেকে মানবিক দৃষ্টিভঙ্গিও দেখা গিয়েছে অভিযানে।  গাজা শহরের দখল নেওয়ার সময় যাতে কোনও সাধারণ নাগরিক নিহত না হয়, সেজন্য শহরের ১১ লাখ বাসিন্দাকে অবিলম্বে এলাকা ছেড়ে চলে যেতে নির্দেশ দেয় ইজরায়েল সেনা। কীভাবে তাঁরা উত্তর থেকে দক্ষিণ গাজায় পৌঁছাবেন তার সুরক্ষিত রাস্তাও বলে দেয় ইজরায়েল সেনাবাহিনী। তবে এখানেও নিজের দেশের নাগরিকদেরই পাল্টা আক্রমণ করেছে হামাস জঙ্গিগোষ্ঠী। কোনওভাবে যেন তারা গাজা ছেড়ে যেতে না পারে, তার জন্য লাগাতার বোমা বর্ষণ করে চলেছে হামাস। কেড়ে নেওয়া হচ্ছে গাড়ির চাবিও। আপাতত গাজাকে সম্পূর্ণভাবে ধ্বংস (Israel-Hamas War) করতে কার্যত প্রস্তুত ইজরায়েলের সেনা। মার্কিন যুক্তরাষ্ট্রও ইজরায়েলের পাশেই দাঁড়িয়েছে।

ইজরায়েলের নারী বাহিনীতে শহিদ ৩ ভারতীয় বংশোদ্ভূত মহিলা

হামাসের বিরুদ্ধে যুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ে অংশগ্রহণ করেছে ইজরায়েলের নারী বাহিনীও (Israel-Hamas War)। হামাসের আক্রমণে ইজরায়েলের নারী বাহিনীর তিনজন ভারতীয় বংশোদ্ভূত মহিলার মৃত্যুও হয়েছে বলে জানা গিয়েছে। এদের মধ্যে একজন ইজরায়েল পুলিশ বাহিনীর সদস্য এবং অন্যরা ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনীর অংশ। যুদ্ধে শহিদ হওয়া ভারতীয় বংশোদ্ভূত মহিলারা প্রত্যেকেই ভারতীয় ইহুদি সম্প্রদায়ের বলে জানা গিয়েছে। তাঁদের আদি বাসস্থান এদেশের মহারাষ্ট্রে। অন্যদিকে রবিবার রাজধানী তেল আভিভের সামরিক দফতরে এক উচ্চপর্যয়ের বৈঠক হয়। এখানে হামাসের হামলায় মৃত ১,৩০০ নাগরিকের উদ্দেশে নীরবতা পালন করেন ইজরায়েলের মন্ত্রীরা।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

Tags:

Madhyom

bangla news

Bengali news

Israel-Hamas War


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর