img

Follow us on

Saturday, Sep 28, 2024

Donald Trump: দেড় বছর পর ওয়াশিংটনে, আবারও প্রার্থী হওয়ার ইঙ্গিত দিলেন ট্রাম্প

তাঁর এই বক্তব্য নিয়ে জোর আলোচনা শুরু হয়ে গিয়েছে সমস্ত দেশের রাজনৈতিক মহলে।

img

ডোনাল্ড ট্রাম্প

  2022-07-28 16:21:05

মাধ্যম নিউজ ডেস্ক: দেড় বছর আগে হোয়াইট হাউস (White House) ছেড়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট (Former US President) ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। এরপর আর ওয়াশিংটনে ফেরেননি তিনি। তবে গতকাল মঙ্গলবার আবারও ওয়াশিংটনে দেখা গেল তাঁকে। এদিন সমর্থকদের উদ্দেশে দেওয়া ভাষণে ট্রাম্প আবারও ইঙ্গিত করেছেন যে, ২০২৪ সালের নির্বাচনে তিনি আবারও প্রেসিডেন্ট পদে লড়বেন। তিনি প্রায় ১৮ মাস আগে হোয়াইট হাউস ছেড়ে চলে গেলে তাঁকে আর ওয়াশিংটনে দেখা যায়নি। কিন্তু ফিরে এসেই তাঁর এই বক্তব্য নিয়ে জোর আলোচনা শুরু হয়ে গিয়েছে সমস্ত দেশের রাজনৈতিক মহলে।

তিনি এদিন বক্তব্য রাখতে গিয়ে জানিয়েছেন, তিনি প্রথমবার লড়ে জিতে গিয়েছিলেন। এরপর দ্বিতীয়বার প্রার্থী হয়েও ভালোই করেছিলেন। তাই আবারও হয়তো তাঁকে প্রার্থী হতে হবে, তবেই দেশকে শৃঙ্খলার মধ্যে আনতে পারবেন তিনি। তাঁর বিশ্বাস পরবর্তী রিপাবলিক প্রেসিডেন্ট হতে চলেছেন তিনি। এছাড়াও ২০২০ সালের নির্বাচনে নিজেকে জয়ী উল্লেখ করে ট্রাম্প যে মিথ্যা দাবি করে থাকেন তা নিয়ে আবারও বলেছেন এদিন।

আরও পড়ুন: পুতিনের অবস্থা সঙ্কটজনক, কতদিন সময় তাঁর হাতে?

আবার তিনি এদিন মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden) কেও কটাক্ষ করতে ছাড়েননি। তিনি বলেছেন, দেশের এমন অবস্থার জন্য বাইডেনই দায়ী। তিনি দাবি করেছেন, দেশ এখন অবনতির দিকে এগোচ্ছে আর এসবের জন্য দায়ী জো বাইডেন। ৪৯ বছরে মুদ্রাস্ফীতি সবচেয়ে বেশি বেশি, গ্যাসের দামও ইতিহাসে প্রথমবার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। তিনি আরও জানিয়েছেন, বাইডেনের অনুমতিতেই বহিরাগতরা তাদের দেশে প্রবেশ করছে। ফলে সব দেশের অপরাধীদের যুক্তরাষ্ট্রে পাঠিয়ে দিচ্ছে আর সবকিছুর পেছনে বাইডেন দায়ী। এমনকি আফগানিস্তানের পরিস্থিতি ও রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের পেছনেও বাইডেনই আছেন বলেছেন ট্রাম্প। এসবের কিছুই হত না যদি তিনি কমান্ডার-ইন-চিফ হতেন এমনটাই দাবি ট্রাম্পের।

এছাড়াও ট্রাম্পের বক্তব্য রাখার আগে এদিন তাঁর প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট, মাইক পেন্স (Mike Pence) বক্তব্য রাখেন ও তিনিও যে ২০২৪ -এর রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হতে পারেন এমনটাই ইঙ্গিত দিয়েছেন।

আরও পড়ুন: ফের রক্তাক্ত আমেরিকা, স্বাধীনতা দিবসের প্যারেডে গুলি, মৃত ৯

Tags:

joe biden

Donald Trump

US Presidential Election 2024


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর