img

Follow us on

Sunday, Jan 19, 2025

Turkey Earthquake: তীব্রতা ৭.৮! জোরালো ভূমিকম্প তুরস্ক-সিরিয়ায়! মৃত ৩৬০, সাহায্যের আশ্বাস মোদির

Turkey Earthquake: ৫ ঘণ্টায় ২২ বার আফটারশক...

img

তুরস্কে ভূমিকম্প

  2023-02-06 13:34:10

মাধ্যম নিউজ ডেস্ক: শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক। তাও একবার নয়, পর পর দু' বার জোরালো কম্পন অনুভূত হয়েছে বলে খবর৷ এদিন, সোমবার স্থানীয় সময় ভোর ৪.১৭ মিনিট নাগাদ সে দেশের দক্ষিণ প্রান্তে এই শক্তিশালী কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৮। এরপরে ৬.৭ মাত্রার আরেকটি শক্তিশালী ভূমিকম্প হয়েছে। এখনও অবধি ভূমিকম্পের জেরে অন্তত ৩৬০ জনের মৃত্যু হয়েছে৷ আশঙ্কা, ৫০০ পেরিয়ে যেতে পারে এই সংখ্যা। পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প হওয়ায় ব্য়াপক ক্ষয়ক্ষতি হয়েছে।

তুরস্কে প্রবল ভূমিকম্প

সূত্রের খবর, সোমবার ভোরে প্রথম ভূমিকম্পটি অনুভূত হয়। এর উৎসস্থল ছিল দক্ষিণ তুরস্কের গাজিয়ানটেপ প্রদেশের নুরদাগি শহর থেকে ২৬ কিলোমিটার পূর্বে ভূগর্ভের প্রায় ১৮ কিলোমিটার গভীরে। এর কিছুক্ষণ পর আরও একটি কম্পন অনুভূত হয়েছে মধ্য তুরস্কে। ১০ মিনিট পরেই আফটার শক। দ্বিতীয়বার কম্পনের মাত্রা ছিল ৬.৭। এটি আঘাত হানে মধ্য তুরস্কে, ৯.৯ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের তীব্রতা এতটাই ছিল যে, লেবানন, সিরিয়াতেও প্রবল কম্পন অনুভূত হয়। এই সব ভূমিকম্পের জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। একাধিক বাড়িঘর ভেঙে পড়েছে। রাস্তাঘাটেও ফাটল দেখা দিয়েছে। ধ্বংসস্তূপের নীচে বহু মানুষ আটকে রয়েছেন বলে জানা গিয়েছে। তুরস্ক এবং সিরিয়ায় ৩৬০ জনের উপরে মানুষের মৃত্যু নিশ্চিত হয়েছে। আশঙ্কা করা হচ্ছে মৃতের সংখ্যা ৫০০ পেরিয়ে যেতে পারে।

ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও-তে দেখা গিয়েছে, কম্পনের জেরে একের পর এক বহুতল ভেঙে পড়েছে৷ যদিও এই ভিডিওগুলির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি৷ তবে এই মাত্রায় ভূমিকম্পের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। বহু মানুষ ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েছেন বলেও আশঙ্কা করা হচ্ছে৷ ১৯৯৯ সালের পর তুরস্ক এমন ভয়াবহ ভূকম্প দেখেনি। গাজিয়ানটেপ প্রদেশের গভর্নর দাভুট গুল ট্যুইটারে শোকপ্রকাশ করে লিখেছেন, ‘‘আমাদের শহরে তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছে। আপনারা শান্ত থাকুন। বাড়ির বাইরে অপেক্ষা করুন। এই পরিস্থিতিতে গাড়ি চালাবেন না। দয়া করে রাস্তায় ভিড় করবেন না।’’

সাহায্যের হাত মোদির

তুরস্কে ভূমিকম্পে প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতিতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী মোদী।  তুরস্কের প্রেসিডেন্টের উদ্দেশে তিনি লিখেছেন, “তুরস্কের ভূমিকম্পে যে অপূরণীয় ক্ষতি হল, তার জন্য আমি মর্মাহত। মৃতের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুন এই কামনা করি। এই বিপদের সময়ে তুরস্কের পাশে দাঁড়িয়ে সমস্ত সাহায্য করতে প্রস্তুত ভারত।”

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

Tags:

Earthquake

Turkey Earthquake