img

Follow us on

Saturday, Jan 18, 2025

Turkey: প্রবল ভূমিকম্প, মৃতের সংখ্যা চার হাজার ছাড়াল! কঠিন সময়ে তুরস্ক ও সিরািয়ার পাশে ভারত

ভারতকে বন্ধু অ্যাখ্যা দিল তুরস্ক

img

ধ্বংসস্তুপের ভিতর থেকে।

  2023-02-07 10:00:48

মাধ্যম নিউজ ডেস্ক: দুঃসময়ে তুরস্ক ও সিরিয়ার পাশে ভারত। সোমবার প্রবল ভূমিকম্পে তুরস্কে ভেঙে পড়েছে একাধিক বাড়ি, বহুতল। সিরিয়াতেও ব্যাপক ক্ষয়ক্ষতি। তাসের ঘরের মতো ভেঙে পড়ে ৮ তলা আবাসন। তুরস্ক ও সিরিয়ায় এখনও পর্যন্ত মৃতের সংখ্যা চার হাজারের ওপরে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। এখনও মাটির নীচে চাপা পড়ে রয়েছে শত শত মানুষ। দশ হাজার ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭ দশমিক ৮। ভূমিকম্পের উৎসস্থল দক্ষিণ তুরস্কের গাজিয়ানটেপ প্রদেশের নুরদাগি শহর। ১০ মিনিট পরেই আফটার শক। দ্বিতীয়বার কম্পনের মাত্রা ছিল ৬ দশমিক ৭। ভূমিকম্পের তীব্রতা এতটাই ছিল যে, লেবানন, সিরিয়া, গ্রিস, ইরানেও প্রবল কম্পন অনুভূত হয়। 

প্রধানমন্ত্রীর ট্যুইট

তুরস্ক-সিরিয়ার এই বিপর্যয়ের পরই সমবেদনা জানিয়ে ট্যুইট করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লেখেন, ‘তুরস্কের এই ভূমিকম্পের ফলে যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। এই বিপদের সময় তুরস্কের পাশে সবরকম সাহায্য নিয়ে পাশে থাকবে ভারত।’ এরপরই জরুরি বৈঠক ডাকা হয় প্রধানমন্ত্রী দফতরে। তারপরই সাহায্য কথা ঘোষণা করে মোদি সরকার। কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী ভি মুরলীধরন তুরস্কের দূতাবাসে যান এবং সমবেদনা জানান। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সহানুভূতি ও মানবিক সহায়তার কথাও জানান।

তুরস্কের পাশে ভারত

কঠিন পরিস্থিতিতে তুরস্কে উদ্ধারকারী দল (Rescue Team) পাঠাচ্ছে ভারত (India sends Rescue Team)। জানা গেছে, ১০০ জনের এই দল ভারত থেকে তুরস্ক ও সিরিয়াতে যাচ্ছে। শুধু উদ্ধারকারী দল নয়, ভারত থেকে ত্রাণ ও চিকিৎসার সামগ্রীও পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে দিল্লি। সঙ্গে যাচ্ছে ডগ স্কোয়াডও। ভারত ছাড়াও আমেরিকা, ইজরায়েল, ইউক্রেনের মতো দেশগুলি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। ভারতের এই উদারতার জন্য ভারতকে ধন্যবাদ জানিয়েছে তুরস্ক। ভারতকে বন্ধু আখ্যা দিয়েছেন ভারতের তুরস্কের দূত ফিরাট সুনেল। নয়া দিল্লিকে ধন্যবাদ জানিয়ে ফিরাট বলেছেন, “দরকারে একজন বন্ধুই হল প্রকৃত বন্ধু।” ট্যুইটারে সুনেল লেখেন, ” তুর্কি ও হিন্দিতে খুব সাধারণ একটি শব্দ হল ‘দোস্ত’… আমাদের তুর্কিতে একটি প্রবাদ প্রচলিত রয়েছে, দোস্ত কারা গুন্ডে বেল্লি ওলুর (প্রয়োজনে পাশে থাকা বন্ধুই প্রকৃত বন্ধু)। ভারতকে অনেক ধন্যবাদ।” এদিকে

Tags:

Turkey Earthquake

indias rescue team went to turkey

Syria earthquake

specially trained ndrf team and dog squad in tuekey


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর