img

Follow us on

Saturday, Jan 18, 2025

Turkey: বিগত ১০০ বছরেও এমন ভূমিকম্প দেখেনি তুরস্ক, বললেন সেদেশের প্রেসিডেন্ট

অপারেশন দোস্তের জন্য ভারতকে ধন্যবাদ জানাল তুরস্ক

img

তুরস্কের ধ্বংসস্তূপ

  2023-02-15 12:43:33

মাধ্যম নিউজ ডেস্ক: তুরস্ক (Turkey) এবং সিরিয়ার ভয়াবহ বিধ্বংসী ভূমিকম্পের পর কেটে গিয়েছে বেশ কয়েকদিন। এখনও চলছে উদ্ধারকাজ। ধ্বংসাবশেষের তলা থেকে এখনও উদ্ধার হচ্ছে মৃতদেহ।

কী বললেন তুরস্কের (Turkey) প্রেসিডেন্ট


 তুরস্কের (Turkey) প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এর্ডোগান এদিন বলেন, বিগত ১০০ বছরে এমন ভূমিকম্প দেখেননি তুরস্কবাসী। তুরস্কের বিপর্যয় মোকাবিলা বাহিনীর প্রধান দফতরে টানা ৫ ঘণ্টা ধরে ক্যাবিনেট বৈঠক চলেছিল সেসময় প্রতিদিন। 

আজ থেকে ৮৪ বছর আগে ১৯৩৯ সালে তুরস্ক (Turkey) এমন ভয়াবহ ভাবে কেঁপে উঠেছিল বলে জানা গেছে। এর ফলে সেসময় ৩৩ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন। কিন্তু এবারের মৃত্যুর রেকর্ড ছাপিয়ে গেছে ১৯৩৯ সালের ভূমিকম্পকেও। মৃতের সংখ্যা ৩৬ হাজার ছাড়িয়েছে। এর্ডোগান আরও জানান, ভূমিকম্পের ফলে তুরস্কে ৪৭ হাজার ঘরবাড়ি ভেঙে পড়েছে। প্রায় ২ লক্ষ ১১ হাজার বাসিন্দা আজ গৃহহারা।

অপারেশন দোস্তের জন্য ভারতকে ধন্যবাদ জানাল তুরস্ক (Turkey)

ভারত থেকে মোট ৭টি বিমান উড়ে গেছে এখনও অবধি তুরস্কে (Turkey)। উদ্ধারকর্মী, চিকিৎসক, প্রশিক্ষিত কুকুর, ত্রাণ সমস্ত কিছুই পৌঁছানো হয়েছে অপারেশন দোস্তের মাধ্যমে। সেখানে ধ্বংসস্তূপ থেকে ৬ এবং ৮ বছর বয়সী দুটি শিশুকে জীবিত অবস্থায় উদ্ধার করার মুহুর্তগুলি বিশ্বজুড়ে সোশাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। জানা গিয়েছে , এজন্য ভারতকে ধন্যবাদ জানিয়েছে তুরস্ক। ২৩ টন ত্রাণ নিয়ে তুরস্কের (Turkey) উদ্দেশে সপ্তম বিমান রওনা হতেই সেদেশের রাষ্ট্রদূত ট্যুইট করে জানিয়েছেন, ভারতের জনগণ আরও একটি বিমানের মাধ্যমে সাহায্যের হাত বাড়িয়ে দিল।


প্রসঙ্গত সেখানে ভ্রাম্যমান হাসপাতালও তৈরি করছে ভারতীয় সেনা। লাগাতার সাফল্যের সঙ্গে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে সেনা। এনিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর প্রত্যেকেই ট্যুইট করেছেন বিভিন্ন সময়ে।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

 

 

 

 

Tags:

turkey


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর