Twitter Layoffs: ট্যুইটার সংস্থার অধিগ্রহণ করার পর থেকেই একের পর এক বড় ঘোষণা করে চলেছেন ইলন মাস্ক।
Twitter Layoffs
মাধ্যম নিউজ ডেস্ক: গণছাঁটাই, নোটিশ না দিয়ে চুক্তিভিত্তিক কর্মী ছাঁটাইয়ের পর এবারে ট্যুইট করেই আরও এক কর্মীকে ছাঁটাই করলেন নয়া কর্তা ইলন মাস্ক (Twitter Layoffs)। ট্যুইটার কেনার পর থেকেই নিজের ইচ্ছে মত কর্মীদের ছাঁটাই করার প্রক্রিয়া শুরু করেছে। ট্যুইটার তাঁর অধীনে আসার পরেই কখনও সংস্থার প্রায় অর্ধেক কর্মী বরখাস্ত করেছেন, কখনও আবার অস্থায়ী কর্মীদের ছাঁটাই করেছেন, কখনও আবার সপ্তাহে ৮০ ঘণ্টা কাজ করার নির্দেশ দিয়েছেন। আর এরপরেই নোটিশ-মেল তো দূর, মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মেই কর্মী ছাঁটাই করলেন। তবে কেন এই পদক্ষেপ?
সূত্রের খবর অনুযায়ী, ট্যুইটারের এক কর্মী এই প্ল্যাটফর্মেই বিতর্কে জড়িয়ে পড়েন সংস্থার মালিক ইলনের সঙ্গে (Twitter Layoffs)। আর যার জেরে খোয়াতে হয় চাকরি। সম্প্রতি, একাধিক দেশে মাইক্রোব্লগিং সাইটের গতি অত্যন্ত ধীর হওয়ার কারণে একাধিক অভিযোগ উঠে আসছিল, আর যার জন্য ক্ষমা চেয়ে নেন ইলন মাস্ক। তিনি ট্যুইট করে লেখেন, “একাধিক দেশে ট্যুইটারের পরিষেবা অত্যন্ত ধীর হওয়ায় ক্ষমা চাইছি।”
Btw, I’d like to apologize for Twitter being super slow in many countries. App is doing >1000 poorly batched RPCs just to render a home timeline!
— Elon Musk (@elonmusk) November 13, 2022
আর এরপরেই এর উত্তরে ট্যুইটারের অ্যান্ড্রয়েড ডেভেলপার এরিক ফ্রনহোফার ট্যুইট করে জানান যে, তিনি ৬ বছর ধরে কাজ করছেন এই সংস্থায় ও যেটি হচ্ছে সেটি ভুল। এরপরেই আবার ইলন পাল্টা প্রশ্ন করেন, "তাহলে দয়া করে আমাকে সংশোধন করুন। সঠিক সংখ্যাটি কী?" এবং এটাও জিজ্ঞেস করেছেন, "অ্যানড্রয়েডে-এ ট্যুইটার খুবই স্লো। এটা ঠিক করার জন্য আপনি কি করেছেন?" আর এইভাবেই দুজনে সোশ্যাল প্ল্যাটফর্মেই বাক বিতর্কে জড়িয়ে পড়েন। মাস্কের সিদ্ধান্তে প্রশ্ন করার জেরেই এরিককে বরখাস্ত করল ট্যুইটার মালিক (Twitter Layoffs)।
I have spent ~6yrs working on Twitter for Android and can say this is wrong. https://t.co/sh30ZxpD0N
— Eric Frohnhoefer @ 🏡 (@EricFrohnhoefer) November 13, 2022
আরও পড়ুন: অর্ধেক কর্মী ছাঁটাইয়ের পর এবারে ৪৪০০ 'চুক্তিভিত্তিক কর্মী' বরখাস্ত করল ট্যুইটার
এই বিতর্কের মাঝে এক ইউজার বলেন যে, এরিক যেটা করেছেন সেটা ভুল করেছেন, যা সমস্যা রয়েছে তা ব্যক্তিগতভাবে মেল করে মাস্ককে বলা উচিত ছিল। আবার অন্য এক ইউজার মাস্ককে ট্যুইটারে জিজ্ঞেস করেন যে, এমন ধরণের কর্মীকে কি রাখতে চান তাঁর সংস্থায়? আর এরপরেই ইলনের তরফে এক ট্যুইট আসে, যেখানে লেখা আছে, এরিককে সংস্থা থেকে সরিয়ে ফেলা হয়েছে। অন্যদিকে এরিকও বিষয়টি নিশ্চিত করলেন, যখন তিনি দেখতে পেলেন যে, ট্যুইটে তার অ্যাকাউন্ট লক করা। আর সেই ছবিও তিনি ট্যুইটারে শেয়ার করেছেন (Twitter Layoffs)।
Guess it is official now. pic.twitter.com/5SRwotyD8J
— Eric Frohnhoefer @ 🏡 (@EricFrohnhoefer) November 14, 2022
ট্যুইটারের এই পরিস্থিতিতে (Twitter Layoffs) এক নতুন পরিষেবা, ট্যুইটার ব্লু টিক শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। মাসিক ৮ ডলারের বিনিময়ে অ্যাকাউন্ট অথেনটিকেশন বা ব্লু টিক মিলবে বলেই জানিয়েছিলেন ইলন মাস্ক। তবে কবে থেকে এই পরিষেবা ফের চালু হবে, সেদিকেই তাকিয়ে সবাই।
Tags: