Elon Musk: কেন এমন পরিস্থিতি টেসলার কর্ণধারের?
ইলন মাস্ক
মাধ্যম নিউজ ডেস্ক: সম্পত্তি খুঁইয়ে রেকর্ড গড়তে চলেছেন টেসলার কর্ণধার ইলন মাস্ক (Elon Musk)। বিশ্বের দ্বিতীয় ব্যক্তি হিসেবে ২০২১ সালের জানুয়ারিতে ২০০ বিলিয়ন ডলার ব্যক্তিগত সম্পদের মাইলফলক ছুঁয়েছিলেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। আর ঠিক এক বছর পর বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ২০০ বিলিয়ন ডলার খোয়ানোর রেকর্ড গড়লেন ইলন মাস্ক। ৫১ বছর বয়সি মাস্কের সম্পদ কমছে। সাম্প্রতিক সপ্তাহগুলিতে টেসলার শেয়ারের পতনের পরে তাঁর সম্পদ ১৩৭ বিলিয়নে নেমে এসেছে। মঙ্গলবারও টেসলার শেয়ারের দাম কমেছে ১১ শতাংশ।
২০২১ সালের নভেম্বরেও ৩৪০ বিলিয়ন ডলারের সম্পদ ছিল ইলনের (Elon Musk)। আর্থিক সঙ্কট কাটিয়ে উঠতে কিছু গাড়িতে টেসলাকে নজিরবিহীন ছাড় দিতে দেখা গেছে সাম্প্রতিক সময়ে। আর এর পরেই শোনা যাচ্ছে, তাঁর ২০০ বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে। আর এটি বিশ্বের ইতিহাসে সবথেকে বড় ক্ষতি। ব্লুমবার্গের বিলিয়নেয়ার ইনডেক্সে উঠে এসেছে ইলন মাস্কের এই বিপুল ক্ষতি। ২০২১-এর জানুয়ারিতে অ্যামাজন কর্তা জেফ বেজোসের পরই ছিলেন মাস্ক, যিনি ২০০ বিলিয়ন ডলারের বেশি সম্পত্তির মালিক ছিলেন। কিন্তু আজ তাঁরই এমন পরিস্থিতি।
আরও পড়ুন:বর্ষবরণের রাতেও ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার
অনুমান করা হয়েছে, গাড়ি সংস্থা টেসলার শেয়ার কমে যাওয়াতেই এই বিপত্তি। সম্প্রতি ১৩৭ ডলার কমেছে সেই শেয়ার। গত ২৭ ডিসেম্বর ১১ শতাংশ শেয়ার হারিয়েছে টেসলা। বর্তমানে আমেরিকায় ৭৫০০ ডলার ছাড় দিচ্ছে টেসলা।
গত কয়েক বছরের মধ্যে বিশ্বের সবথেকে ধনী ব্যক্তিদের তালিকায় প্রথম সারিতেই চলে এসেছে ইলন মাস্কের (Elon Musk) নাম। টেসলা-র সিইও মাস্কের সম্পত্তি হু হু করে বেড়েছিল। এর পর ট্যুইটার অধিগ্রহণ করার পরেও একাধিক বিতর্কের সম্মুখীন হতে হয় তাঁকে। তাঁর ট্যুইটার মালিক হওয়া নিয়েও একাধিক প্রশ্নের মুখে পড়তে হয় তাঁকে। আর এবারে জোর ধাক্কা খেলেন ইলন মাস্ক। একলাফে ২০০ বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে তাঁর, যা বিশ্বের ইতিহাসে প্রথম। এর আগে একবারে এত পরিমাণ লোকসান কারও হয়নি বলে জানা গিয়েছে।