img

Follow us on

Sunday, Jan 19, 2025

Fighter Plane Crash: এয়ার-শো চলাকালীন আমেরিকায় দুই যুদ্ধবিমানের সংঘর্ষ! মৃত ৬

Fighter Plane Crash: দেখে নিন সেই গা শিউরে ওঠা দৃশ্য...

img

Fighter Plane Crash

  2022-11-13 11:01:45

মাধ্যম নিউজ ডেস্ক: ফের মাঝ আকাশে দুর্ঘটনা। এয়ারশো চলাকালীন ঘটল মর্মান্তিক দুর্ঘটনা। মুখোমুখি সংঘর্ষে টুকরো টুকরো হয়ে গেল দুটি যুদ্ধবিমান (Fighter Plane Crash)। ঘটনায় প্রায় ৬ জনের মৃত্যু হয়েছে। ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটেছে আমেরিকার ডালাস শহরে। শনিবার, টেক্সাসের ডালাস এক্সিকিউটিভ এয়ারপোর্টে বোয়িং-১৭ এবং তার থেকে ছোট একটি বিমানের এয়ার শো চলাকালীন মাঝ আকাশে ধাক্কা লাগে। দুটি বিমান মিলিয়ে মোট ছয়জন ছিলেন এবং এই সংঘর্ষে প্রত্যেকের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

কীভাবে ঘটল দুর্ঘটনা

সূত্রের খবর অনুযায়ী, এই যুদ্ধবিমানগুলি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার (Fighter Plane Crash)। শনিবার, ডালাস বিমানবন্দরে এয়ারশো চলাকালীন বোয়িং-১৭ যুদ্ধ বিমানটির সঙ্গে বেল পি ৬৩ কিংকোবরা (Bell P 63 Kingcobra) ধাক্কা লাগে। আর এর ফলে সঙ্গে সঙ্গে দু'টি বিমান মাঝ আকাশেই ভেঙে পড়ে, সেকেন্ডের মধ্যে তা মাটিতে এসে পড়ে ও আগুনও লেগে যায় বিমানগুলিতে। বেল পি-৬৩ টি বিমানটি বোয়িং-১৭-এর বাঁদিক থেকে এসে আঘাত করে ও দুটি সেই মুহূর্তেই ভেঙে পড়ে।

আরও পড়ুন: ওয়ালমার্ট ওড়ানোর হুমকি বিমান চালকের! আমেরিকায় ফিরল ৯/ ১১-র স্মৃতি

এই ভয়াবহ দুর্ঘটনার দৃশ্য ইতিমধ্যেই সোশ্যাল ভাইরাল হতে শুরু হয়েছে (Fighter Plane Crash)। এই ভয়াবহ দৃশ্য দেখলেই গা শিউরে উঠবে আপনারও!

ইতিমধ্যেই ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড এবং এফএএ-র তরফে দুর্ঘটনা (Fighter Plane Crash) খতিয়ে দেখতে তদন্ত শুরু করা হয়েছে। একটি ট্যুইট বার্তায় ডালাসের মেয়র এরিক জনসন বলেছেন যে, “এখনও কিছু তথ্য রয়েছে যা "অজানা বা অনিশ্চিত"। আপনারা অনেকেই এখন দেখেছেন, একটি এয়ার শো চলাকালীন আমাদের শহরে আজ একটি ভয়ানক দুর্ঘটনা ঘটেছে। এই সময়ে এই দুর্ঘটনার পুরো বিবরণ জানা যায়নি ও নিশ্চিত করা হয়নি। ডালাস পুলিশ ডিপার্টমেন্ট ও দমকল বাহিনীর সহযোগিতায় ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড গোটা ঘটনার তদন্ত করছে।”

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার যুদ্ধবিমান

উল্লেখ্য, বোয়িং-১৭ বোয়িং সংস্থার তৈরি, চার ইঞ্জিন যুক্ত একটি বোমারু বিমান। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির বিরুদ্ধে বিমান যুদ্ধে জয়ী হওয়ার ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করেছিল এই বিমান। অন্যদিকে, যে বিমানটির সঙ্গে ধাক্কা লেগেছে তার নাম বেল-পি ৬৩। এটি ফাইটার জেট। একই যুদ্ধের সময় বেল এয়ারক্রাফ্ট এটি তৈরি করেছিল। কিন্তু শুধুমাত্র সোভিয়েত বিমান বাহিনী এটি যুদ্ধে ব্যবহৃত করেছিল। এর পোশাকি নাম কিং কোবরা (Fighter Plane Crash)।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

Tags:

Fighter Planes Collide

US Plane Crash

Fighter Plane Crash

P-63 Kingcobra


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর