img

Follow us on

Saturday, Oct 05, 2024

UK Elections 2024: ব্রিটেনের ‘হাউস অফ কমনসে’ রেকর্ড সংখ্যক ভারতীয় বংশোদ্ভূত, তালিকায় কারা?

Indian-origin MPs in UK: ২৬ জন ভারতীয় বংশোদ্ভূত নির্বাচিত হয়েছেন ব্রিটেনের ভোটে

img

রেকর্ড সংখ্যক ভারতীয় বংশোদ্ভূতরা নির্বাচিত হয়েছেন ব্রিটেনে (সংগৃহীত ছবি)

  2024-07-06 08:50:12

মাধ্যম নিউজ ডেস্ক: বৃহস্পতিবারই ব্রিটেনে (UK Elections 2024) সম্পন্ন হয় সাধারণ নির্বাচন। ভোটের ফলাফল সামনে আসতেই দেখা গিয়েছে সে দেশের পার্লামেন্টের নিম্নকক্ষ অর্থাৎ হাউস অফ কমন্সে রেকর্ড সংখ্যক ভারতীয় বংশোদ্ভূত প্রার্থীরা জয়ী হয়েছেন। কনসারভেটিভ দলের পরাজয়ের পরেও বেশ কিছু ভারতীয় বংশোদ্ভূত প্রার্থী জিততে পেরেছেন। এখনও পর্যন্ত লেবার পার্টি ৬২৫টি আসনের মধ্যে ৪১২ টি আসনে জয়লাভ করেছে। অন্যদিকে কনজারভেটিভরা ১২১ আসনেই থেমে গিয়েছে। পরবর্তী ব্রিটিশ প্রধানমন্ত্রী হতে চলেছেন ৬১ বছর বয়সী স্টারমার। ব্রিটেনে আগের নির্বাচন হয়েছিল ২০১৯ সালে। তৎকালীন নির্বাচনে ভারতীয় বংশোদ্ভূত ১৫ জন সাংসদ নির্বাচিত হতে পেরেছিলেন। কিন্তু ২০২৪ সালের সাধারণ নির্বাচনে দেখা যাচ্ছে ২৬ জন ভারতীয় বংশোদ্ভূত (Indian-origin MPs in UK) ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। পৌঁছেছেন হাউস অফ কমন্সে (UK Elections 2024)। কনজারভেটিভ পার্টির হয়ে এখনও পর্যন্ত তাঁদের নিজেদের আসন ধরে রাখতে পেরেছেন প্রাক্তন স্বরাষ্ট্র সচিব সুয়েলা ব্রাভারম্যান এবং প্রীতি প্যাটেল।

ভারতীয় বংশোদ্ভূতদের উল্লেখযোগ্য জয় (UK Elections 2024)

গগন মহিন্দ্রা জিতেছেন সাউথ ওয়েস্ট হার্টফোর্ডশায়ার আসনটি থেকে। তিনি ছিলেন কনজারভেটিভদের প্রার্থী। সুনকের দলের অন্য এক প্রার্থী শিবানী রাজা জিতেছেন লিসেস্টার ইস্টের আসন থেকে। তাঁর প্রতিদ্বন্দী ছিলেন ভারতীয় বংশোদ্ভূত লেবার পার্টির প্রার্থী রাজেশ আগরওয়াল। কেয়ার স্টারমারের নেতৃত্বে লেবার পার্টি সব চেয়ে বেশি সংখ্যক ভারতীয় বংশোদ্ভূত প্রার্থীকে (Indian-origin MPs in UK)  জেতাতে সক্ষম হয়েছে। পার্টির নেত্রী সীমা মালহোত্রা জিতেছেন ফেলথাম-হেস্টন কেন্দ্র থেকে। লেবার পার্টির ব্রিটিশ শিখ এমপি প্রীত কৌর গিল জয় পেয়েছেন কনজারভেটিভদের অশ্বির সংঘের কাছে। তানমনজিৎ সিং জিতেছেন বার্মিংহাম-এজবাস্টন আসন থেকে। এছাড়াও উল্লেখযোগ্যভাবে নবেন্দু মিশ্র জিতেছেন (UK Elections 2024) স্টকপোর্ট কেন্দ্র থেকে। অপর এক ভারতীয় বংশোদ্ভূত নাদিয়া জিতেছেন নটিংহাম ইস্ট আসন থেকে।

প্রথমবার ব্রিটিশ পার্লামেন্টে পৌঁছলেন যাঁরা

লেবার পার্টির তরফ থেকে প্রথমবার প্রার্থী হয়ে অন্যান্য যে সমস্ত ভারতীয় বংশোদ্ভূতরা জিতেছেন তাঁরা হলেন,  জাস আটওয়াল (ইলফোর্ড সাউথ), ব্যাগি শঙ্কর (ডার্বি সাউথ), সাতভীর কৌর (সাউথ্যাম্পটন টেস্ট), হারপ্রীত উৎপল (হাডার্সফিল্ড), ওয়ারিন্দর জুস (ওলভারহ্যাম্পটন ওয়েস্ট), গুরিন্দর জোসান (স্মেথউইক), কনিষ্ক নারায়ণ (ভ্যাল অফ গ্ল্যামরগান), সোনিয়া কুমার (ডুডলি), সুরেনা ব্র্যাকেনব্রিজ (উলভারহ্যাম্পটন নর্থ ইস্ট), কিরিথ এন্টউইসল (বোল্টন নর্থ ইস্ট), জীবন সন্ধের (লাফবরো) এবং সোজন জোসেফ (অ্যাশফোর্ড)। এঁরা প্রত্যেকেই আগামী সপ্তাহে শপথ গ্রহণ করবেন (UK Elections 2024)।

 

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Tags:

Madhyom

bangla news

Bengali news

UK Elections 2024

Indian-origin MPs UK

Labour forms govt UK


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর