ঋষি, সাজিদের পর উইল কুইনস, লরা ট্রট সরকারের উপর আস্থা হারালেন মন্ত্রীরা। নয়া অর্থমন্ত্রী হলেন নাদিম জাহাউই, স্বাস্থ্যমন্ত্রী স্টিভ বার্কলে
বরিস জনসন।
মাধ্যম নিউজ ডেস্ক: ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনের (Boris Johnson) জন্য বড় ধাক্কা। বুধবারও বরিসের অস্বস্তি বাড়িয়ে আরও দুই মন্ত্রী ইস্তফা দিলেন। তাঁদের মধ্যে আছেন পরিবার ও শিশুকল্যাণ মন্ত্রকের মন্ত্রী উইল কুইন্স ও পরিবহন মন্ত্রী লরা ট্রট। মঙ্গলবার তাঁর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছিলেন ২ গুরুত্বপূর্ণ মন্ত্রী (Cabinet ministers) ঋষি সুনক (Rishi Sunak) এবং সাজিদ জাভিদ (Sajid Javid)। আজ আবার একই ঘটনার পুনরাবৃত্তি। এই পদত্যাগের ফলে যুক্তরাজ্যে বরিস জনসন সরকারের পতনের সম্ভাবনা তৈরি হয়েছে।
শিশু ও পরিবার কল্যাণ মন্ত্রী উইল কুইনস বলেন, ‘আমার সামনে পদত্যাগ করা ছাড়া আর কোনও বিকল্প নেই।’ এদিকে লরা ট্রট দাবি করেন, এই সরকারের উপর তিনি আর ভরসা রাখতে পারছেন না, তাই তিনি পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন। এর জেরে আরও চাপে পড়লেন বরিস জনসন।
এর আগে গতকাল কয়েক মিনিটের ব্যবধানে ইস্তফা দেন ব্রিটেনের দুই ক্যাবিনেট মন্ত্রী। প্রথমে পদত্যাগ করেন অর্থমন্ত্রী ঋষি সুনক। তারপর ইস্তফা দেন স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ। ঋষি, সাজিদদের দাবি, ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনের উপর আস্থা হারিয়েছেন তাঁরা। ব্রিটিশ রাজনৈতিক মহলের বক্তব্য, ঋষি এবং সাজিদ হাত মিলিয়ে নেওয়ায় জনসনের পক্ষে সরকার টিকিয়ে রাখা যথেষ্ট কঠিন হবে। এই আবহে নিজের অনুগত নাদিম জাহাউইকে (Nadhim Zahawi) গুরুত্বপূর্ণ অর্থমন্ত্রকের দায়িত্ব সামলাতে দেন বরিস। স্বাস্থ্যমন্ত্রী হলেন স্টিভ বার্কলে।
আরও পড়ুন: ডায়ানার পোট্রেট নিলামে, ছবির রহস্য জানেন?
গতকাল পদত্যাগ প্রসঙ্গে ভারতীয় বংশোদ্ভূত ঋষি বলেছেন, 'মানুষ আশা করেন, সঠিকভাবে, দক্ষতার সঙ্গে এবং গুরুত্ব সহকারে সরকার চালানো হবে।' সঙ্গে তিনি বলেন, 'আমার বিশ্বাস, মন্ত্রী হিসেবে এটাই আমার শেষ দফা হতো। তবে আমার বিশ্বাস যে এই বিষয়টি লড়াই করার মতো এবং সেজন্যই আমি ইস্তফা দিচ্ছি।' ট্যুইটের সঙ্গে তিনি জুড়ে দেন প্রধানমন্ত্রীকে দেওয়া তাঁর চিঠিও। অন্যদিকে, সাজিদের দাবি, ‘নিজের হৃদয়ের বিচারে (বরিসের সরকারে) কাজ চালিয়ে যেতে পারব না।’ তাই প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেই এই সিদ্ধান্ত নিয়েছেন , বলে ট্যুইটে জানান তিনি।
ব্রিটেনের সংবাদমাধ্যম সূত্রের খবর, যৌন কেলেঙ্কারি সহ একাধিক অভিযোগ থাকা সত্ত্বেও ক্রিস পিনচার নামে এক রাজনীতিককে বড় পদে এনেছিলেন বরিস। তাঁর দাবি ছিল, পিনচারের বিরুদ্ধে ওই সমস্ত অভিযোগের কথা তাঁর জানা ছিল না। কিন্তু সম্প্রতি ফাঁস হয়, ব্রিটেনের প্রধানমন্ত্রী মিথ্যে বলেছেন। তার প্রতিবাদেই বরিসের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে পদত্যাগ করলেন চার মন্ত্রী।