img

Follow us on

Monday, Sep 16, 2024

Counterterrorism: সন্ত্রাসবাদ দমনে ভারতের পদক্ষেপ তাৎপর্যপূর্ণ, বলল মার্কিন রিপোর্ট

শুধু ২০২১ সালেই জম্মু-কাশ্মীরে ১৫৩টি সন্ত্রাসবাদী হামলার ঘটনা ঘটেছে...

img

ফাইল ছবি।

  2023-02-28 13:11:03

মাধ্যম নিউজ ডেস্ক: বর্তমানে তামাম বিশ্বের মাথাব্যথার কারণ সন্ত্রাসবাদ। এই সন্ত্রাসবাদ (Counterterrorism) দমনে বিশ্বের বিভিন্ন দেশ নানা পন্থা অবলম্বন করছে। তবে ভারতের পন্থাটি যে বিশেষ তাৎপর্যপূর্ণ, তা মেনে নিল আমেরিকার জো বাইডেন (Joe Biden) প্রশাসন। সম্প্রতি কান্ট্রি রিপোর্টস অন টেররিজম ২০২১ : ইন্ডিয়া প্রকাশ করে ইউএস(আমেরিকা) ব্যুরো অফ কাউন্টার-টেররিজম। সেখানেই গাওয়া হয়েছে ভারত (India)-প্রশস্তি। ওই রিপোর্টে বলা হয়েছে, সন্ত্রাসবাদীদের সংগঠন চিহ্নিত, চূর্ণবিচূর্ণ করতে তাৎপর্যপূর্ণভাবে ব্যবস্থা নিয়েছে ভারত। শুধু তাই নয়, সন্ত্রাসবাদীদের বাড়বাড়ন্ত ঠেকাতেও ব্যবস্থা নিয়েছে তারা।

সন্ত্রাসবাদ বিরোধী (Counterterrorism) পদক্ষেপ...

রিপোর্টে বলা হয়েছে, ২০২১ সালে জম্মু-কাশ্মীর, উত্তর-পূর্বের কয়েকটি রাজ্য এবং মধ্য ভারতে সন্ত্রাসবাদের (Counterterrorism) বাড়বাড়ন্ত দেখা যায়। লক্সর-ই-তৈবা, জইশ-ই-মহম্মদ, হিজবুল মুজাহিদিন, আইএসআইএস, আল কায়দা এবং জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশ- এই সব সন্ত্রাসবাদী গোষ্ঠী ভারতে সক্রিয় রয়েছে। রিপোর্টে বলা হয়েছে, ২০২১ সালে সন্ত্রাসবাদীরা কৌশল বদলেছে। আগে তারা প্রশাসনের কর্মীদের ওপর হামলা চালালেও, বর্তমানে তারা আক্রমণ করছে সাধারণ মানুষকে। ড্রোনের সাহায্যে তারা হামলা চালিয়েছে ভারতের একটি এয়ার ফোর্স বেসেও। সন্ত্রাসবাদ দমনে ২০২১ সালে ভারত আমেরিকা বৈঠক করে।

এটি ছিল অষ্টাদশতম বৈঠক। বৈঠক হয়েছে দুই দেশের কাউন্টার টেরটিরজম জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের।ওই বছরেরই নভেম্বর মাসে ভারত অস্ট্রেলিয়া এবং জাপানের সঙ্গেও যৌথ সামরিক মহড়া দেয়। কান্ট্রি রিপোর্টস অন টেররিজম ২০২১ : ইন্ডিয়া-র রিপোর্টে আরও বলা হয়েছে, আমেরিকার অনুরোধে সন্ত্রাসবাদীদের (Counterterrorism) সম্পর্কে বিভিন্ন তথ্য এবং তদন্তের গতিপ্রকৃতি সম্পর্কে দ্রুত রিপোর্ট দিয়েছে ভারত। আমেরিকায় সন্ত্রাসবাদীদের হামলা হতে পারে এমন খবরও আগাম দিয়েছে ভারত।

আরও পড়ুুন: পশ্চিমবঙ্গের পুলিশ সংবিধান ভুলে গিয়েছে! দিনহাটায় পৌঁছেই বিস্ফোরক সুকান্ত

ওই রিপোর্ট থেকেই জানা গিয়েছে, শুধু ২০২১ সালেই জম্মু-কাশ্মীরে ১৫৩টি সন্ত্রাসবাদী হামলার ঘটনা ঘটেছে। যার জেরে মৃত্যু হয়েছে ২৭৪ জনের। এর মধ্যে সাধারণ মানুষ রয়েছেন ৩৬ জন, নিরাপত্তারক্ষী ৪৫ জন। আর জঙ্গি রয়েছে ১৯৩ জন। উল্লেখযোগ্য আরও একটি জঙ্গি হানার ঘটনা ঘটেছিল মণিপুরে। জঙ্গিদের হামলায় প্রাণ হারিয়েছেন সাতজন। তাঁদের মধ্যে এক ভারতীয় সেনাও ছিলেন। জঙ্গিদের হামলায় নিহত হন তাঁর স্ত্রী এবং নাবালক সন্তানও। রিপোর্টে বলা হয়েছে, সন্ত্রাসবাদের মূলোৎপাটন করতে জম্মু-কাশ্মীরে ভারতীয় সেনা স্কুল, ট্রেনিং কোর্স, নিয়োগ, মেডিক্যাল ক্যাম্প এবং এমার্জেন্সি সার্ভিসও চালু করেছে।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

 
 

Tags:

India

us

America

bengali news  

Counterterrorism


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর