img

Follow us on

Thursday, Nov 21, 2024

Us President Election: মার্কিন রাষ্ট্রপতি নির্বাচন, ব্যালটে থাকছে বাংলা ভাষাও

Indian Language: আমেরিকার ভোটে একমাত্র ভারতীয় ভাষা হিসেবে থাকছে বাংলা

img

দুই মার্কিন রাষ্ট্রপতি পদপ্রার্থী কমলা হ্যারিস (বাঁদিকে), ডোনাল্ড ট্রাম্প (ডান দিকে)

  2024-11-05 10:51:51

মাধ্যম নিউজ ডেস্ক: আজ, মঙ্গলবার (৫ নভেম্বর) প্রেসিডেন্ট নির্বাচনের (Us President Election) ভোট দেবে আমেরিকা। মার্কিন মুলুকে নিউইয়র্ক শহরকে বলা হয় সেদেশের মেল্টিং পয়েন্ট। অর্থাৎ, ওই শহরে সব ভাষা-ধর্ম-বর্ণের মানুষ মিলে মিশে যায়। অন্তত ২০০ ভাষাভাষির মানুষ থাকেন এই মার্কিন শহরে। এই শহরে প্রচুর বাঙালিও থাকেন। ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের (Us President Election) ব্যালট পেপারে, ইংরেজি ছাড়া আরও চারটি ভাষা রাখছে। যার মধ্যে অন্যতম হল বাংলা। তথ্য বলছে, আমেরিকায় যত বাঙালি বসবাস করেন, তাঁদের ৪০ শতাংশেরই বাস নিউইয়র্কে। মনে করা হচ্ছে, গোটা যুক্তরাষ্ট্রে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন লক্ষাধিক বাঙালি। বাঙালি ভোটারদের সুবিধার্থেই ব্যালটে বাংলা ভাষা (Indian Language) ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছেন নিউইয়র্ক প্রশাসন।

নিউইয়র্ক সিটির বোর্ড অব ইলেকশনের আধিকারিক কী বলছেন?

নিউইয়র্ক সিটির বোর্ড অব ইলেকশনের কার্যনির্বাহী পরিচালক, মাইকেল জে রায়ান বলেছেন, “আমাদের ইংরেজি ছাড়াও আরও চারটি ভাষায় ব্যালট ছাপতে হয়েছে (Us President Election)। চাইনিজ, স্প্যানিশ, কোরিয়ান এবং এশিয় ভাষা হিসেবে বাংলা।” ব্যালটের ভাষা হিসেবে পাঁচটির মধ্যে বাংলাকে কেন বেছে নেওয়া হল? এই প্রশ্নের উত্তরে রায়ান বলেছেন, “ভারতের অনেকগুলি ভিন্ন ভিন্ন (Us President Election) ভাষা রয়েছে। ব্যালটে কী কী ভাষা থাকবে, সেই বিষয়ে একটি মামলা হয়েছিল। একটি নির্দিষ্ট জনসংখ্যার কাছে এই মামলার নিষ্পত্তির জন্য একটি এশীয় ভারতীয় ভাষা থাকা প্রয়োজন ছিল। আলাপ-আলোচনা করে তারা বাংলা ভাষাকে রাখার বিষয়ে সিদ্ধান্ত নেয়। আমি জানি শুধু বাংলা ভাষা রাখার সীমাবদ্ধতা আছে। কিন্তু, মামলা থেকেই এটা উঠে এসেছে।”

২০১৩ সালেও নিউইয়র্কে ব্যালট পেপারে স্থান পেয়েছিল বাংলা

তবে, এবারই প্রথম নয়, নিউইয়র্কে ব্যালট পেপারে বাংলা ভাষা (Indian Language) এর আগেও স্থান পেয়েছিল, সেটা ২০১৩ সালে। ওই বছরেই প্রথমবারের জন্য কুইন্স এলাকায় বাংলায় অনুবাদ করা ব্যালট জারি করা হয়েছিল। টাইমস স্কোয়ারের এক দোকানে সেলস এজেন্ট হিসেবে কাজ করেন মার্কিন-বাঙালি শুভাশীষ। ব্যালটে বাংলা থাকবে বলে তিনি খুশি। তিনি বলেছেন, “আমার মতো অনেকেই ইংরেজি জানে। কিন্তু, আমাদের সম্প্রদায়ে অনেকেই আছে যারা মাতৃভাষায় স্বাচ্ছন্দ্যবোধ করে। এটা তাদের মতো লোকদের ভোটকেন্দ্রে সহায়তা করবে। আমি নিশ্চিত যে আমার বাবাও বাংলা ব্যালটেই ভোট দেবেন।”

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

 

Tags:

Madhyom

bangla news

Bengali news

US President Election 2024

Indian Language

new yorks ballot paper


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর