img

Follow us on

Wednesday, Nov 13, 2024

US President Election: ভোটে কারচুপি মার্কিন মুলুকে! ট্রাম্পের অভিযোগে শোরগোল আমেরিকায়

Donald Trump: এগিয়ে ট্রাম্প, পেনসিলভেনিয়া নিয়ে মারাত্মক অভিযোগ প্রাক্তন প্রেসিডেন্টের...

img

হাড্ডাহাড্ডি লড়াই কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে। ফাইল ছবি

  2024-11-06 10:17:03

মাধ্যম নিউজ ডেস্ক: নির্বাচনে কারচুপির (US President Election) অভিযোগ এবার আমেরিকাতে। হোয়াইট হাউস দখলের লড়াইয়ে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আমেরিকার ‘সুইং স্টেট’ পেনসিলভেনিয়ার। এখানেই নির্বাচনে কারচুপির অভিযোগ তুলেছেন রিপাবলিকান প্রার্থী তথা আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। অভিযোগ তুললেও প্রাথমিক ট্রেন্ডে পাল্লা ভারী ট্রাম্পেরই।

কারচুপির অভিযোগ

ট্রাম্প হোক বা ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস— দুজনেরই ‘পাখির চোখ’ পেনসিলভেনিয়া। প্রচারের (US President Election) শেষবেলাতেও দুই প্রতিদ্বন্দ্বীকে ছুটে যেতে দেখা গিয়েছে এই প্রদেশে। ২০১৬ সালের আগে পর্যন্ত প্রায় তিন দশক ডেমোক্র্যাটদের দখলে ছিল পেনসিলভেনিয়া। কিন্তু ২০১৬ সালে ধাক্কা দেন ট্রাম্প। হিলারি ক্লিনটনের মুখ থেকে পেনসিলভেনিয়া ছিনিয়ে নিয়েছিলেন তিনি। কিন্তু ২০২০ সালে নির্বাচনে সেখানেই হারতে হয় ট্রাম্পকে। চলতি নির্বাচনে একের পর এক আসনে জয়ী হলেও, ফিলাডেলফিয়া নিয়ে মারাত্মক অভিযোগ এনেছেন ট্রাম্প। ওই আসনে ভোট গণনায় ব্যাপক কারচুপি হচ্ছে বলেই দাবি রিপাবলিকান প্রার্থীর। যদিও নির্বাচন বোর্ডের তরফে ট্রাম্পের এই দাবি উড়িয়ে দেওয়া হয়েছে। পেনসিলভেনিয়ার বৃহত্তম শহর ফিলাডেলফিয়ায় সুরক্ষিতভাবেই ভোটিং হচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

এগিয়ে ট্রাম্প

মঙ্গলবার থেকেই গণনা (US President Election) শুরু হয়েছে।  উল্লেখ্য, এই প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত আমেরিকার নির্বাচনে কমলাকে পিছনে ফেলে অনেকটাই এগিয়ে আছেন ট্রাম্প। বিভিন্ন সংবাদমাধ্যম সূত্র অনুযায়ী, রিপাবলিকানরা এগিয়ে আছেন ২৩০টি আসনে। সেখানে ডেমোক্র্যাটরা ১৮৭ আসনে। ২৭০-এর ম্যাজিক ফিগারের দৌড়ে এগিয়ে ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের শেষ আপডেট অনুযায়ী, তিনটি আসনে জয়ী হয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের ঝুলিতে এসেছে কেনটাকি, ইন্ডিয়ানা ও ওয়েস্ট ভার্জিনিয়া। এর মধ্যে একটানা তৃতীয়বার ওয়েস্ট ভার্জিনিয়ায় জয়ী হলেন ট্রাম্প। ডেমোক্রাটিক প্রার্থী কমলা হ্যারিস ভেরমন্টে জিতে গিয়েছেন। তিনি এগিয়ে রয়েছেন নিউ হ্যাম্পশায়ার, নর্থ ক্যারোলিনা ও ভার্জিনিয়াতেও।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Tags:

Madhyom

bangla news

Donald Trump

US Presidential Election 2024

Kamala Harris

Us President Election

Pennsylvania


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর