img

Follow us on

Sunday, Jan 19, 2025

Victoria Waterfall: পৃথিবীর উচ্চতম জলপ্রপাতের মাথায় একেবারে কিনারায় শুয়ে মহিলা! দেখুন ভয়ঙ্কর ভিডিও

Victoria Waterfall: ৩৫৫ ফুট উচ্চ এই ভিক্টোরিয়া জলপ্রপাত পৃথিবীর পর্যটকদের কাছে আকর্ষণের কেন্দ্র।

img

জলপ্রপাতের কিনারায় ওই মহিলা

  2023-01-04 14:32:39

মাধ্যম নিউজ ডেস্ক: একটি ভাইরাল ভিডিও তাতে দেখা যাচ্ছে যে বিশ্বের সবথেকে উঁচু জলপ্রপাত, ভিক্টোরিয়া জলপ্রপাতের (Victoria Waterfall) একেবারে ধারে ঝুঁকে পড়েছেন একজন মহিলা পর্যটক।

আরও পড়ুন: 'ভয়ঙ্কর সুন্দর', হাওয়াই- এর মাউনা লোয়া অগ্নুৎপাতের কিছু স্বর্গীয় ছবি দেখে নিন

জলপ্রপাতের গহ্বরও দেখা যাচ্ছে ওই ভিডিওতে। খুবই সাহসিকতার কাজ এতে কোনও সন্দেহ নেই, তবে ব্যাপক ঝুঁকিপূর্ণও বটে।

আরও পড়ুন: আফগানিস্তানে হামলা করলে ’৭১-এর পুনরাবৃত্তি হবে! পাকিস্তানকে হুঁশিয়ারি তালিবানের

৩৫৫ ফুট উচ্চ এই ভিক্টোরিয়া জলপ্রপাত (Victoria Waterfall) পৃথিবীর পর্যটকদের কাছে আকর্ষণের কেন্দ্র।

আরও পড়ুন: জাপান সরকারের অফার! টোকিও ছাড়লেই নাগরিকরা পাবেন ১০ লক্ষ ইয়েন, কেন জানেন

ওই মহিলা এমনভাবে ভিডিও করছেন যে ,সামান্য এদিক-ওদিক হলে একেবারে ৩৫৫ ফুট নীচে পড়ার আশঙ্কা ছিল তবুও ওই পর্যটক এসব কিছুকে উপেক্ষা করে  সাহসিকতার সঙ্গে ওই ভিডিও শ্যুটিং করতে থাকেন।

ভিডিওটি কীভাবে ভাইরাল হল

এই ভিডিওটি পোস্ট করা হয়েছে  ট্যুইটারে, weird and Terrifying এই নামের প্রোফাইল থেকে। গত বছরের ৩০ ডিসেম্বর এই ভিডিওটি পোস্ট হয়, যেটি এখনো পর্যন্ত ৬ কোটি ৬৮ লক্ষ মানুষ দেখেছেন এবং সাড়ে ১৬ হাজার মানুষ এই রিট্যুইট করেছেন। ৯০০০ এর উপরে কমেন্ট এসেছে এই ভাইরাল ভিডিওতে এবং ২ লক্ষের উপর মানুষ এটিকে লাইক করেছে।

একজন কমেন্ট করছেন, "আমার মেয়েও গত বছরে এই অভিজ্ঞতা সংগ্রহ করেছে"। 

জনৈক মহিলা কমেন্ট করছেন , "আমার স্বামী আমাকে ওখান থেকে কয়েকদিন আগেই ঘুরিয়ে এনেছে, তোমার পা কেউ ধরে থাকলে ভালো হবে"।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

Tags:

Victoria Waterfall