img

Follow us on

Saturday, Jan 18, 2025

Viral video: অ্যানাকোন্ডা বনাম অ্যালিগেটরের লড়াই! ভাইরাল ভিডিও, কে জিতল?

মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানার বাসিন্দা কিম সুলিভান  গত বছর সেপ্টেম্বর মাসে এই ভিডিওটি ক্যামেরা বন্দি করেছিলেন

img

অ্যানাকোন্ডা ও অ্যালিগেটরের যুদ্ধ।

  2022-07-20 16:48:39

মাধ্যম নিউজ ডেস্ক:  কুমিরের এক প্রজাতি একটি বড় অ্যালিগেটরকে (Alligator) পেঁচিয়ে ধরেছে বিরাট গ্রিন অ্যানাকোন্ডা (Anaconda)। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral Video) হয়েছে এমন একটা ভিডিও। যা দেখে চোখ ফেরানো যাচ্ছে না। টানটান উত্তেজনা। চুপ করে বসে থাকতে হচ্ছে শেষে কী হবে তা দেখার জন্য। এই কুমিরটি আসলে একটি 'কেম্যান', যা ব্রাজিলে অ্যালিগেটরের আর এক প্রজাতি। অস্তিত্বের জন্য কীভাবে ওই দুই সরীসৃপ সংগ্রাম করে যাচ্ছে, তা ধরে পড়েছে সদ্য ভাইরাল হওয়া এই ভিডিয়োটিতে।

আরও পড়ুন: কলম্বোয় আক্রান্ত দূতাবাস আধিকারিক, অ্যাডভাইজরি জারি ভারতীয় হাই কমিশনের

ভাইরাল এই ফুটেজে দেখা যায়, প্রথম থেকেই কুমিরটিকে পেঁচিয়ে ধরেছে ওই ভয়ঙ্কর অ্যানাকোন্ডা। কোনও ভাবে কুমিরটিকে এক ফোঁটাও জায়গা ছেড়ে দিতে রাজি নয় সে! ভয় দেখানোর জন্য নিজের বিরাট হাঁ-মুখ দেখায় অ্যালিগেটর। কিন্তু তাতেও লাভের লাভ কিছুই হয়নি।

মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানার বাসিন্দা কিম সুলিভান গত বছর সেপ্টেম্বর মাসে এই ভিডিওটি ক্যামেরাবন্দি করেছিলেন। ইনস্টাগ্রামে আফ্রিকান ওয়াইল্ড লাইফ নামের একটি পেজ থেকে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে। তার ক্যাপশনে লেখা হয়েছে, “না, এটা একটা পাইথনও নয়। আবার একটা বোয়া কনস্ট্রিক্টরও নয়। তাদের সবার থেকে বড় এটি: দ্য অ্যানাকোন্ডা।”

আরও পড়ুন: জলের তোড়ে ভেসে যাচ্ছে মানুষ, উদ্ধারে এগিয়ে এল হাতি

৫৫০ পাউন্ডের একটি সাপ এবং একটি কুমিরের মধ্যে নাছোড় লড়াই দেখে ইন্টারনেটের বাসিন্দারা এক প্রকার অবাক হয়ে গিয়েছেন। কৌতূহল থেকেই একজন প্রশ্ন করে বসেছেন, “লড়াইতে শেষ পর্যন্ত জিতল কে?” আর একজন যোগ করেছেন, “শেষ পর্যন্ত দুজনেই বিধ্বস্ত হয়ে পড়ে। অ্যানকোন্ডাও শেষমেশ কুমিরটিকে বাগে আনতে না পেরে এলাকা ছেড়ে চলে যান। কুমিরটিও ক্লান্ত হয়ে পড়েছিল কারণ তাকে এমন ভাবে ওই ভয়ঙ্কর সাপটি জাপ্টে ধরেছিল যে সে তার ধকল নিতে পারছিল না।”

Tags:

Viral video

Anaconda

Crocodile

Instagram Video


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর