img

Follow us on

Friday, Nov 22, 2024

Vivek Ramaswami: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে আরও এক ভারতীয় বংশোদ্ভূত, জানেন কে তিনি?

ব্রিটেনের প্রধানমন্ত্রী পদে আসীন হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনক...

img

ছবি: সংগৃহীত

  2023-02-18 17:33:08

মাধ্যম নিউজ ডেস্ক: বছর ঘুরলেই মার্কিন প্রেসিডেন্ট (US Prez Polls) নির্বাচন। ইতিমধ্যেই ওই নির্বাচনে প্রার্থী হবেন বলে ঘোষণা করেছেন ভারতীয় বংশোদ্ভূত নিমরাত রনধাওয়া ওরফে নিকি হ্যালি। আরও এক ভারতীয় বংশোদ্ভূত বিবেক রামস্বামীও (Vivek Ramaswami) নামতে পারেন প্রেসিডেন্ট পদের দৌড়ে। বছর সাঁইত্রিশের বিবেক লেখক। বড় একটি সংস্থার সিইও। ধনকুবের। রাজনৈতিক কর্মী। সব কিছু ঠিকঠাক চললে রিপাবলিকান দলের হয়ে প্রেসিডেন্ট পদে লড়তে পারেন তিনি।

বিবেক রামস্বামী...

আমেরিকার দক্ষিণ পশ্চিম ওহাইওতে বড় হয়েছেন বিবেক। তাঁর বাবা ইঞ্জিনিয়র, জেনারেল ইলেকট্রিকের পেটেন্ট অ্যাটর্নি ছিলেন। মা জেরিয়াট্রিক সাইকিয়াট্রিস্ট। ছোট থেকে পড়াশোনায় ভীষণ ভাল বিবেক। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে জীববিজ্ঞানে স্নাতক হন তিনি। পরে আইনবিদ্যা পাশ করেন মার্কিন মুলুকেরই ইয়েল বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৪ সালে ফার্মাসিউটিক্যাল রিসার্চ ফার্ম রোইভেন্ট সায়েন্সেস প্রতিষ্ঠা করেন। কোটি কোটি টাকার ব্যবসা দাঁড় করান বিবেক। বর্তমানে সম্পদ নিয়ন্ত্রক সংস্থা স্ট্রাইভের চেয়ারম্যানের পদেও রয়েছেন তিনি।

ফোবর্স ম্যাগাজিনের ২০১৬ সালের প্রতিবেদন অনুযায়ী, বিবেকের (Vivek Ramaswami) মোট সম্পদের মূল্য ৬০০ মিলিয়ন মার্কিন ডলার। রিপাবলিকানদের মতো পরিবেশ, সামাজিক ও শাসনব্যবস্থায় সরকারি নজরদারির বিরোধী তিনি। সামাজিক জাগরণ ও বিপুল ব্যবসায়িক বিনিয়োগে বিশ্বাসী। রিপাবলিকানদের নীতি মেনেই তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের দুর্বল পুঁজিবাদের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। বাজারে বিবেকের বইও রয়েছে। বইটির নাম ওক, আইএনসি: ইনসাইড কর্পোরেট আমেরিকাজ সোশ্যাল জাস্টিস স্ক্যাম। প্রসঙ্গত, মার্কিন ভাইস প্রেসিডেন্ট পদে রয়েছেন কমলা হ্যারিস। তিনিও ভারতীয় বংশোদ্ভূত।

আরও পড়ুুন: অযোধ্যার পরে এবার কর্নাটকেও গড়ে উঠতে চলেছে নয়নাভিরাম রামমন্দির, জানুন কোথায়

ইউরোপের অন্যতম ধনী দেশ ব্রিটেনের প্রধানমন্ত্রী পদে আসীন হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনক। রাজনৈতিক মহলের একাংশের মতে, তার জেরে ক্রমেই বদলাচ্ছে ব্রিটেনের অর্থনীতির হাল। ব্রিটেনের পর এবার আমেরিকায়ও প্রেসিডেন্ট পদপ্রার্থী হতে চলেছেন দুজন ভারতীয় বংশোদ্ভূত। একজন নিমরাত রনধাওয়া ওরফে নিকি হ্যালি। অন্যজন বিবেক রামস্বামী (Vivek Ramaswami)। নিমরাত, বিবেক আদৌ শেষ পর্যন্ত লড়াইয়ের ময়দানে থাকবেন কিনা, কিংবা শেষ হাসি হাসবেন কিনা, তা বলবে সময়। তবে বিশ্বের একাধিক দেশে যেভাবে দাপিয়ে বেড়াচ্ছেন ভারতীয় বংশোদ্ভূতরা, তা গর্বের বই কি!

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

Tags:

Bengali news

Vivek Ramaswami

us presidential race

US Prez Polls  


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর