img

Follow us on

Saturday, Jan 18, 2025

Russia India Relation: ভারতের ওপর কি ক্রমশ নির্ভরশীল হয়ে পড়ছে রাশিয়া?

Russia: ইউরোপের এই সিদ্ধান্তের ফলে নতুন বাজার ধরতে হবে রুশ প্রশাসনকে। সেই ক্ষেত্রে রাশিয়ার সামনে একমাত্র বাজার এশিয়া।

img

ভ্লাদিমির পুতিন। ফাইল ছবি

  2022-06-01 23:06:15

মাধ্যম নিউজ ডেস্ক: আরও বেশি করে ভারতের (India) ওপর নির্ভরশীল হয়ে পড়ল রাশিয়া (Russia)। ইউক্রেনে (Ukraine) হামলা চালানোর কারণে ইতিমধ্যেই প্রচুর নিষেধাজ্ঞা চাপানো হয়েছে রাশিয়ার উপর। যার মধ্যে অন্যতম ইউরোপের দেশগুলিতে অপরিশোধিত তেলের রফতানি (Crude oil exports)। রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনায় আংশিক নিষেধাজ্ঞা (partial embargo) জারি করেছে ইউরোপ (Europe)। 

তাই এবার চিন (China) এবং ভারতের ওপর নির্ভর করতে হবে ভ্লাদিমির পুতিনের (Putin) দেশকে। কারণ এই দুই দেশ ছাড়া আর এশিয়ার অন্য কোনও দেশের তেল পরিশোধন করার আধুনিক প্রযুক্তি নেই। তাই অপরিশোধিত তেল (Crude Oil) এই দুই দেশেই রফতানি করতে হবে রাশিয়াকে। 

পণ্য বিনিময় পদ্ধতিতে এবার রাশিয়া থেকে সার আমদানি ভারতের

রাশিয়া থেকে জলপথে তেল রফতানি করা হয় পৃথিবীর নানা দেশে। রাশিয়া থেকে জলপথে দুই তৃতীয়াংশ তেল ইউরোপে আসে। জাহাজে আসা তেলের উপরে নিষেধাজ্ঞা চাপাতে চলেছে ইউরোপীয় ইউনিয়ন (European Union)। এই নিষেধাজ্ঞার ফলে প্রায় সাতাত্তর হাজার কোটি টাকার লোকসান হবে রুশ প্রশাসনের।  

ব্রাসেলসে এক সম্মেলন শেষে ষষ্ঠবারের জন্যে রাশিয়ার বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়। এতে বলা হয়, রাশিয়ার কাছ থেকে তেল আমদানি দুই-তৃতীয়াংশ বন্ধ করতে ইউরোপীয় ইউনিয়নের নেতারা একমত হয়েছেন। এর ফলে সমুদ্রপথে রাশিয়া থেকে ইউরোপে তেল আমদানি বন্ধ হবে।  

ইউরোপীয় ইউনিয়নের চাহিদার ২৭ শতাংশ তেল এবং ৪০ শতাংশ গ্যাস রাশিয়া থেকে আমদানি করা হয়। যার মূল্য প্রায় ৪০০ বিলিয়ন ইউরো। এদিকে পোল্যান্ড ও জার্মানি এ বছরের শেষে পাইপলাইনে রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করবে। এতে ইউরোপে রুশ তেল আমদানির পরিমাণ ৯০ শতাংশ কমে যাবে।

রাশিয়া থেকে জ্বালানি কেনা নিয়ে পশ্চিমি দেশগুলিকে জবাব পীযূষ গোয়েলের 

ব্রাসেলসে অনুষ্ঠিত এই বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশের সবগুলি অংশ নিয়েছে। এতে রাশিয়ার তেল আমদানি কমিয়ে আনার নিয়ে ইউরোপীয় কাউন্সিলের প্রধান চার্লস মিচেল বলেন, এর ফলে রাশিয়ার যুদ্ধ পরিচালনা করার অর্থের উৎস বন্ধ হবে। এছাড়া রাশিয়ার সবচেয়ে বড় ব্যাংক এবং তিনটি রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমের উপর কঠোর নিষেধাজ্ঞা দেবার ব্যাপারে ইউরোপীয় নেতারা একমত হয়েছে। 

ইউরোপের এই সিদ্ধান্তের ফলে নতুন বাজার ধরতে হবে রুশ প্রশাসনকে। সেই ক্ষেত্রে রাশিয়ার সামনে একমাত্র বাজার এশিয়া। যেখানে বেশিরভাগ দেশেরই তেল পরিশোধ করার প্রযুক্তি নেই। তাই অপরিশোধিত তেল রপ্তানির বিষয়ে ভারত এবং চিনের মুখের দিকেই তাকিয়ে থাকতে হবে রাশিয়াকে। 

 

Tags:

India

Russia-Ukraine War

crude oil

Europe Bans Russia

Russian Invasion

Partial embargo

European Union

China 


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর