Hindu protest: ভগবান গণেশের ছবি দিয়ে ৭৪ রকমের অন্তর্বাস তৈরি করার অভিযোগ উঠেছিল ওয়ালমার্টের বিরুদ্ধে...
প্রতীকী ছবি।
মাধ্যম নিউজ ডেস্ক: ভগবান গণেশের ছবি দিয়ে ৭৪ রকমের অন্তর্বাস তৈরি করার অভিযোগ উঠেছিল ওয়ালমার্টের (Walmart) বিরুদ্ধে। অবশেষে হিন্দুদের ব্যাপক প্রতিবাদের (Hindu protest) জেরে বহুজাতিক এই সংস্থা তাদের তৈরি অন্তর্বাস থেকে গণেশের ছবি সরিয়ে ফেলল। আজ শনিবার ওয়ালমার্ট ডট কমে প্রচুর গ্রাহক গণেশ অন্তর্বাস লিখে সার্চ করেন। তখনই ওয়ালমার্ট থেকে জানানো হয় যে গণেশের ছবি সম্বলিত কোনও সার্চ রেজাল্ট নেই। প্রসঙ্গত, ওয়ালমার্ট এই ধরনের অন্তর্বাস তুলে নেওয়ায় আমেরিকার হিন্দু সমাজের অন্যতম নেতা রাজন জেড এক বিবৃতি দিয়েছেন। তিনি নিজের বিবৃতিতে বলেন, ‘‘ওয়ালমার্টকে (Walmart) ধন্যবাদ জানাচ্ছি এই কারণে যে তারা হিন্দু সম্প্রদায়ের ভাবাবেগকে বুঝেছেন এবং তাঁরা অনুভব করেছেন যে তাঁদের এই জাতীয় পণ্য অত্যন্ত সংবেদনশীল। যাইহোক আমরা এখনও পর্যন্ত অপেক্ষা করে আছি যে কখন এই কোম্পানি ক্ষমা চাইবে।’’
প্রসঙ্গত রাজন জেড হলেন ইউনিভার্সাল সোসাইটি অফ হিন্দুজিম নামের একটি সংগঠনের সভাপতি। তিনি ওয়ালমার্টকে পরামর্শ দিয়েছেন যে তাদের সিনিয়র এক্সিকিউটিভদের যথেষ্ট প্রশিক্ষণ করাতে। যাতে এ ধরনের ধর্মীয় এবং সাংস্কৃতিক ভাবে আঘাত লাগতে পারে এমন বিজ্ঞাপন তারা প্রচার না করে। নিজের বিবৃতিতে রাজন জেড আরও বলেন, ‘‘ভগবান গণেশ হিন্দু ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ দেবতা। প্রতি বাড়িতে কিংবা মন্দিরে তাঁকে উপাসনা করা হয়। তাই এমন ভগবানকে কখনও অন্তর্বাসে ব্যবহার করা যায় না। বাণিজ্যিক বা অন্যান্য এজেন্ডার জন্য হিন্দু দেবতাদের (Hindu protest) এভাবে ব্যবহার করা ঠিক নয়। এমন ঘটনা হিন্দু ধর্মাবলম্বীদের ভাবাবেগে (Walmart) ব্যাপক আঘাত করেছে।’’
রাজন জেড আরও বলেন, ‘‘হিন্দু ধর্ম হল বিশ্বের সবচেয়ে প্রাচীনতম ধর্ম এবং বিশ্বের তৃতীয় বৃহত্তম ধর্ম। একশো কুড়ি কোটি হিন্দু বর্তমানে পৃথিবীতে রয়েছেন। হিন্দু ধর্মের একটি দার্শনিক চিন্তাভাবনা রয়েছে। তাই এই ধর্মকে কখনও অযৌক্তিকভাবে ব্যবহার করা উচিত নয়। যেকোনও ধর্মের প্রতীক বড় হোক বা ছোট, তাকে ভুলভাবে ব্যবহার করা উচিত নয়।’’
নিজের বিবৃতিতে রাজন জেড আরও বলেন, ‘‘এক দেবতাকে এভাবে টেনে নিচে নামানোর ঘটনায় হিন্দুদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। হিন্দুরা যেকোনো স্বাধীনতায় বিশ্বাস করেন। তাঁরা মত প্রকাশের স্বাধীনতার বিশ্বাস করেন। তাঁরা শিল্পীর স্বাধীনতায় বিশ্বাস করেন। কিন্তু যা কিছু পবিত্র সেখানে আঘাত করা ঠিক নয়।’’
প্রসঙ্গত ওয়ালমার্টের (Walmart) এমন বিজ্ঞাপন সামনে আসতেই প্রতিবাদ শুরু করে হিন্দু সংগঠনগুলি। ব্রিটেনের হিন্দু সংগঠন ‘ইনসাইড ইউকে’ সঙ্গে সঙ্গে ট্যুইট করে বলে, ‘‘হিন্দু সমাজ অত্যন্ত উদ্বিগ্ন। হিন্দু দেবতা, হিন্দু অনুভূতি এবং হিন্দুদের ভাবাবেগকে সম্পূর্ণভাবে আঘাত করা হয়েছে।’’
Hindus worldwide are outraged at Walmart's negligence on selling products featuring Hindu sacred deity Ganesha.
— INSIGHT UK (@INSIGHTUK2) December 6, 2024
Lord Ganesha, a highly revered Hindu god, is featured on products like slippers and knickers that @Walmart is selling.
Hindu community is extremely concerned about… pic.twitter.com/m6JEZfbp9Q
একইভাবে এর প্রতিবাদ জানিয়েছে হিন্দু জাগৃতি নামের সংগঠন। তারাও ট্যুইট করে বলে, ‘‘আন্ডারওয়ার বক্সারদের কস্টিউম, মোজা, চপ্পল ইত্যাদিতে ভগবান গণেশের প্রতিকৃতি ব্যবহার করা হয়েছে যা অত্যন্ত আপত্তিকর এবং অসম্মানজনক।’’
অন্যদিকে তথভম-আসি নামের একজন এক্স হ্যান্ডেল ব্যবহারকারী নিজের এক্স হ্যান্ডলে লেখেন, ‘‘এভাবে হিন্দু দেবতাদের অবজ্ঞা করতে পারবেন না।’’ প্রসঙ্গত প্রতিটি এক্স হ্যান্ডলে যে ছবিগুলো প্রকাশিত হয়েছে তাতে দেখা যাচ্ছে ওয়ালমার্ট (Walmart) প্যান্টি, বিকিনি, মোজা, হাওয়াই চপ্পল এসব কিছুতেই ভগবান গণেশের ছবি ব্যবহার করেছে।
তবে বহুজাতিক সংস্থাগুলির এমন হিন্দু ফোবিয়া নতুন কিছু নয়। এর আগে ২০২২ সালের এপ্রিল মাসে ‘সাহারা রে সাঁতার’ নামের একটি সংগঠন সাঁতারের পোশাকে হিন্দু দেবদেবীদের ছবি মুদ্রণ করে। এই ব্র্যান্ডের মালিক ছিলেন সাহারা রায়। এর আগে ২০১৯ সালের মে মাসে ম্যাট এবং টয়লেট কভারে পবিত্র হিন্দু দেবদেবীদের ছবি আমাজনে বিক্রি করা হয়।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Whatsapp, Facebook, Twitter, Telegram এবং Google News পেজ।