ওই ভিডিওতে কী কী বলতে শোনা যাচ্ছে পাক নাগরিকদের
নরেন্দ্র মোদি
মাধ্যম নিউজ ডেস্ক: এবার পাকিস্তানে দাবি উঠল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narandra Modi) চাই। শুনতে আশ্চর্য হলেও এটাই সত্যি। পাকিস্তানি ইউটিউবার সানা আমজাদ এমনই একটি ভিডিও শেয়ার করেছেন। বর্তমানে ব্যাপক আর্থিক সংকটে ভুগছে পাকিস্তান ঠিক সেসময়ই পাকিস্তানের এক তরুণকে ওই ভিডিওতে বলতে শোনা যাচ্ছে, শুধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেই (Narandra Modi) তাঁদের চাই। শুধু তাই নয়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narandra Modi) পাকিস্তানে পেতে, তাঁদের কত খরচ করতে হবে! সেটাও সবার কাছে জানতে চেয়েছেন ওই যুবক। পাকিস্তানি ইউটিউবার সানা আমজাদ সেদেশের একজন প্রখ্যাত সাংবাদিক। পাকিস্তানের একাধিক সংবাদমাধ্যমের অফিসে চাকরি করেছেন তিনি।
তিনি যে ভিডিও শেয়ার করেন, সেখানে পাকিস্তানের একাধিক মানুষকে বর্তমানে বলতে শোনা যাচ্ছে, 'পাকিস্তান সে জিন্দা ভাগো, চাহে ইন্ডিয়া চলে যাও।' প্রবল আর্থিক সংকটে এই মুহুর্তে পাকিস্তানে হাহাকার অবস্থা চলছে, মূল্যবৃদ্ধি পৌঁছেছে ধরা ছোঁয়ার বাইরে। আটা, ময়দা কিনতে কার্যত মানুষের ভিড়ে অনেকে চাপা পড়ছেন। ফলে পাকিস্তানের বর্তমান অবস্থা নিয়ে গোটা বিশ্ব জুড়ে জোর আলোচনা চলছে। ওষুধ কোম্পানিগুলি উৎপাদন বন্ধ রেখেছে, সুজুকির মতো গাড়ি উৎপাদন সংস্থা বন্ধ রেখেছে নিজেদের ব্যবসা। রাস্তাঘাটে বর্তমানে শেহবাজ শরিফ সরকারের বিরুদ্ধে মানুষ ক্ষোভ উগরে দিতে শুরু করেছেন। শুধু তাই নয়, তাঁরা যদি পাকিস্তানে না জন্মাতেন, তাহলে ভাল হত বলেও অনেকে মন্তব্য করেন।
"Hamen Modi Mil Jaye bus, Na hamen Nawaz Sharif Chahiye, Na Imran, Na Benazir chahiye, General Musharraf bhi nahi chahiye"
— Meenakshi Joshi ( मीनाक्षी जोशी ) (@IMinakshiJoshi) February 23, 2023
Ek Pakistani ki Khwahish 😉 pic.twitter.com/Wbogbet2KF
অনেককে ওই ভিডিওতে বলতে শোনা যাচ্ছে ভারত যদি ভাগ না হত, তাহলে একসঙ্গে দেশের সব মানুষ থাকতেন এবং নিত্যপ্রয়োজনীয় জিনিস তাঁরা সুলভ দামে কিনতে পারতেন। এখন বর্তমানে পাকিস্তানে বেঁচে থাকাটাই কঠিন বলছেন তাঁরা।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।
Tags: