img

Follow us on

Saturday, Jan 18, 2025

Whatsapp New Feature: হোয়াটসঅ্যাপ নিয়ে এল নতুন ফিচার ‘কাস্টম চ্যাট লিস্ট’, কী কী সুবিধা মিলবে?

Custom Chat List: হোয়াটসঅ্যাপে ‘কাস্টম চ্যাট লিস্ট’ ফিচার! কীভাবে ব্যবহার করবেন?

img

হোয়াটসঅ্যাপ নিয়ে এল নতুন ফিচার (সংগৃহীত ছবি)

  2024-11-05 16:12:50

মাধ্যম নিউজ ডেস্ক: নিত্যনতুন ফিচার প্রায়ই নিয়ে আসে হোয়াটসঅ্যাপ (Whatsapp News Feature)। এবার গ্রাহকদের জন্য হোয়াটসঅ্যাপ নিয়ে এল ‘কাস্টম চ্যাট লিস্ট’। এর সুবিধে খানিকটা ব্রডকাস্ট মেসেজ লিস্টের মতোই। তবে আরও একটু বেশি উন্নত। গ্রুপ চ্যাটে বাড়তি সুবিধা দেবে এই নতুন ফিচার। পছন্দমতো হোয়াটসঅ্যাপের কোনও গ্রুপকে বা গুরুত্ব অনুযায়ী নির্দিষ্ট কোনও কথোপকথন বাছাই করে চোখের সামনেও রাখা যাবে।

‘কাস্টম চ্যাট লিস্ট’ কী ভাবে করবেন? (Whatsapp News Feature)

১) প্রথমে হোয়াটসঅ্যাপ আপডেট করুন।

২) হোয়াটসঅ্যাপের ওপরে ডান দিকে একটি 'যোগ' চিহ্ন আসবে। সেটিতে ক্লিক করলে 'অর্গাইনজ ইওর চ্যাট' বলে একটি পপ-আপ দেখাবে। সেখানে গিয়ে ক্লিক করুন।

৩) এ বার ক্যাটেগরি দেখে পছন্দের প্রোফাইল তালিকাভুক্ত করুন।

৪) যদি কোনও চ্যাট আলাদা করে চোখের সামনে রাখতে হয়, তা হলে 'অ্যাড পিপল অর গ্রুপ' অপশনে গিয়ে নির্দিষ্ট কোনও প্রোফাইল বা চ্যাট (Custom Chat List) বাছাই করে একেবারে ওপরের সারিতে রেখে দিতে পারেন।

আরও পড়ুন: আবাস যোজনায় ‘দুর্নীতি’, ইডি তদন্ত চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দেবে বঙ্গ বিজেপি

কী ভাবে ব্যবহার করবেন এই নতুন ফিচার?

বহুল ব্যবহৃত সোশাল অ্যাপগুলোর মধ্যে অন্যতম হোয়াটসঅ্যাপ (Whatsapp News Feature)। মেটা (Meta) অধিকৃত এই মেসেজিং প্ল্যাটফর্ম গ্রাহকদের মধ্যে বেশ জনপ্রিয়। পছন্দমতো হোয়াটসঅ্যাপের কোনও গ্রুপকে বা গুরুত্ব অনুযায়ী নির্দিষ্ট কোনও কথোপকথন বাছাই করে চোখের সামনেও রাখা যাবে। লম্বা চ্যাট লিস্টের ভিড়ে আলাদা করে কাউকে খুঁজে বের করার কষ্ট করতে হবে না। নতুন এই ফিচারের সাহায্যে গ্রাহকরা নিজেদের চ্যাটকে গ্রাহকরা আলাদা করে নিতে পারবেন। হোয়াটসঅ্যাপের তরফে জানানো হয়েছে, এই ফিচারের সাহায্যে গ্রাহকরা নিজেদের চ্যাটকে কয়েকটি ভাগে আলাদা করে নিতে পারবেন। যেমন, 'পরিবার', 'কর্মক্ষেত্র', 'বন্ধুবান্ধব' ইত্যাদি বিভিন্ন ক্যাটেগরিতে তা ভাগ করা যাবে। ফলে বহু চ্যাটের মধ্যে থেকে আলাদা করে খোঁজার দরকার পড়বে না।

কী কী সুবিধা রয়েছে ফিচারে?

নতুন ফিচারের সাহায্যে কনট্যাক্ট লিস্টে (Whatsapp News Feature) থাকা ব্যক্তিদের নতুন তালিকা তৈরি করা যাবে এবং তা প্রয়োজনে এডিটও করা যাবে। সহজ করে বললে, আপনার হোয়াটসঅ্যাপের কনট্যাক্ট লিস্টে থাকা সকলের সঙ্গে বা প্রত্যেকটি গ্রুপে আপনি রোজ নিশ্চয়ই কথা বলেন না। কিন্তু কোনও দরকারে যদি চটজলদি সেই প্রোফাইল খুঁজে পেতে হয় বা গ্রুপ চ্যাট থেকে কোনও নির্দিষ্ট মেসেজ খুঁজে বার করতে হয়, তখনই এই ফিচার কাজে আসবে। কারণ, কাস্টম লিস্ট ফিচারে গ্রাহকেরা ব্যক্তিগত চ্যাটের পাশাপাশি পছন্দের একাধিক গ্রুপকেও তালিকাভুক্ত করতে পারবেন। সেগুলি 'পিন টু টপ' বা একেবারে চোখের সামনে রেখে দেওয়ার সুবিধাও পাবেন। অফিসের গ্রুপ থেকে হোক বা ব্যক্তিগত প্রোফাইল- জরুরি কোনও কথোপকথন খুঁজে পাওয়াও সহজ হবে। প্রসঙ্গত, হোয়াটসঅ্যাপ কিছু দিন আগেই 'আনরিড', 'ফেভারিট', 'গ্রুপ' নামে কয়েকটি ফিচার নিয়ে এসেছিল। যে মেসেজগুলি পড়া হয়নি সেগুলি আলাদা করে 'আনরিড' অপশনে পাওয়া যাবে, আবার যার সঙ্গে বেশি চ্যাট করেন, সেই প্রোফাইলটিকে 'ফেভারিট' অপশনে রেখে দেওয়া যাবে যাতে খোঁজাখুঁজি করতে না হয়।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Tags:

Madhyom

bangla news

Bengali news

WhatsApp New Feature

Custom Chat List


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর