img

Follow us on

Thursday, Sep 19, 2024

Wikipedia: পাকিস্তানে নিষিদ্ধ উইকিপিডিয়া! কেন জানেন?

৪৮ ঘণ্টা সময় দেওয়ার পরেও ধর্মদ্রোহ বিষয়ক প্রবন্ধ তুলে না নেওয়ায় নিষিদ্ধ করা হল উইকিপিডিয়াকে

img

উইকিপিডিয়া।

  2023-02-04 18:11:30

মাধ্যম নিউজ ডেস্ক: ধর্মদ্রোহী বিষয় তুলে না নেওয়ায় অনলাইন বিশ্বকোষ হিসেবে পরিচিত Wikipedia-কে নিষিদ্ধ ঘোষণা করল পাকিস্তান। পাকিস্তান টেলিকম অথরিটি (পিটিএ) হুঁশিয়ারি দিয়েছিল যে, ধর্মদ্রোহ বিষয়ক প্রবন্ধ দ্রুত না সরালে সে দেশে নিষিদ্ধ করা হবে উইকিপিডিয়াকে। ধর্মদ্রোহী সংক্রান্ত বিষয়বস্তু সরাতে ৪৮ ঘণ্টা সময় দিয়েছিল পাক প্রশাসন। কিন্তু তার পরও সেই বিষয়বস্তু না সরানোয় গোটা সাইটকেই নিষিদ্ধ ঘোষণা করল শাহবাজ শরিফ সরকার। 

কেন নিষিদ্ধ

এদিন ট্যুইট করে পিটিএ বলে, “উইকিপিডিয়াকে ধর্মদ্রোহ বিষয়ক প্রবন্ধ সরানোর নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে সেই বিষয় তারা সরাতে ব্যর্থ হয়েছে। শুধু তাই-ই নয়, পিটিএর নির্দেশকে ইচ্ছাকৃত ভাবে অমান্য করেছে। ৪৮ ঘণ্টা সময় দেওয়ার পরেও ধর্মদ্রোহ বিষয়ক প্রবন্ধ তুলে না নেওয়ায় নিষিদ্ধ করা হল উইকিপিডিয়াকে।” পিটিএ আরও জানিয়েছে যে, উইকিপিডিয়া এই বিতর্কিত বিষয় কখন সরাচ্ছে তা দেখে সিদ্ধান্ত নেওয়া হবে তাদের উপর থেকে নিষেধাজ্ঞা তোলা উচিত কি না।

আরও পড়ুন: ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে ১০০ দিন পার ঋষি সুনাকের, কী বললেন তিনি?

সম্প্রতি বিভিন্ন সামজিক মাধ্যম এবং ওয়েবসাইটগুলিতে কড়া নজরদারি শুরু করেছে পাক প্রশাসন। বেশ কিছু সাইটের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হয়েছে। কয়েকদিন আগে ৭০০-র বেশি YouTube লিঙ্ক ব্লক করে দেয় পাক সরকার। এই লিঙ্কগুলির মাধ্যমে ‘ইসলাম বিরোধী’ মত প্রচার করা হচ্ছে বলে অভিযোগ শাহবাজ শরিফ সরকারের।অন্যদিকে Wikipedia-কে নিষিদ্ধ ঘোষণা করতেই পাকিস্তান জুড়ে উঠেছে নিন্দার ঝড়। সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছে ডিজিটাল রাইটস-র কর্মীরা। পাক সরকারের এই সিদ্ধান্তের জেরে ছাত্র-শিক্ষক থেকে শুরু করে গবেষকদের ক্ষতি হবে বলেই দাবি করেছেন তাঁরা।আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের দাবি, সরকারের এই সিদ্ধান্তের নেপথ্যে রয়েছে পাক সেনা ও গুপ্তচর সংস্থা আইএসআই-এর হাত। 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

Tags:

pakistan

wikipedia

wikipedia banned in pakistan


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর