ভারতের বিদেশমন্ত্রকের প্রকাশিত একাধিক ছবিতে দীপ্তিকে দেখা গেলেও কাবুলের তালিবান শাসকদের তরফে প্রকাশিত কোনও ছবিতেই তাঁকে দেখা যায়নি।
কাবুলে দীপ্তি ঝাড়ওয়াল।
মাধ্যম নিউজ ডেস্ক: আফগানিস্তানবাসীর হাতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য পৌঁছনো এবং সেখানকার বিভিন্ন ভারতীয় প্রকল্পের দেখভাল করতে কাবুলে পৌঁছেছে ভারতীয় প্রতিনিধিদের একটি দল। বিদেশ মন্ত্রকের পাকিস্তান-আফগানিস্তান-ইরান বিষয়ক (Pakistan-Afghanistan-Iran division) যুগ্মসচিব জেপি সিংয়ের (J P Singh) নেতৃত্বে ওই দলে রয়েছেন এক মহিলা কূটনীতিকও। দীপ্তি ঝাড়ওয়াল (Deepti Jharwal) নামে ওই মহিলা কূটনীতিক সংশ্লিষ্ট মন্ত্রকের ডেস্ক অফিসার হিসেবে দায়িত্ব সামলান।
গত বছর আফগানিস্তানে তালিবান ক্ষমতা দখলের পর থেকে সেখানকার মানবাধিকার পরিস্থিতির ক্রমশ অবনতি হয়েছে। একের পর এক নিষেধাজ্ঞা জারি হয়েছে মহিলাদের উপর। মহিলাদের ড্রাইভিং লাইসেন্স দেওয়া বন্ধ করা হয়েছে। পুরুষদের কর্মক্ষেত্রে মহিলারা কাজ করতে পারবেন না বলে ঘোষণা করা হয়েছে। ষষ্ঠ শ্রেণির উপরে মেয়েদের স্কুল নিষিদ্ধ করা হয়েছে।
আরও পড়ুন: তালিবান শাসিত আফগানিস্তানে প্রথম সরকারি সফর ভারতের, গলছে বরফ?
এখানেই থেমে থাকেনি মহিলাদের ওপর নিষেধাজ্ঞার তালিকা। দূরে ভ্রমণের ক্ষেত্রে স্থানীয় আফগান নেতার অনুমতি নিতে হবে বলে জানানো হয়েছে। রেস্তোরাঁ-বারে পুরুষ সঙ্গীর সঙ্গে যেতে বসতে পারবেন না কোনও মহিলা। স্বামী হলেও নয়। এমনকি খবর পড়তে গেলেও মহিলাদের মুখ ঢেকে রাখতে হবে এমনই নির্দেশ তালিবান সরকারের।
এই প্রেক্ষিতে কাবুলে তালিবান শাসকদের সঙ্গে কথা বলতে যাওয়া ভারতীয় প্রতিনিধি দলে এক মহিলার উপস্থিতি বিশেষ নজর কেড়েছে। আফগানিস্তানে মহিলাদের সমস্ত অধিকার থেকে বঞ্চিত করে নারী সুরক্ষার কথা বলা তালিবানের কাছে এটা ভারত সরকারের একটি দৃষ্টান্ত বলে মনে করছে সারা বিশ্বের কূটনীতিকরা। ভারতে নারী শিক্ষা, নারীর ক্ষমতায়ন এবং দেশের সব ক্ষেত্রে মহিলাদের বিচরণ তালিবানদের কাছে শেখার বলেও অভিমত অনেকের। দীপ্তি ২০১১ সালে আইএফএস হিসেবে কাজে যোগ দেন। তিনি ভারতীয় প্রতিনিধি হিসেবে ইরানেও গিয়েছিলেন।
তালিবান আফগানিস্তানের দখল নেওয়ার পরে সেদেশ থেকে কার্যত বিচ্ছিন্ন হয়েছিল ভারত (India)। বৃহস্পতিবার, ঠিক সাড়ে ন’মাস বাদে কাবুলে পা রাখলেন ভারতীয় কূটনৈতিক কর্তারা। এখনই আফগান সরকারকে মান্যতা দেওয়া বা দ্বিপাক্ষিক সম্পর্কের পুনর্জাগরণ করা না হলেও, অন্তত দরজাটুকু খোলা হল বলেই অনুমান কূটনৈতিক মহলের।
আরও পড়ুন: বিদেশি মুদ্রার ভাঁড়ার শূন্য, শ্রীলঙ্কার মতোই দেউলিয়ার পথে পাকিস্তানও?
ভারতীয় প্রতিনিধি দল এদিন কাবুল পৌঁছে দেখা করেছে তালিবান বিদেশমন্ত্রী ওয়াকিল আহমেদ মুত্তাওয়াকিল-সহ কয়েক জন প্রতিনিধির সঙ্গে। চা-সহযোগে দু’পক্ষের আলোচনাও হয়েছে। এর পরে সে দেশের ভারতীয় প্রকল্পগুলি ঘুরে দেখেছেন তাঁরা। ভারতের অর্থ এবং উদ্যোগে নতুন করে তৈরি হওয়া হাবিবিয়া হাইস্কুলে গিয়ে ছাত্র, অভিভাবক এবং শিক্ষকদের সঙ্গে কথা বলেছেন।
ভারতীয় প্রতিনিধি দলের একাধিক ছবিতে দীপ্তিকে দেখা গিয়েছে। যদিও ছবিতে একমাত্র তিনিই মাস্ক পরেছিলেন, যা ইঙ্গিতবহ। ভারতের বিদেশমন্ত্রকের প্রকাশিত ছবিতে দীপ্তিকে দেখা গেলেও কাবুলের তালিবান শাসকদের তরফে প্রকাশিত কোনও ছবিতেই তাঁকে দেখা যায়নি।