ঘটনাটি ঘটেছে উত্তর আয়ারল্যান্ডের জেনিস ওয়ালস নামের এক মহিলার সঙ্গে।
প্রতীকী ছবি
মাধ্যম নিউজ ডেস্ক: ডোমিনোজের এক ইন্টারভিউতে করা হল এক আজব প্রশ্ন। আর তারপর থেকেই শুরু হয়েছে বিতর্ক। এই ঘটনাটি জানার পর অনেকেই এর তীব্র সমালোচনা করেছে। ঘটনাটি ঘটেছে উত্তর আয়ারল্যান্ডে। তবে কী এমন প্রশ্ন করা হয়েছিল যাকে নিয়ে বিতর্ক শুরু হয়েছে। শুধু বিতর্কতেই থেমে থাকেনি, ইন্টারভিউয়ারকে ক্ষতিপূরণ দিতে হয়েছে ৩.৭ লক্ষ টাকাও।
ঘটনাটি ঘটেছে উত্তর আয়ারল্যান্ডের জেনিস ওয়ালস (Janice Walsh) নামক এক মহিলার সঙ্গে। কাউন্টি টাইরোনের (County Tyrone) স্ট্রবেন (Strabane) নামক এলাকার ডোমিনোজের একটি শাখায় ড্রাইভার হিসেবে চাকরির ইন্টারভিউ দিতে গিয়েছিলেন ওই মহিলা। ইন্টারভিউ এর পরীক্ষায় তাকে কিছু উদ্ভট প্রশ্নের সম্মুখীন হতে হয়। তাঁকে জিজ্ঞেস করা হয় তাঁর বয়স কত। তখন স্বাভাবিকভাবেই জেনিস অবাক হয়েছিলেন। কারণ সাধারণত কোনও ইন্টারভিউ-এ বয়স জিজ্ঞেস করা হয় না। ইন্টারভিউ শেষে তিনি যখন দেখলেন, তিনি চাকরিটা পেলেন না। তখন তিনি খানিকটা বুঝতে পারলেন যে হয়তো তাঁর বয়সের জন্যই চাকরিটা তিনি পাননি। বয়সের ভিত্তিতে তাঁকে চাকরি না দেওয়ায়, এরপরেই জেনিস প্রথমে ফেসবুকে এই ব্যাপারে লেখেন। ক্রমশ ভাইরাল হতে থাকে তাঁর এই পোস্ট। এরপর তিনি শুধু সোশ্যাল মিডিয়াতেই থেমে থাকেননি বরং সবার সমর্থন পেয়ে তিনি আইনি পদক্ষেপও নেন। এরপর আর কি,ঘটনাটি ডোমিনোজের ব্র্যান্ড ভ্যালুতেও আঘাত করে।
আরও পড়ুন: সৎ ছেলেকে বিয়ে করলেন রুশ মহিলা, সংসারে আসতে চলেছে দ্বিতীয় সন্তান
তবে এখানেই শেষ নয়, এরপরেই চাকরি না পাওয়ার আসল কারণ জানতে পারলেন। তিনি সেই ডোমিনোজের শাখার এক কর্মচারীর সঙ্গে কথা বলার পর জানতে পারেন, এই কাজের জন্য ১৮ থেকে ৩০ বছর বয়সী ব্যক্তিরাই বেশি উপযুক্ত। তখন তিনি বুঝতে পারলেন বয়সের পাশাপাশি তাঁর মেয়ে হওয়ার জন্যও তিনি চাকরিটা পাননি। জেনিস সংবাদমাধ্যমে জানিয়েছেন, তিনি ভাবতে পারেননি যে, এই কারণও হতে পারে। তিনি বলেন,"আমি শুধুমাত্র পুরুষদের ড্রাইভার হিসাবে কাজ করতে দেখেছি এবং আমি মনে করি, একজন মহিলা হবার কারণে একজন ড্রাইভার পদের জন্য আমাকে চাকরির জন্য বেছে নেয়নি।"
এরপরেই জেনিস ইকুয়ালিটি কমিশনের কাছে পুরুষ- মহিলার মধ্যে ভেদাভেদ করার অভিযোগে ওই ডোমিনোজ শাখার মালিক জাস্টিন কুইর্কের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এরপর জাস্টিন এই ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন। ডোমিনোজ কর্তৃপক্ষ এই ব্যাপারে দুঃখ প্রকাশ করার পাশাপাশি জেনিসকে ৪০০০ পাউন্ড (ভারতীয় মুদ্রায় প্রায় ৩.৭ লক্ষ টাকা) ক্ষতিপূরণ দেওয়ার কথাও স্বীকার করেছে।