Art of Living: নিউইয়র্কে ‘বিশ্ব ধ্যান দিবস’ অনুষ্ঠিত হয় ২১ ডিসেম্বর, আর্ট অফ লিভিং-এর প্রতিষ্ঠাতা শ্রী শ্রী রবিশঙ্করের নেতৃত্বে বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন অনুষ্ঠানে
জাতি সঙ্ঘের দফতরে শ্রী শ্রী রবিশঙ্কর (সংগৃহীত ছবি)
মাধ্যম নিউজ ডেস্ক: গত ২১ ডিসেম্বরে নিউইয়র্কের রাষ্ট্রসঙ্ঘের দফতরে আয়োজিত হয় বিশ্ব ধ্যান দিবসের (World Meditation Day) অনুষ্ঠান। এই অনুষ্ঠানের নেতৃত্ব দেন ভারতের ধর্মীয় গুরু তথা আর্ট অফ লিভিং ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী রবিশঙ্কর। এই অনুষ্ঠান নতুন ৬টি রেকর্ড তৈরি করতে পেরেছে। প্রসঙ্গত, আর্ট অফ লিভিং-এর (Art of Living) এই অনুষ্ঠানে পৃথিবীজুড়ে ৮৫ লক্ষ মানুষ অংশগ্রহণ করেন (অনলাইন এবং অফলাইন এই দুই মাধ্যমে)। এত বিপুলসংখ্যক মানুষকে এর আগে কোনও ধ্যানের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে দেখা যায় নি। উদ্যোক্তারা জানিয়েছেন, ১৮০টি দেশের নাগরিকরা অংশগ্রহণ করেছেন এই অনুষ্ঠানে। এখানেও তৈরি হয়েছে নয়া রেকর্ড। প্রথম কোনও ধ্যানের (World Meditation Day) অনুষ্ঠানে এতগুলি দেশের মানুষ একসঙ্গে অংশগ্রহণ করেছেন। স্বাভাবিকভাবেই বিশ্ব ধ্যান দিবসের এই অনুষ্ঠান নাম তুলেছে- গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড, এশিয়া বুক অফ রেকর্ড এবং ওয়ার্ল্ড রেকর্ড ইউনিয়নে।
গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড
ইউটিউবে সবচেয়ে বেশি মানুষ লাইভ দেখেছেন এই ধ্যানের অনুষ্ঠান।
এশিয়া বুক অফ রেকর্ড
ভারতের প্রত্যেকটি অঙ্গরাজ্য থেকে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন বিশ্ব ধ্যান দিবসের ইভেন্টে।
সবচেয়ে বেশি সংখ্যক দেশের (১৮০টি দেশ) মানুষও বিশ্ব ধ্যান দিবসে অংশগ্রহণ করেন।
ওয়ার্ল্ড রেকর্ড ইউনিয়ন
অনুষ্ঠানের চব্বিশ ঘণ্টার মধ্যে ইউটিউবে সবথেকে বেশি দর্শক দেখেছেন এই ইভেন্ট (Art of Living)।
পৃথিবীর সবচেয়ে বেশি সংখ্যক মানুষ অনলাইন মেডিটেশনে অংশগ্রহণ করেছেন এই অনুষ্ঠানের মাধ্যমে।
অনুষ্ঠান (World Meditation Day) লাইভ চলাকালীন সবচেয়ে বেশি মানুষ এই ইভেন্টকে দেখেছেন ইউটিউবের মাধ্যমে।
প্রসঙ্গত, এই অনুষ্ঠান রবিশঙ্করের নেতৃত্বেই আয়োজিত হয় নিউইয়র্কে। অনুষ্ঠান শুরু করার আগে শ্রী শ্রী রবিশঙ্কর সংবাদমাধ্যমকে বলেন, ‘‘ধ্যান হল এমন একটি অনুশীলন যা প্রত্যেকটা মানুষের মধ্যে পরিবর্তন আনে এবং অতিরিক্ত চিন্তা দূর করে। একইসঙ্গে ধ্যানের মাধ্যমে আমরা বর্তমান মুহূর্তে অবস্থান করতে পারি। ধ্যান হল মনের একটা গভীর শান্ত অবস্থা।’’
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Whatsapp, Facebook, Twitter, Telegram এবং Google News পেজ।