img

Follow us on

Saturday, Jan 18, 2025

Wuhan: উহানের ল্যাবেই জন্ম হয়েছিল করোনা ভাইরাসের, নিশ্চিত করল এফবিআই

এই ভাইরাসকে চিনা ভাইরাস নামেও ডাকতে শুরু করেছিলেন...

img

প্রতীকী ছবি

  2023-03-01 12:33:39

মাধ্যম নিউজ ডেস্ক: অতিমারির আকার ধারণ করেছিল করোনা (Covid 19)। মারণ এই ভাইরাসের কারণে গোটা বিশ্বে প্রাণ হারিয়েছিলেন লক্ষ লক্ষ মানুষ। তবে এই ভাইরাসের উৎপত্তিস্থল ঠিক কোথায়, তা জানতে অনেক কাটাছেঁড়া হয়েছে। তার পরেও অবশ্য জানা যায়নি ঠিক কোথা থেকে ছড়িয়ে পড়েছিল মারণ এই ভাইরাস। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য প্রথম থেকেই চিনের দিকে (China) আঙুল তুলেছিলেন। এই ভাইরাসকে চিনা ভাইরাস নামেও ডাকতে শুরু করেছিলেন তিনি।

উহানের (Wuhan) ল্যাবেই...

তবে চিনের উহান (Wuhan) ল্যাব থেকেই যে তামাম বিশ্বে ছড়িয়ে পড়েছিল এই ভাইরাস, সে ব্যাপারে অভিযোগ উঠেছে নানা মহলে। এবার কার্যত সেই অভিযোগেই শিলমোহর দিল মার্কিন সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশান (FBI)। বুধবার এই সংস্থার ডিরেক্টর খ্রিস্টোফার রে নিশ্চিত করেন, চিনের উহান ল্যাব থেকেই ছড়িয়েছিল করোনা ভাইরাস। ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের তরফে এক ট্যুইট-বার্তায় জানানো হয়েছে, এফবিআই ডিরেক্টর খ্রিস্টোফার রে এ ব্যাপারে নিশ্চিত করেছেন যে চিনের উহান প্রদেশের একটি ল্যাব থেকেই ছড়িয়েছে করোনা ভাইরাস। ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের এই দাবির আগে একই দাবি করেছিল মার্কিন এনার্জি ডিপার্টমেন্টও। তারাও জানিয়েছিল, চিনা ল্যাবে একটি দুর্ঘটনার জেরেই সম্ভবত করোনা ভাইরাস অতিমারির আকার ধারণ করেছিল।

আরও পড়ুুন: অ্যাডিনো-আতঙ্ক! শিশুমৃত্যু ও স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা নিয়ে রাজ্যকে কটাক্ষ শুভেন্দুর

যদিও এর আগে করোনা সংক্রান্ত রিপোর্টে এনার্জি ডিপার্টমেন্টের উপসংহারে লেখা ছিল, কোভিড অতিমারির উৎস সম্পর্কে পুরোপুরি নিশ্চিত নয় তারা। তবে এনার্জি ডিপার্টমেন্টের এই রিপোর্টের আপডেট যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কারণ বিশ্বজুড়ে এই এনার্জি ডিপার্টমেন্টের উচ্চমানের একাধিক ল্যাব রয়েছে। সেখানে বায়োলজিক্যাল গবেষণা করে তারা। ২০২১ সালে এফবিআই-ও একটি রিপোর্টে জানিয়েছিল, সম্ভবত ল্যাবের (Wuhan) থেকেই গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে করোনা অতিমারির ভাইরাস। তবে ইচ্ছে করে এই ভাইরাস ছড়িয়ে দেওয়া হয়নি বলেই দাবি করা হয়েছে এফবিআই এবং এনার্জি ডিপার্টমেন্টের রিপোর্টে।

চিনের উহানে (Wuhan) একাধিক ল্যাবরেটরি রয়েছে। এর সিংহভাগই গড়ে উঠেছে ২০০২ সালে সার্সের পরে পরে। ওই বছর মহামারির আকার নিয়েছিল সার্স। এখানেই রয়েছে উহান ইনস্টিটিউট অফ ভাইরোলজি, দ্য চাইনিজ সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন এবং উহান ইনস্টিটিউট অফ বায়োলজিক্যাল প্রোডাক্টস। শেষের এই সংস্থায় তৈরি হয় ভ্যাকসিন।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Tags:

FBI

China

Corona

Bengali news

wuhan

covid 19 virus


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর