মাধ্য়ম নিউজ ডেস্ক: আইপিএল (Tata IPL 2022) প্রেমীদের জন্য খুশির খবর, ফিরছে এই মেগা টুর্নামেন্টের সমাপ্তি অনুষ্ঠান (IPL closing ceremony)। কোভিড সংক্রমণের (Covid-19) কারণে গত দু’বছর আইপিএল-এর উদ্বোধনী ও সমাপ্তি অনুষ্ঠান হয়নি। তবে এবার সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে থাকায় বিসিসিআই (BCCI) এই টুর্নামেন্টের সমাপ্তি অনুষ্ঠান আয়োজনে আগ্রহী। অনুষ্ঠান আয়োজনের জন্য দরপত্র আহ্বান করেছে বিসিসিআই।
আইপিএল ২০২২ (IPL 2022)-এর গ্রুপ পর্বের ম্যাচ হচ্ছে মহারাষ্ট্রে, সেখানে মুম্বই এবং পুনে হোস্ট শহর। কোভিড বিধিনিষেধের (Covid restrictions) কারণে সীমিত সংখ্যক দর্শককে স্টেডিয়ামে ঢোকার অনুমতি দেওয়া হয়েছে। প্লে অফ হওয়ার কথা রয়েছে কলকাতায়। আর ফাইনাল হবে আহমেদাবাদে। বর্তমানে প্রতিটি রাজ্যেই করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। সেকারণে টুর্নামেন্টের সমাপ্তি অনুষ্ঠান আয়োজনে উদ্যোগী হয়েছে বিসিসিআই।
সূত্রের খবর, অনুষ্ঠান মঞ্চস্থ করার জন্য স্বনামধন্য ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাগুলির কাছ থেকে দরপত্র আহ্বান করেছে বিসিসিআই। ২৫ এপ্রিল পর্যন্ত দরপত্র জমা দেওয়া যাবে। আহমেদাবাদের (Ahmedabad) নরেন্দ্র মোদি স্টেডিয়ামে (Narendra Modi stadium) আইপিএলের ফাইনাল (IPL final) হবে। সবকিছু ঠিকঠাক থাকলে সেখানেই হবে সমাপ্তি অনুষ্ঠান।
+ There are no comments
Add yours