IPL Auction 2023: আইপিএল মিনি নিলামে ফ্র্যাঞ্চাইজিদের মানতে হবে একগুচ্ছ নিয়ম, জানেন কী সেগুলি?

গতবারের তুলনায় ফ্র্যাঞ্চাইজিগুলি ৫ কোটি টাকা বেশি খরচ করতে পারবে। সেই অর্থ ইতিমধ্যেই দলগুলির অ্যাকাউন্টে জমা পড়েছে।
IPL-2022
IPL-2022

মাধ্যম নিউজ ডেস্ক: অপেক্ষা আর কিছুক্ষণের। কোচিতে দুপুর ২-৩০ মিনিট থেকে শুরু হবে আইপিএল নিলাম (IPL Auction 2023)। এক একজন ক্রিকেটারের জন্য কোটি কোটি টাকা দর হাঁকবেন ফ্র্যাঞ্চাইজিরা। নিলামে অংশ নিচ্ছেন ৪০৫ জন ক্রিকেটার। তার মধ্যে আবার বিদেশি ক্রিকেটারও রয়েছেন। যদিও ৮৭ জন ক্রিকেটারই বিক্রি হবেন নিলামে। তবে বেশ কিছু নিয়ম মেনেই নিলামে দর হাঁকতে হবে ফ্র্যাঞ্চাইজিগুলিকে।

নিয়মগুলির একঝলক


১) গতবারের তুলনায় ফ্র্যাঞ্চাইজিগুলি ৫ কোটি টাকা বেশি খরচ করতে পারবে। সেই অর্থ ইতিমধ্যেই দলগুলির অ্যাকাউন্টে জমা পড়েছে।
২) প্রত্যেক দলকে পার্চেস ব্যালেন্স অর্থাৎ ক্রয়মূল্যের ৭৫ শতাংশ অর্থ খরচ করতেই হবে।
৩) এবার কোনও নো রাইট টু ম্যাচ (আরটিএম) কার্ড থাকছে না।
৪) প্রত্যেক দলে ১৭-২৫ জন ভারতীয় ক্রিকেটার রাখা যাবে। তার বেশি যেমন নেওয়া যাবে না, তেমনি কম ক্রিকেটারও স্কোয়াডে রাখা যাবে না। আর বিদেশি ক্রিকেটার নিতে হবে ৮ জন। 
৫) কোনও ক্রিকেটার যদি নিলামে অবিক্রীত থেকে যায়, তাহলে পরে তাঁকে কেনা যাবে।

আরও পড়ুন: কুলদীপের বাদ পড়া নিয়ে ক্ষুব্ধ গাভাসকার! ১২বছর অপেক্ষার পর টেস্ট দলে উনাদকাট

দশটি দলের মধ্যে সবচেয়ে বেশি টাকা রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদের হাতে। আর সবচেয়ে কম টাকা নিয়ে আসরে নামছে কলকাতা নাইট রাইডার্সের কাছে।  কলকাতা নাইট রাইডার্সের কাজটা কঠিন। হাতে টাকা কম, কিন্তু চ্যালেঞ্জ কঠিন। নাইট রাইডার্সের রয়েছে ৭.০৫ কোটি টাকা। যার মধ্যে থেকে কিনতে হবে ১১জন ক্রিকেটার, তিন বিদেশি সহ। কলকাতা নাইট রাইডার্স মূলত জোর দেবে একজন বা দুজন ভালো টপ অর্ডার ব্যাটসম্যান নিতে। বিশেষ করে ওপেনার। সবচেয়ে বেশি দর কোন ক্রিকেটার পেতে পারেন, তা নিয়ে জল্পনা তুঙ্গে। তবে এই তালিকায় বিদেশি ক্রিকেটাররাই এগিয়ে থাকবেন বলে মনে করা হচ্ছে। ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস, স্যাম কারানের পাশাপাশি অস্ট্রেলিয়ার ডেভিড ক্যামেরনও ভালো দর পেতে পারেন। ভারতীয়দের মধ্যে মায়াঙ্ক আগরওয়ালের উপর নজর থাকবে। এছাড়া বাংলা থেকেও এবার নিলামে বেশ কিছু ক্রিকেটারের নাম রয়েছে।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles