মাধ্যম নিউজ ডেস্ক: আইপিএলের (IPL) বেটিংয়ে বড়সড় চক্রের হদিশ মিলল। আর এই ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেফতার করল বারাকপুরের নোয়াপাড়া থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম রোহিত সাউ, টি তারকেশ্বর রাও এবং রীতেশ সিং। রোহিতের বাড়ি খড়দার পিকে বিশ্বাস রোডে। তারকেশ্বরের বাড়ি টিটাগড়ের বাঁশ বাগান এলাকায়। আর রীতেশের বাড়ি টিটাগড়ের আরপি গুপ্তা পথ এলাকায়। ধৃতদের কাছে থেকে ৩ লক্ষ ৭৮ হাজার টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
ঠিক কী ঘটনা ঘটেছিল?
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, অন্যদিনের মতো সোমবার রাতে ঘোষপাড়া রোডে পুলিশ নাকা চেকিং করছিল। রাত আড়াইটে নাগাদ স্কুটিতে করে তিনজন বারাকপুরের দিক থেকে জগদ্দলের দিকে যাচ্ছিল। নোয়াপাড়া থানার পিনকল মোড়ে পুলিশ তাদের বাইক আটকায়। পুলিশি জেরায় সন্দেহ হওয়ায় তাদের স্কুটিতে তল্লাশি চালানো হয়। স্কুটির ডিকির ভিতর থেকে ৩ লক্ষ ৭৮ হাজার টাকা পুলিশ বাজেয়াপ্ত করে। জেরায় ধৃতরা জানায় আইপিএলে (IPL) বেটিংয়ের টাকা। যারা বেটিং জিতেছে তাদের কাছে টাকা পৌঁছে দেওয়ার জন্য তারা জগদ্দল যাচ্ছিল। এর আগেও তারা সোদপুর, খড়দা এলাকার চার-পাঁচটি জায়গায় টাকা পৌঁছে দিয়ে এসেছে। জগদ্দল যাওয়ার পথেই তারা ধরা পড়ে যায়।
কী বললেন পুলিশ কমিশনারেটের এক কর্তা?
বারাকপুর পুলিশ কমিশনারেটের এক আধিকারিক বলেন, ধৃতদের চারদিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। আইপিএলের (IPL) বেটিং কারবার চালানোর জন্য কোথায় অফিস ছিল, কারা কারা এর পিছনে রয়েছে সবকিছু তদন্ত করে দেখা হবে। সোদপুর, খড়দায় কাদের কাছে টাকা পৌঁছানো হয়েছে তা খতিয়ে দেখা হবে। আর জগদ্দলে যে ব্যক্তির কাছে টাকা পৌঁছানোর কথা ছিল তার খোঁজে আমরা তল্লাশি শুরু করেছি। এর পিছনে বিপুল পরিমাণ টাকার খেলা রয়েছে। বারাকপুর মহকুমার খড়দা, সোদপুর, জগদ্দলে যোগের আমরা হদিশ পেয়েছি। আর কোন কোন এলাকায় এই বেটিং চক্র ছড়িয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার সঙ্গে যে বা যারা জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।
+ There are no comments
Add yours