মাধ্যম নিউজ ডেস্ক: আপনি কি বেকারত্বে জ্বালায় ভুগছেন? টাকা-পয়সার অভাবে এখনও সংসারই পাতা হয়নি? তাহলে আপনার জন্য অপেক্ষা করছে এক সুবর্ণ সুযোগ। এই সুযোগ ইতালি যাওয়ার। এই আকর্ষণীয় অফারটির শুনলে আপনি না গিয়ে থাকতে পারবেন না। ইতালির একেবারে দক্ষিণ প্রান্তে উপস্থিত প্রেসিস নামক শহরে (Italian Town) বাড়ি কিনে তিন বছরের বেশি থাকলেই প্রশাসন আপনার হাতে তুলে দেবে ৩০ হাজার ইউরো, যা ভারতীয় মুদ্রায় প্রায় ২৫ লক্ষ টাকা!
আরও পড়ুন: ৩% কর্মী ছাঁটাই জোম্যাটোর, সংস্থা ছাড়লেন সহপ্রতিষ্ঠাতা
কেন এই বিশেষ সুযোগ?
এই শহরের জনসংখ্যা দ্রুত গতিতে কমছে। আর তাতেই কপালে ভাঁজ পড়েছে প্রশাসনের। জনসংখ্যা কমে যাওয়ার আশঙ্কা তৈরি হওয়াতেই সরকারের তরফে এমন একটি আকর্ষণীয় অফার চালু করা হয়েছে। তবে শর্ত হলো সেই শহরে যারা বাড়ি কিনবেন তাদের বয়স ৪০ বছরের বেশি হওয়া যাবে না। এছাড়াও অর্থনৈতিকভাবে নিজেকে স্বনির্ভর করতে একটি নতুন ব্যবসা শুরু করতে হবে। এছাড়াও যে বাড়িটি কিনবেন তা ১৯৯১ সালের আগে তৈরি হতে হবে।
প্রশাসনের তরফে জানানো হয়েছে, টাকাটা দুভাগে দেওয়া হবে। প্রথম ভাগটা দেওয়া হবে বাড়ি কেনার সময় আর শেষ ভাগটা দেওয়া হবে বাড়িতে যদি কোনও মেরামতির প্রয়োজন হয় সেই সময়। ২০১৯ সালে প্রেসিস এবং অ্যাকোয়ারিকা নামের দুটি শহরকে একসঙ্গে যোগ করা হয়। শহরগুলির আর্থিক পরিস্থিতির উন্নতির জন্যই এই পরিকল্পনা করা হয়েছে। উভয় শহরের মোট জনসংখ্যা মাত্র ৯ হাজার।
এই শহরে কেবল জনসংখ্যা বৃদ্ধির জন্যই প্রশাসনিক তরফে এমন কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশাসনিক আধিকারিকদের বিশ্বাস, এই সুযোগ মানুষ গ্রহণ করবে এবং এই শহরের জনসংখ্যা কমে যাওয়ার আশঙ্কা রোধ করা সম্ভব হবে। এছাড়াও বলা হয়েছে নতুন ব্যবসা শুরু করলে করের উপর বিশেষ ছাড়ও দেওয়া হবে। এমনকি সন্তানের জন্ম দিলেও বিশেষ বোনাসের ব্যবস্থা রয়েছে সেখানে।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।
+ There are no comments
Add yours