Joyalukkas: জনপ্রিয় সংস্থা জয়লুক্কাস থেকে ৩০৫.৮৪ কোটি টাকার গয়না বাজেয়াপ্ত করল ইডি

এই সংস্থাটির মূল বাজার দক্ষিণ ভারতে হলেও গত কয়েক বছরে উত্তর ও পশ্চিম ভারতের একাধিক রাজ্যেও তাদের শোরুম তৈরি করেছিল
jay
jay

মাধ্যম নিউজ ডেস্ক: এবার গয়না সংস্থায় হানা দিল ইডি। শুক্রবার জয়ালুক্কাস (Joyalukkas) নামে ওই সংস্থা থেকে ৩০৫.৮৪ কোটি টাকার গয়না বাজেয়াপ্ত করল পুলিশ। সংস্থার ৫ টি অফিসে তল্লাশি চালানো হয়েছিল দিনকয়েক আগে। সংস্থার বিরুদ্ধে অভিযোগ, ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট লঙ্ঘন করা হয়েছে। অভিযোগ বিপুল পরিমানে হাওলার টাকা দুবাই হয়ে ভারতে এসেছে এবং এর পুরোটাই বিনিয়োগ করা হয়েছে এই জয়লুক্কাসে (Joyalukkas)। দেশ থেকে বিপুল পরিমাণ টাকা হাওয়ালার মাধ্যমে দুবাইতে পাচার করার অভিযোগে জয়লুক্কাস ভার্গিসের মালিকানাধীন সংস্থার বিশেষ তদন্ত শুরু করেছিল ইডি। ওই তদন্তের কারণে গত মঙ্গলবার আচমকাই শেয়ারবাজার থেকে ২ হাজার ৩০০ কোটি টাকার আইপিও প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় সংস্থাটি। যদিও কী কারণে আচমকা ওই সিদ্ধান্ত নেওয়া হলো তা খোলসা করেনি গয়না ব্যবসায়ের সঙ্গে জড়িত সংস্থাটির শীর্ষ আধিকারিকরা।

জয়লুক্কাসের আরও সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি 

এগুলি ছাড়াও ইডি আরও বেশ কিছু সম্পত্তি তাদের বাজেয়াপ্ত করেছে, যেমন ৩৩টি অস্থাবর সম্পত্তি রয়েছে তার মধ্যে যার বর্তমান বাজার মূল্য ৮১.৫৪ কোটি টাকা। ত্রিসুরের শোভা সিটির একটি আবাসনও রয়েছে তার মধ্যে। কেন্দ্রীয় এজেন্সিটি তার বিবৃতিতে জানিয়েছে, জয়াল্লুকাসের ৩৩টি অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। যার আর্থিক মূল্য ৮১ কোটি ৫৪ লক্ষ টাকা। এই সবকটি সম্পত্তিই ত্রিচূড়ের শোভা সিটিতে। তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিজ করা হয়েছে। এই তিনটি অ্যাকাউন্টে ৯১.২২ কোটি, ৫.৮৫ কোটি এবং ২১৭.৮১ কোটি টাকা। প্রসঙ্গত দেশের ৬৮টি শহরে জয়লুক্কাসের (Joyalukkas) শোরুম রয়েছে।

চোরা পথে সোনা আনার অভিযোগ রয়েছে সংস্থার বিরুদ্ধে

এই সংস্থাটির মূল বাজার দক্ষিণ ভারতে হলেও গত কয়েক বছরে উত্তর ও পশ্চিম ভারতের একাধিক রাজ্যেও তাদের শোরুম তৈরি করেছিল। ইডি সূত্রে জানা গিয়েছে, জয়াল্লুকাসের প্রতিপত্তি যেভাবে বেড়েছে তা চোখে লাগার মতোই। দুবাই থেকে সোনা চোরা পথে এদেশে নিয়ে আসার অভিযোগও রয়েছে।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

 

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles