মাধ্যম নিউজ ডেস্ক: দুর্নীতি মামলার তদন্তে সিবিআই- এর ভূমিকা নিয়ে এবার হতাশার সুর শোনা গেল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Ganguly) গলায়। শুক্রবার নিয়োগ দুর্নীতি মামলায় বাগদার চন্দন মণ্ডল ওরফে সৎ রঞ্জনকে গ্রেফতার করেছে সিবিআই। বাগদার রঞ্জনের কথা প্রথম সামনে এনেছিলেন প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাস। গত বছর জুলাই মাসে বিচারপতি জানতে চেয়েছিলেন চন্দনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে কি না। তারপরেও কেটে গিয়েছে বহু দিন। এতদিন পরে শুক্রবার সেই চন্দনকে গ্রেফতার করেছে সিবিআই। কিন্তু সে কথা শুনেও খুশি হন নি বিচারপতি গঙ্গোপাধ্যায়। বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, "সৎ রঞ্জন গ্রেফতার হয়ে কী হবে? কিছুই হবে না। সাত মাস চুপ করে বসে ছিলেন। এখন কী হবে?"
কী জানা গেল?
প্রসঙ্গত, গত বছর উপেন বিশ্বাস মুখবন্ধ খামে কিছু তথ্য তুলে দেন আদালতের কাছে। উপেন বিশ্বাসের দেওয়া সেই নোটের ওপর ভিত্তি করে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly)। তিনি জানিয়েছিলেন, বৃহত্তর ষড়যন্ত্রের ইঙ্গিত রয়েছে ওই নোটে।
আরও পড়ুন: ‘ডিএ দিতে পারবেন না...আপদ বিদায় হলেই মানুষের মঙ্গল’, মমতাকে কটাক্ষ সুকান্তর
এবার এ বিষয়ে মুখ খুললেন উপেন বিশ্বাস। উপেন বিশ্বাস এদিন বলেন, "কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly) আমাকে ডেকে জানতে চেয়েছিলেন, সিবিআই কীভাবে এত বড় দুর্নীতির তদন্ত করবে? সেই সময় আমি বিচারপতিকে সব জানিয়েছিলাম। এরপর সিবিআইয়ের তদন্তকারী অফিসার একবারই আমার সঙ্গে কথা বলেন। তারপর থেকে আজ পর্যন্ত আর কেউ আমার সঙ্গে যোগাযোগ করেননি।"
বিচারপতি গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly) বারবার সিবিআই তদন্তের গতি-প্রকৃতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। উপেন বিশ্বাসের দাবি, যখনই কোর্ট অসন্তোষ প্রকাশ করেছে তখনই দেখা গিয়েছে সিবিআই কাউকে না কাউকে গ্রেফতার করেছে। কিন্তু তাতে এটা প্রমাণিত হয় না যে, সিবিআই কাজ করছে।
সিবিআইয়ের যুগ্ম অধিকর্তা থাকাকালীন উপেন বিশ্বাস বহু ঘটনার তদন্ত করেন। তাঁর হাতেই গ্রেফতার হয়েছিলেন পশুখাদ্য কেলেঙ্কারিতে অভিযুক্ত বিহারের মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।
+ There are no comments
Add yours