মাধ্যম নিউজ ডেস্ক: হাতে আর মাত্র ৩৬ ঘণ্টা। তার পরেই শুরু হবে অযোধ্যায় রামলালার প্রাণপ্রতিষ্ঠার অনুষ্ঠান। তার আগে শনিবার অযোধ্যায় ধরা পড়ল নিষিদ্ধ জঙ্গি সংগঠন শিখ ফর জাস্টিসের তিন জঙ্গি (Khalistani Terrorist)। গুরুপন্ত সিং পান্নুনের সংগঠনের ওই জঙ্গিদের গ্রেফতার করেছে উত্তরপ্রদেশ অ্যান্টি-টেররিজম স্কোয়াড।
শিখ ফর জাস্টিসের ঝান্ডা ওড়ানোর ছক
জানা গিয়েছে, ধৃত তিন জঙ্গি রাম মন্দির উদ্বোধনের দিন শিখ ফর জাস্টিসের ঝান্ডা ওড়ানোর ছক কষেছিল। পৃথক খালিস্তানের দাবিতে স্লোগান দেওয়ার পরিকল্পনাও কষেছিল ভারতে নিষিদ্ধ ওই জঙ্গি সংগঠনের তিন সদস্য। এদিন যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে তারা হল, শঙ্করলাল দুষাদ ওরফে জাজোদ, অজিত কুমার ও প্রদীপ পুনিয়া। এই তিনজনকে গ্রেফতার করার পরে পরেই অডিও-বার্তায় পান্নুন জানিয়েছে, যাদের গ্রেফতার করা হয়েছে তারা প্রত্যেকেই তার সংগঠনের সদস্য। পান্নুনের দাবি খতিয়ে দেখতে শুরু হয়েছে তদন্ত।
জঙ্গি দমন শাখার অভিযান
২২ জানুয়ারি, সোমবার উদ্বোধন হবে রাম মন্দিরের। দেশ-বিদেশের সাত হাজার আমন্ত্রিত উপস্থিত থাকবেন অযোধ্যায়। এঁদের মধ্যে তিন হাজার জনই ভিভিআইপি। প্রত্যাশিতভাবেই কড়া নিরাপত্তার বলয়ে ঘিরে ফেলা হয়েছে গোটা অযোধ্যা শহর। শিখ ফর জাস্টিসের ঝান্ডা ওড়ানোর ছকচালাচ্ছে উত্তরপ্রদেশ জঙ্গি দমন শাখা। এই অভিযানেই গ্রেফতার হয় পান্নুনের সংগঠন শিখ ফর জাস্টিসের (Khalistani Terrorist) তিন সদস্য। উত্তরপ্রদেশ জঙ্গি দমন শাখার পুলিশের ডিরেক্টর জেনারেল (আইন-শৃঙ্খলা) প্রশান্ত কুমার বলেন, “গোয়েন্দা মারফত খবর পেয়ে তল্লাশি অভিযান চালানো হয়। এই সময় অযোধ্যায় সন্দেহজনক একটি গাড়ি দেখতে পাওয়া যায়। সাদা রংয়ের স্করপিও গাড়িটি ত্রিমূর্তি হোটেলে যাওয়ার আগে অযোধ্যার সংবেদনশীল বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করেছিল।”
আরও পড়ুুন: গর্ভগৃহের বেদিতে বসানো রামলালার মূর্তির মধ্যে রয়েছে বিষ্ণুর দশাবতার
পরে গ্রেফতার করা হয় তাদের। পুলিশি জেরায় ধৃতেরা জানিয়েছে, তারা শিখ ফর জাস্টিসের সদস্য। পুলিশ সূত্রে খবর, শঙ্করলাল একজন দাগি আসামি। বিকানিরে তার বিরুদ্ধে দুটি খুনের মামলা দায়ের হয়েছে।জানা গিয়েছে, পান্নুনের সংগঠনের তিন ষড়যন্ত্রী খালিস্তানপন্থী হরমিন্দর সিং ওরফে লান্ডার কাছ থেকে অযোধ্যায় গিয়ে রেইকি করার নির্দেশ পেয়েছিল। হরমিন্দরকে এই নির্দেশ দিয়েছিল পান্নুন। ধৃতদের অযোধ্যার ম্যাপ পাঠানো হয়েছিল। সংগঠনের তরফে পরবর্তী নির্দেশের জন্য অপেক্ষা করছিল তারা। কেউ যাতে তাদের সন্দেহ করতে না পারে, তাই গাড়িতে তারা টাঙিয়ে দিয়েছিল রাম নাম লেখা ঝান্ডা (Khalistani Terrorist)।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।
+ There are no comments
Add yours