মাধ্যম নিউজ ডেস্ক: ফেব্রুয়ারি মাস শেষ না হতেই শহর থেকে উধাও শীত। ক্রমশই বেড়ে চলেছে দিন ও রাতের তাপমাত্রা। নতুন করে ঠান্ডা পরার সম্ভাবনা খুবই কম, আবহাওয়া দফতর সূত্রে খবর। ফেব্রুয়ারিতেই গরমে নাজেহাল অবস্থা রাজ্যবাসীর। জেলায় জেলায় তাপমাত্রার পারদ পাল্লা দিয়ে বাড়তে শুরু করেছে। আজ শহরে তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৪-৫ ডিগ্রি বেশি। অন্যদিকে, দেশজুড়েও ঊর্ধ্বমুখী পারদ। ৫৪ বছর পর রেকর্ড গরম দিল্লিতে। ফেব্রুয়ারি মাসে সর্বোচ্চ তাপমাত্রা রাজধানীতে।
কলকাতার আবহাওয়া
আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৯৫ শতাংশ। আজ মঙ্গলবার দিনের আকাশ রৌদ্রোজ্জ্বল থাকবে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ৩২ এবং ২১ ডিগ্রির আশেপাশে থাকবে।
মার্চেই ৪০ ডিগ্রি হতে পারে তাপমাত্রা!
আবহাওয়াবিদদের মতে, মার্চেই শহরের তাপমাত্রা পৌঁছে যেতে পারে ৪০ ডিগ্রির কোঠায়। এ প্রসঙ্গে এক আবহাওয়াবিদ বলেন, "ফেব্রুয়ারির শেষেই বঙ্গের তাপমাত্রা পৌঁছে যাবে ৩৫ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াসে। মার্চেও ভ্যাপসা গরম পড়বে রাজ্যে। তাপমাত্রা পৌঁছে যাবে ৪০ ডিগ্রি সেলসিয়াসে। তবে রাজ্যের আবহাওয়া মূলত শুষ্কই থাকবে। উল্লেখযোগ্যভাবে তাপমাত্রা বৃদ্ধি পাবে চলতি বছর।"
এছাড়াও জানা গিয়েছে, এবছর রাজ্য জুড়ে ব্যাপক গরম পড়বে। আবহাওয়াবিদদের আশঙ্কা, তার প্রভাব পড়তে পারে ফসল উৎপাদনেও। এমনকী খরাও দেখা দিতে পারে। আবহাওয়াবিদের অনুসারে, পশ্চিমবঙ্গে একটা মারাত্মক খরা সৃষ্টি হবে। রাজ্যের গ্রাউন্ড ওয়াটার লেভেল অর্থাৎ ভূগর্ভস্থ জলের মাত্রা অনেকটাই নীচে নেমে যাবে। দ্রুত তাপমাত্রা বৃদ্ধি পাবে। রাজ্যের বিভিন্ন প্রান্তে আর্সেনিকের প্রভাব পড়বে। কৃষিকাজেও ব্যাপক ক্ষতি হবে বাংলায়। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বাড়বে না ফলে দিল্লির মতই এবার কলকাতাও শুষ্ক হবে।
দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা একই রকম থাকলেও দিনের তাপমাত্রা আগামী দু-তিন দিনে সামান্য বাড়বে। অন্যদিকে, উত্তরবঙ্গে দার্জিলিং এবং কালিম্পং-এ বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তবে উত্তরবঙ্গের বাকি জেলাতে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
+ There are no comments
Add yours