মাধ্যম নিউজ ডেস্ক: গোলরক্ষকের শট মারলেন। বল বিপক্ষের (I League 2023-24) ফুটবলারের কাছে গেলেও কখনই তা মাটি ছুঁল না। তা জড়িয়ে গেল বিপক্ষের গোলপোস্টের জালে। আইলিগে এমন গোল দেখে ফুটবল ভক্তরা মুগ্ধ। রবিবারই ছিল রিয়াল কাশ্মীর বনাম চার্চিল ব্রাদার্সের ম্যাচ। এই ম্যাচে গোলটি করেন নোহিয়ার ক্রিজো। গতকাল গোয়ার তিলক ময়দান স্টেডিয়ামে হোম টিম চার্চিল ব্রাদার্স এফসি মুখোমুখি হয় রিয়াল কাশ্মীর এফসি-র।
পরাস্ত চার্চিল ব্রাদার্স
রবিবার রিয়াল কাশ্মীর ২-০ গোলে হারিয়ে দেয় চার্চিল ব্রাদার্সকে (I League 2023-24)। ম্যাচের ৬৬ মিনিটের মাথায় কাশ্মীরের হয়ে গোল করেন ইভোরি কোস্টের ক্রিজো। খ্যাতনামা ফুটবলার দিদিয়ার দ্রোগবার দেশের ফুটবলার ক্রিজো প্রায় মাঝ মাঠ থেকে ভলিতে বল জালে জড়িয়ে দেন। যে চার্চিলের রক্ষণ ভাঙতে একটা সময় বেশ বেগ পেতে হচ্ছিল কাশ্মীরকে। তাদের বিরুদ্ধেই ১-০ গোলে এগিয়ে যায় কাশ্মীর।
Real Kashmir FC's Gnohere Krizo with the Goal Of The Season! 🔥#IndianFootball #ILeague #GoalOfTheSeason
— TechnoSports (@TechnoSports_in) February 18, 2024
pic.twitter.com/7RQqPdNmcQ
ক্রিজোর গোলের শুরুর শট করেছিলেন কাশ্মীরের গোলরক্ষক শাবির খান
ক্রিজোর গোলের শুরুর শট করেছিলেন কাশ্মীরের গোলরক্ষক শাবির খান। কিক নিয়েছিলেন তিনি। সেই শটের (I League 2023-24) বল পৌঁছে যায় চার্চিলের এক ফুটবলারের কাছে। তা ফিরতি হেড করেন কাশ্মীরের এক ফুটবলার। সেই বলকে আর মাটিতে পড়তে দেননি ক্রিজো। গোলের দিকে পিছন করে থাকা অবস্থায় বল ধরে ঘুরে গিয়ে গোলে শট মারেন তিনি। চার্চিলের গোলরক্ষক লাফিয়েও বলের নাগাল পাননি। তখন উচ্ছ্বাসে মেতে ওঠেন কাশ্মীরের খেলোয়াড়রা। এদিনের জয়ের ফলে আইলিগে দ্বিতীয় স্থানে উঠে এল রিয়াল কাশ্মীর। ১৪ ম্যাচে ২৬ পয়েন্ট তাদের। এই মুহূর্তে শীর্ষে রয়েছে মহমেডান। ১৫ ম্যাচে ৩৪ পয়েন্ট রয়েছে ক্লাবের।
আরও পড়ুন: বিষ্ণুর দশম অবতার! কল্কি ধাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।
+ There are no comments
Add yours