BJP: বিজেপির প্রতি আনুগত্য! ভোট না দেওয়ার বার্তা নিয়ে প্রচারে নির্দল প্রার্থী

East Medinipur: "আমাকে ভোট দেবেন না", বলছেন নির্দল প্রার্থী। কেন জানেন?
BJP_(46)
BJP_(46)

মাধ্যম নিউজ ডেস্ক: "আমায় ভোট দেবেন না"। এই বার্তা দিয়ে প্রচার করছেন পূর্ব মেদিনীপুরের কোলাঘাট পঞ্চায়েত সমিতির ২৩ নম্বর আসনের নির্দল প্রার্থী মদনকুমার মণ্ডল। রীতিমতো এলাকায় ফ্লেক্স টাঙিয়ে তিনি প্রচার করছেন। নিজেকে ভোট না দেওয়ার পাশাপাশি বিজেপি (BJP) প্রার্থীদের ভোট দেওয়ার জন্য তিনি অনুরোধ করেছেন। রাজ্যে শাসক দলের টিকিট না পেয়ে বহু তৃণমূল কর্মী নির্দল প্রতীকে দাঁড়িয়েছেন। তৃণমূলকে হারানোর জন্য নির্দলরা রীতিমতো উঠেপড়ে লেগেছেন। জেলায় জেলায় তৃণমূল-নির্দলদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সেখানে নির্দল প্রার্থীর এই উদ্যোগকে গেরুয়া শিবির কুর্ণিশ জানিয়েছে।

ফ্লেক্সে এভাবে প্রচার নিয়ে কী বললেন নির্দল প্রার্থী?

বিজেপি সূত্রে জানা গিয়েছে, মদনবাবু দীর্ঘদিনের বিজেপি (BJP) কর্মী। কোলাঘাট মণ্ডল ৪ এর সাধারণ সম্পাদক পদেও ছিলেন তিনি। মনোনয়নপত্র পার্টির অনুমতি নিয়েই জমা করেন তিনি। তবে, শেষ মুহূর্তে অজ্ঞাত কোনও কারণে দলের টিকিট তিনি পাননি। সেই জায়গায় কোলাঘাট পঞ্চায়েত সমিতির ২৩ নম্বর সিটে বিজেপির টিকিট পান বিশ্বজিৎ মণ্ডল। তবে, এই ঘটনার পরই মদনবাবু নির্দল প্রার্থী হিসেবে বিবেচিত হন। মদনবাবু বলেন, শেষ মুহূর্তে মনোনয়নপত্র প্রত্যাহার করার সুযোগ হয়নি আমার। পাশাপাশি টোটো চিহ্নে নির্দল প্রার্থী হিসেবে বিবেচিত হই। কোলাঘাটের কুশাড়, যোগীবেড়, পয়াগ, ধর্মবেড়, ক্ষেত্রহাট, পারুলিয়া ও পাথুরিয়া বুথ এলাকায় ফ্লেক্স টাঙিয়ে আমাকে ভোট না দেওয়ার অনুরোধ করছি। তিনি ফ্লেক্সের মাধ্যমে এই বার্তাই দিচ্ছেন, তাঁকে যেন ভোট না দেওয়া হয়। তিনি বলেন, আমি বিজেপিতে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব। 

কী বললেন বিজেপি (BJP) নেতৃত্ব?

মদনবাবুর এই অভিনব উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিজেপির কোলাঘাট ব্লক কনভেনর তথা বিজেপির (BJP) জেলা সহ সভাপতি তুষার দোলই। তিনি বলেন, মদনবাবু দলের সক্রিয় কর্মী। তিনি দলের স্বার্থে যে ভাবে বিজেপিকে ভোট দেওয়ার জন্য আবেদন জানিয়েছেন তা প্রশংসার যোগ্য। তিনি দলের অন্য কর্মীদের কাছে কার্যত উদাহরণ হয়ে উঠেছেন।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles