মাধ্যম নিউজ ডেস্ক: বকেয়া ডিএ যে মিলবে না, ডিএ (DA Hike) দিতে রাজ্য যে অপারগ তা এক প্রকার স্বীকার করে নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর কথায় স্পষ্ট, দান-খয়রাতি করেই সরকারি কোষাগার ফাঁকা হয়ে গিয়েছে। ডিএ না দেওয়ার সমর্থনে তাঁর অদ্ভুত যুক্তি, এত ছুটি দেওয়া হচ্ছে। ডিএ দেওয়াটা তাঁর ঐচ্ছিক বিষয়। শুধু তাই নয় তিনি বলেন যে, কর্মীদের আপত্তি রয়েছে তাঁরা কেন্দ্রের চাকরি করতে চলে যেতে পারেন।
কী বললেন মুখ্যমন্ত্রী
বকেয়া মহার্ঘ ভাতার (DA Hike) দাবিতে রাজ্যজুড়ে বিক্ষোভ করছে সরকারী কর্মচারীরা। তাঁদের দাবি কেন্দ্রীয় কর্মচারীরা প্রতিবছর ডিএ পাচ্ছে কিন্তু তাঁরা বঞ্চিত। কিন্তু কর্মীদের এই দাবি মানতে নারাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যে মুখ্যমন্ত্রী সারাক্ষণ মুখে বঞ্চনার বুলি আওড়ান, সেই তিনি কর্মীদের হকের ডিএ না দিয়ে নিজের রাজ্যের হাজার হাজার সরকারি কর্মচারীদের বঞ্চিত করছেন। বকেয়া মহার্ঘ ভাতা না দিয়ে তাঁর উল্টো যুক্তি, ‘মনে রাখুন কেন্দ্রীয় সরকার ৩-৪ দিন ছুটি দেয়। আর আমরা ৪০-৪৫ দিন ছুটি দিই। এই গুলো মাথায় রাখবেন।'
আরও পড়ুন: “সিএএ দেশের আইন, বাংলায় লাগু করবই”, ধর্মতলার সভা থেকে শাহি-বার্তা
ডিএ বাধ্যতামূলক নয়
দীর্ঘদিন ধরেই কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার (DA Hike) দাবিতে আন্দোলন করছেন রাজ্য সরকারি কর্মীরা। চলতি অর্থবর্ষে তাঁদের ডিএ তিন শতাংশ বৃদ্ধি করার কথা ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কিন্তু, তাতেও ক্ষোভ প্রশমিত হয়নি, আরও জোরাল হয় আন্দোলন। সেই প্রসঙ্গে বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধায়ের দাবি,'ডিএ বাধ্যতামূলক নয়, ঐচ্ছিক বিষয়।' তিনি বলেন, 'কেন্দ্রের কর্মীরা তাদের কাঠামো অনুযায়ী চলে। সেই অনুযায়ী বেতন বা ডিএ পায়। রাজ্য সরকারি কর্মীদের কারও যদি কোনও আপত্তি থাকে সেক্ষেত্রে গিয়ে কেন্দ্র সরকারি চাকরিতে যোগদান করুক। কাউকে বাধা দেওয়া হয়নি। আমরা কাউকে আটকায়নি।'
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।
+ There are no comments
Add yours