Match Fixing in Football: ম্যাচ গড়াপেটার ছায়া ভারতীয় ফুটবলে! তদন্তে সিবিআই

অভিযোগ, ৫টি ভারতীয় ক্লাবে এক ম্যাচ ফিক্সার বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করেছে। পাঁচটি ক্লাবই আই-লিগে খেলেছে বলে জানা গিয়েছে।
addbc3d05e
addbc3d05e

মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বকাপ জ্বরে কাঁপছে কাতার থেকে কলকাতা। উন্মাদনায় ভাসছে ফুটবল প্রেমীর দল, তখনই খারাপ খবর। ভারতীয় ফুটবলের ম্যাচ গড়াপেটার (Match Fixing) কালো ছায়া! এর জেরে পাঁচ ভারতীয় ক্লাবের বিরুদ্ধে তদন্তে নেমেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। আন্তর্জাতিক ক্ষেত্রের নামী বেটিং সংস্থার তরফে মোটা অঙ্কের টাকা নিয়ে ঘুরপথে গড়াপেটাতে বিনিয়োগ করা হয়েছে বলে অভিযোগ।

কী অভিযোগ

ভারতীয় ফুটবলের একটি ম্যাচে গড়াপেটার (Match Fixing) হয়েছে বলে অভিযোগ। আরও অভিযোগ, ৫টি ক্লাবে এক ম্যাচ ফিক্সার বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করেছে। এরই তদন্ত চালাচ্ছে সিবিআই। তদন্তকারীরা এআইএফএফের সদর দফতরে গিয়ে নথি সংগ্রহও করেছেন। সূত্রের খবর,এই তদন্তে যেই ব্যক্তির নাম উঠে এসেছে সে আগে আরও একাধিকবার গড়াপেটা করেছে বলে অভিযোগ। সিঙ্গাপুরের উইলসন রাজ পেরুমল ১৯৯৫ সালে ম্যাচ গড়াপেটার জন্য তার জেল হয়েছিল। ছাড়া পেয়ে ফের তিনি ম্যাচ গড়াপেটার কাজ শুরু করেন। এবার তার নজরে ভারত।  অতীতে অলিম্পিক্স, বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী ম্যাচ, মহিলাদের বিশ্বকাপ, কনকাফ গোল্ড কাপ ও আফ্রিকান নেশানস কাপে ম্যাচ গড়াপেটা করেছে পেরুমল। এই প্রসঙ্গে এআইএফএফ সচিব শাজি প্রভাকরণ বলেন, “ফুটবলে এধরনের কোনও অপরাধমূলক কাজকে প্রশ্রয় দেয় না ফেডারেশন। আমরা সিবিআইকে তদন্তে পূর্ণ সহায়তা করব। যে ক্লাবগুলির নাম জড়িয়েছে, তাদেরও তদন্তে সাহায্যের আরজি জানানো হয়েছে।” যে সমস্ত কোম্পানি ফুটবলার ও টেকনিক্যাল স্টাফ নিয়োগের সঙ্গে যুক্ত, তাদের পাশাপাশি আর কোন এজেন্সি, স্পনসরশিপের সঙ্গে যুক্ত ছিল ক্লাবগুলি, তার বিস্তারিত তথ্য চেয়ে প্রতিটি ক্লাবকে আলাদা করে চিঠিও পাঠিয়েছে সিবিআই। 

আরও পড়ুন: বিশ্ব-ফুটবলের যুদ্ধ কাতার ছাড়িয়ে কলকাতাতে! শহরের রাস্তায় প্রিয় তারকাদের ছবি

অভিযুক্ত ইন্ডিয়ান অ্যারোজ

কোন কোন ক্লাবের নাম গড়াপেটার (Match Fixing)সঙ্গে জড়িয়েছে, তা বিস্তারিত জানানো হয়নি। তবে পাঁচটি ক্লাবই আই-লিগে খেলেছে বলে জানা গিয়েছে। যার মধ্যে রয়েছে আই লিগের প্রাক্তন ক্লাব ইন্ডিয়ান অ্যারোজও। ভারতীয় ফুটবলে ম্যাচ গড়াপেটার অভিযোগ নতুন না হলেও কীভাবে ইন্ডিয়ান অ্যারোজ সন্দেহের তালিকায় পড়ল সেটাই অবাক করছে অনেককে। কেন না, এটি এআইএফএফের দল, ওড়িশা সরকারও এই দল চালাতে অর্থ দিতো। চার বছর ধরে এখানে কোনও বিদেশি প্লেয়ার বা সাপোর্ট স্টাফও ছিল না। তবে এই দলের সঙ্গে যুক্ত কারও মাধ্যমেই সন্দেহজনক কিছু ঘটে থাকতে পারে বলে মনে করা হচ্ছে।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles