মাধ্যম নিউজ ডেস্ক: এপ্রিলের মাঝামাঝি রাজ্যজুড়ে তাপপ্রবাহে হাঁসফাঁস অবস্থা হয়েছিল পশ্চিমবঙ্গবাসীর। সে সময় স্কুল-কলেজ বন্ধ রাখতে হয়েছিল। রাস্তায় নামলে দেখা মিলছিল না বাসেরও। পরবর্তীকালে মাঝেমধ্যে বৃষ্টিতে খানিকটা স্বস্তি মিললেও অস্বস্তিকর গরম থেকে রেহাই পাওয়া যাচ্ছে না। স্বাভাবিক নিয়ম অনুযায়ী জুন মাসেই বর্ষার আগমন ঘটে দেশ সমেত পশ্চিমবঙ্গে। বর্ষা (Monsoon 2023) কবে ঢুকবে রাজ্যে? তার পূর্বাভাস দিল মৌসম ভবন। হাওয়া অফিস বলছে, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৪ জুন কেরলে বর্ষা ঢুকতে পারে। অন্যদিকে রাজ্যে বর্ষা আসার স্বাভাবিক সময় ১০ জুন। তবে রাজ্যে বর্ষা কবে ঢুকবে, তা এখনও জানায়নি হাওয়া অফিস। মনে করা হচ্ছে, কেরলে বর্ষা ঢুকতে যদিও বিলম্ব হয়, তার প্রভাব পশ্চিমবঙ্গে নাও পড়তে পারে। যদিও সবকিছুই নির্ভর করছে আগামী দিনে আবহাওয়ার গতিপ্রকৃতির উপর।
আরও পড়ুন: কালিয়াগঞ্জের সেই নিহত নাবালিকা পাশ করল উচ্চ মাধ্যমিকে, হল না স্বপ্ন পূরণ
কী বলছে হাওয়া অফিস?
হাওয়া অফিস জানাচ্ছে, আগামী দু দিনের মধ্যে দেশে বর্ষা আগমনের অনুকূল পরিস্থিতি তৈরি হবে। এই সময় দক্ষিণ ভারতের কিছু এলাকা, উত্তর-পশ্চিম ভারত, উত্তর-পূর্ব ভারতের কিছু বিচ্ছিন্ন অংশ বাদ দিয়ে সারা দেশের বেশিরভাগ অংশেই স্বাভাবিক বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
গত কয়েক বছরে বর্ষার (Monsoon 2023) আগমন
পরিসংখ্যান বলছে, দেশে বর্ষা ঢোকার স্বাভাবিক সময় ৪ জুন হলেও ২০১৮ এবং ২০২২ সালে নির্ধারিত সময়ের আগেই বর্ষা এসেছিল। ওই দুই বছরে বর্ষা ঢুকেছিল ২৯ মে। অর্থাৎ ৬ দিন আগেই। ২০১৯ এ নির্দিষ্ট সময়ের কয়েক দিন পরে বর্ষা প্রবেশ করেছিল। কেরলে সালে বর্ষা ঢুকেছিল ৮ জুন, অর্থাৎ স্বাভাবিক সময়ের চার দিন পরে। আবার ২০২০ সালে বর্ষা ১ জুন ঢুকেছিল। ২০২১ সালে দেশে বর্ষা ঢুকেছিল ৩ জুন।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।
+ There are no comments
Add yours