মাধ্যম নিউজ ডেস্ক: সম্প্রতি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তথা আরএসএস (RSS) প্রধান মোহন ভাগবতকে (Mohan Bhagwat) ‘রাষ্ট্র পিতা’ বলে সম্বোধন করেছিলেন অখিল ভারত ইমাম সংগঠন প্রধান উমর আহমেদ ইলিয়াসী (Umar Ahmed Ilyasi)। আর এরপর থেকেন খুনের হুমকি আসছে তাঁর কাছে। এমনটাই অভিযোগ করেছেন খোদ ইমাম প্রধান। ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দেশজুড়ে।
কিছুদিন আগেই দিল্লির কস্তুরবা গান্ধী মার্গে একটি মসজিদে উমর আহমেদ ইলিয়াসীর সঙ্গে দেখা করতে আসেন আরএসএস প্রধান মোহন ভাগবত। এরপর একটি মাদ্রাসাতেও যান তিনি। এই সাক্ষাতের পরেই মোহন ভাগবতকে ‘রাষ্ট্র পিতা’ বলে সম্মোধন করেন ইলিয়াসী।
আরও পড়ুন: মোহন ভাগবতের সঙ্গে মুসলিম সম্প্রদায়ের আলোচনা কতটা তাৎপর্যের?
ইলিয়াসী বলেন, "মোহন ভাগবত যে সকল কাজ করে চলেছেন, তা প্রশংসনীয়। আমাদের সমাজে তাঁর কাজ ভালো বার্তা দেবে। প্রত্যেকের ভগবানের প্রতি উপাসনা আলাদা। তবে আমার মনে হয়, সবচেয়ে বড় ধর্ম হলো মানবতার। দেশ সবার আগে।"
আরও পড়ুন: নিশানা ছিল আরএসএস হেডকোয়ার্টার! আত্মঘাতী জঙ্গি নিয়োগ করেছিল পিএফআই?
অভিযোগ গত ২৩ শে সেপ্টেম্বর ইংল্যান্ড থেকে একটি হুমকি ফোন আসে ইলিয়াসীর কাছে। সেই ফোনে তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। মোহন ভাগবতকে ‘রাষ্ট্র পিতা’ বলার কারণেই এই হুমকি দেওয়া হয়েছে বলে দাবি করেছেন ইলিয়াসী।
আরও পড়ুন: তামিলনাড়ুতে বিজেপি-আরএসএস কর্মীদের ওপর পেট্রল বোমা হামলার ঘটনায় গ্রেফতার ১১
তিনি বলেন, "ইংল্যান্ড থেকে একটি হুমকি ফোন আসে, যেখানে প্রথমে অকথ্য ভাষায় গালিগালাজ এবং পরবর্তীতে প্রাণের হুমকি দেওয়া হয়। আসলে কিছু মানুষ দেশের শান্তি পছন্দ করে না। সেই জন্য এই সব করা হচ্ছে। তবে এহেন হুমকির কাছে আমি কখনোই মাথা নত করব না। আমি আমার বক্তব্যে অনড়।”
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।
+ There are no comments
Add yours