National Retail Policy: জাতীয় খুচরো নীতির বাস্তবায়ন চান বিশেষজ্ঞরা

কনক্লেভটি ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই এবং আইএমএফ- এর অর্থনীতিবিদ এবং প্রাক্তন নির্বাহী পরিচালক সুরজিত ভাল্লা অংশগ্রহণ করেন।
ICPRG
ICPRG

মাধ্যম নিউজ ডেস্ক: মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারিজ ইন্ডিয়ার সহযোগিতায় ক্ষুদ্র এবং কুটির শিল্প এবং খুচরো ব্যাবসায়ীদের সমর্থনে ছোট খুচরা বিক্রেতাদের ক্ষমতায়নের লক্ষ্যে ভারতের সর্বোচ্চ সংস্থা-ইন্ডিয়া সেন্টার ফর পলিসি রিসার্চ অ্যান্ড গভর্ন্যান্স (National Retail Policy) রিটেল সংবাদের পঞ্চম সংস্করণের আয়োজন করেছিল। কনক্লেভটি ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই এবং আইএমএফ- এর অর্থনীতিবিদ এবং প্রাক্তন নির্বাহী পরিচালক সুরজিত ভাল্লা অংশগ্রহণ করেন। 

রিটেল সংবাদের আলোচনায় বক্তৃতা দেওয়ার সময় ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ (National Retail Policy) রাই বলেন, "ভারতের ছোট শহর ও গ্রামের খুচরো ব্যবসাই অর্থনৈতিক বৃদ্ধির পিছনে চালিকা শক্তি। ভারতীয় খুচরো ব্যবসা দেশের যুবকদের সফলতা ও উন্নতির জন্য একটি বিশাল সুযোগ দেয়। এই খাতে দেশের ১৩০ কোটি নাগরিকেরও ক্ষমতায়ন হয়েছে এবং এটি ভারতের  ক্রমবর্ধমান অর্থনীতির সত্যিকারের মেরুদণ্ড। ভারতে খুচরো ব্যবসাকে শক্তিশালী করার লক্ষ্য নিয়ে, আত্মনির্ভরতার দিকে এগোচ্ছে ভারত।"

বিশিষ্ট অর্থনীতিবিদ সুরজিৎ ভাল্লা (National Retail Policy) বলেন, "এই দশকটিকে ভবিষ্যতে 'ভারতের দশক' হিসাবে আখ্যা দেওয়া হবে। ভারত বর্তমানে সবচেয়ে দ্রুত বর্ধনশীল দেশ। আমরা অর্থনীতি এবং বিশ্বায়ন ২.০ -এর চূড়ায় রয়েছি। ২০১৪-এর পরে কার্যকরী অর্থনৈতিক সংস্কার হয়েছে। পিএলআই প্রকল্পের ক্ষেত্রে, দেউলিয়া আইন, কৃষকদের কাছে নগদ হস্তান্তর, জিএসটি, স্যানিটেশনের ক্ষেত্রে সামাজিক সংস্কার ভারতকে অনেকটা এগিয়ে দিয়েছে। যদিও নীতি সংস্কারগুলি ভাল হয়েছে, তবে তাদের বাস্তবায়ন আরও দ্রুত হওয়া উচিত। নীতি যত বেশি স্বচ্ছ হবে, বাস্তবায়ন ততই দ্রুত হবে। এছাড়াও, ভারতে অনেক নিয়মকানুন অপ্রয়োজনীয় এবং সেগুলি কমাতে হবে। ভারত বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতির প্রবণতায় কম প্রভাবিত হবে, কারণ ভারতের আভ্যন্তরীণ উন্নতি অব্যহত থাকবে।"

আরও পড়ুন: নরেন্দ্র মোদিকে নিয়ে বিবিসির তথ্যচিত্র ভিত্তিহীন, দাবি ভারতের, সংবাদ সংস্থার সমালোচনা সুনাকেরও

প্রথম প্যানেলের আলোচনার (National Retail Policy) বিষয় ছিল 'ভারতীয় খুচরো সেক্টরের টেকসই উন্নয়নের জন্য প্রয়োজনীয় নীতির বাস্তবায়ন', যেখানে সেক্টর বিশেষজ্ঞরা নীতিগত হস্তক্ষেপ এবং আনুষ্ঠানিক অর্থনৈতিক সুবিধাগুলিতে অ্যাক্সেস, আর্থিক অন্তর্ভুক্তি এবং ডিজিটালাইজেশনের পক্ষে সওয়াল করেছেন।

সম্মেলনে বক্তৃতা (National Retail Policy) দিতে গিয়ে, মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি ইন্ডিয়ার এমডি এবং সিইও অরবিন্দ মেদিরাত্তা বলেন, "কেন্দ্রীয় সরকারের একটি পৃথক খুচরো মন্ত্রক তৈরির বিষয়টি ভীষণই প্রাসঙ্গিক। এই মন্ত্রক খুচরো ব্যবসায় আসা চ্যালেঞ্জগুলিকে একচেটিয়াভাবে মোকাবেলা করতে পারে৷ এই দেশে কৃষির পরে খুচরো ব্যবসাই দ্বিতীয় বৃহত্তম জীবিকা প্রদানকারী। সমস্ত দেশ জুড়ে জাতীয় খুচরো নীতির বাস্তবায়ন এবং সরলীকরণ প্রয়োজন। খুচরো নীতিতে এফডিআই, ব্যবসা করার সুবিধা, শ্রম আইনের মতো দিকগুলিকে কভার করতে হবে।" 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles