Neeraj Chopra: আবারও স্বপ্ন দেখাচ্ছেন নীরজ! বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ফাইনালে রোহিত যাদবও

প্রায় ১৯ বছর বাদে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পদকজয়ের স্বপ্ন দেখছে ভারত। ২০০৩ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের আসরে লং জাম্পে ব্রোঞ্জ জিতেছিলেন অঞ্জু ববি জর্জ
Rohit_Yadav_1200x768
Rohit_Yadav_1200x768

মাধ্যম নিউজ ডেস্ক: পদক জিতে পোডিয়াম ফিনিশ করতে পারবেন কি না তা সময় বলবে, তবে প্রথমবার বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের (World Athletics Championships 2022) ফাইনালে জায়গা করে নিলেন নীরজ চোপড়া (Neeraj Chopra)। ইতিহাস গড়ে ফাইনালে দেশজ হিসেবে নীরজের সঙ্গী হলেন রোহিত যাদব (Rohit Yadav)। এই প্রথম দেশের জোড়া জ্যাভলিন থ্রোয়ার বিশ্ব চ্যাম্পিয়নশিপের (Javelin Final at World Athletics Championships) ফাইনালে গেলেন।

প্রথম থ্রোয়েই রেকর্ড তৈরি করেন নীরজ। ইউজিনে (Eugene, Oregon, United States) চলতি বিশ্ব চ্যাম্পিয়নশিপে বৃহস্পতিবার গ্রুপ এ-র যোগ্যতা নির্ণায়ক পর্বে নেমে প্রথম থ্রোতেই ৮৮.৩৯ মিটার বর্শা ছুড়ে ফাইনালে খেলা পাকা করলেন নীরজ। এই থ্রোয়ের সঙ্গে সঙ্গেই প্রায় ১৯ বছর বাদে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পদকজয়ের স্বপ্ন দেখছে ভারত। ২০০৩ সালে এই প্রতিযোগিতায় একটি পদক জিতেছিল ভারত। লং জাম্পে ব্রোঞ্জ জিতেছিলেন অঞ্জু ববি জর্জ। এরপর আর বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে আর পদকের মুখ দেখেনি ভারত। এবার নীরজের হাত ধরে সেই খরা কাটতে পারে বলেই আশা।

[tw]

[/tw]

নীরজের পাশাপাশি ভারতকে জ্যাভলিনে আশা দেখাচ্ছেন রোহিত যাদবও। গ্রুপ বি-তে অটোমেটিক কোয়ালিফিকেশন মার্ক থেকে বেশ কিছুটা পিছিয়ে থাকলেও ৮০.৪২ মিটার ছুড়ে ফাইনালে প্রবেশ করলেন রোহিত যাদব। মেয়েদের মধ্যে জ্যাভলিন থ্রোয়ার অন্নু রানি (Annu Rani) আগেই পৌঁছে গিয়েছেন ফাইনালে। এই নিয়ে পরপর দু’বার বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠলেন অন্নু।

আরও পড়ুন: শ্যুটিং বিশ্বকাপে সোনা জয় বঙ্গকন্যা মেহুলির

রবিবার ভারতের হয়ে পদক জয়ের জন্য, অনুরাগীদের চোখ থাকবে নীরজের দিকে। যোগ্যতা-অর্জন পর্বে সামগ্রিকভাবে দ্বিতীয়স্থানে শেষ করেন নীরজ। ৮৯.৯১ মিটার জ্যাভলিন ছুড়ে শীর্ষে থেকে ফাইনালে পৌঁছেছেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অ্যান্ডারসন পিটার্স। স্বাভাবিকভাবেই ফাইনালে কঠিন লড়াই অপেক্ষা করছে নীরজের জন্য। তবে জয়ের জন্য আত্মবিশ্বাসী বছর চব্বিশের তারকা। টোকিও অলিম্পিক্সের (Tokyo Olympics) সোনাজয়ী বলেন, "শুরুটা ভাল হয়েছে। ফাইনালে আমি ১০০ শতাংশ উজাড় করে দেব। তবে, প্রত্যেকটা দিন একটা নতুন দিন। আমি কেবল সেরাটা দিতে চাই। আমরা জানি না নিজেদের দিনে কে কতদূরে ছুড়বে।"

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles