Online Betting: প্রতারণার আশঙ্কা! অনলাইন বেটিং বিজ্ঞাপন নিয়ে অ্যাডভাইজরি কেন্দ্রের

Online Betting: বিজ্ঞাপনগুলি মন্ত্রকের নিয়ম মেনে বিধিসম্মত সতর্কীকরণ জারি করলেও, তাতে বিশেষ লাভ হয় না
Online_Betting_ad
Online_Betting_ad

মাধ্যম নিউজ ডেস্ক: অনলাইন বেটিং (Online Betting) প্ল্যাটফর্ম নিয়ে নয়া অ্যাডভাইজরি জারি করল কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক (Ministry of Information and Broadcasting)। সোমবার  প্রিন্ট, ইলেকট্রনিক এবং ডিজিটাল মিডিয়ার উদ্দেশ্যে একটি সতর্কতামূলক অ্যাডভাইজরি জারি করে সেখানে বলা হয়, অনলাইন বেটিং প্ল্যাটফর্মের বিজ্ঞাপন দেখিয়ে পাঠক বা দর্শককে বিভ্রান্ত করা এড়িয়ে চলুন।  প্রিন্ট, ইলেকট্রনিক, সোশ্যাল এবং অনলাইন মিডিয়ায় অনলাইন বেটিং ওয়েবসাইট এবং প্ল্যাটফর্মের বিজ্ঞাপনের বেশ কয়েকটি অপ্রীতিকর ঘটনা সামনে আসায়, এই সতর্কতা জারি করা হয়েছে।   
  
অ্যাডভাইজরিতে বলা হয়েছে যে, বাজি এবং জুয়া, যুবক এবং শিশুদের টার্গেট করে। দেশের বিভিন্নপ্রান্তে ইতিমধ্যেই আর্থিক প্রতারণার ঘটনা ঘটেছে। প্রতারণা না হলেও প্রচুর আর্থিক ও আর্থ-সামাজিক ঝুঁকি থাকে এইসব ক্ষেত্রে। দেশে বহু জায়গাতে জুয়া নিষিদ্ধও। অনলাইন বেটিং-এর বিজ্ঞাপন দেখানো মানে মূলত নিষিদ্ধ কার্যকলাপকে উৎসাহিত করা৷  আরও বলা হয়, অনলাইন বেটিং-এর বিজ্ঞাপনগুলি প্রতারণামূলক। কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট ২০১৯ (Consumer Protection Act), কেবল টেলিভিশন নেটওয়ার্কস রেগুলেশন অ্যাক্ট ১৯৯৫ এবং প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া অ্যাক্ট ১৯৭৮-এর অধীনে এই ধরনের বিজ্ঞাপন দেখানো যায় না। 

আরও পড়ুন: ভক্তরা রুষ্ট, তামাক সংস্থার পণ্যের বিজ্ঞাপন থেকে সরলেন অক্ষয়, চাইলেন ক্ষমাও
 
জনস্বার্থে (Public Interest) জারি করা হয়েছে এই সতর্কতা। তাই প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়াকে প্রতারণামূলক এই বিজ্ঞাপনগুলি না দেখানোর পরামর্শ দিয়েছে মন্ত্রক।  ২০২০ সালের ৪ ডিসেম্বর, প্রিন্ট এবং অডিও ভিজ্যুয়াল মিডিয়ার জন্যে অনলাইন গেমিং-এর বিজ্ঞাপন দেখানোর ক্ষেত্রে  অ্যাডভারটাইজিং স্ট্যান্ডার্ড কাউন্সিল অফ ইন্ডিয়া (ASCI) নির্দেশিকার কথা উল্লেখ করে একটি নির্দেশিকা জারি করেছিল তথ্য এবং সম্প্রচার মন্ত্রক। 

আজকাল সংবাদমাধ্যমে অনলাইন বেটিং বিজ্ঞাপনের (online betting advertisement) রমরমা। বিজ্ঞাপনগুলি মন্ত্রকের নিয়ম মেনে বিধিসম্মত সতর্কীকরণ জারি করলেও, তাতে বিশেষ লাভ হয় না। না বুঝেই এই প্রতারণার ফাঁদে পা দেন সাধারণ মানুষ। বিশেষত যুবসমাজ। সম্প্রতি অনেক যুবককে এই বেটিং গেমের নেশায় আসক্ত হতে দেখা গিয়েছে। আর তাতেই নড়েচড়ে বসেছে এই কেন্দ্রীয় মন্ত্রক। 

 

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles